![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“তুমি শূন্য থেকে এলে,
আবার কেন শূূন্যতে মিশে গেলে?
“জীবন ও চিন্তার বহুকেন্দ্রিকতায় নিরন্তর,
এ পথ দু’জনের,দু-দিকে...;
কল্পনায় সৃষ্টি তোমার রূপ...!
রহস্যের অনুভূতিতে আবৃত আমি”।
“এক সত্যকে লুকাতে গিয়ে
আরেক সত্যর পরাজয়...;
আগে...
আজ দেখি স্মৃতির পাতায়
সে সব স্মৃতি হচ্ছে পুরনো!!
স্মৃতির জটলায় কিংবা দৃষ্টিভ্রমে
জীবনের রঙ ধূসরতায় পর্যবসিত
স্বতঃসিদ্ধে জৈবপ্রেমে নিরসিত জিজ্ঞাসা...!
বিস্ময়ে,বিহ্বল,বিমূঢ় ও আশাশূন্য চোখে
স্বপ্ন মোড়ক ভেদ করে,
বিশ্বাস আর ভালোবাসার দেয়ালে...
প্রতিটি মানুষের জীবন মহাকাব্যের এক-একটি চরিত্র
জীবন ধরে রাখে অজস্র,অসাধারণ রহস্যের পরিনাম,
এর প্রতিরুপ বর্ণহীন,শব্দহীন এবং স্বাদহীন
বাস্তব এবং তার প্রতিবিম্ব একবারে অভিন্ন।
সুখ-দুঃখ আবেগ-যন্ত্রণা
তীব্র ভাবানুভুতিতেই ভালোবাসার উৎস ।
উপলব্ধির যুক্তিজালে...
সুখহীনতায় সুখের সন্ধানে
আশা শূন্য যে মানুষটি---প্রানভরা আশার কাছে নিরাশায় দেউলিয়া
আত্মপ্রত্যয় হীনতায়, সঙ্কটময় অস্তিত্বের দোলায়,
কে আমি, কিসের আমি,
এই আমি\'র স্বচ্ছ রূপ কী?
জীবন\'কে বুঝে নেওয়ায় এবং অর্থ খোঁজায়
রেখে...
‘বধির ভালোবাসার\' প্রতিফলনে
শূন্যতায়,উদ্বেগ-যন্ত্রণায় ধীরে ধীরে মূর্ত_;
সীমাহীন বিষন্নতায়
ভাবনার নির্মল স্বচ্চ প্রকাশ !
বিচূর্ণীকরণ--- কল্পনার ভিতরে পাওয়া যায় অসীম সম্ভবণার
হতভাগ্য শক্তি সমুদ্রে গিয়ে সাঁতার কাটার মতন।
এক বৃত্তের মধ্যে...
জীবন বিনাশ ও বিন্যাসের চিন্তাভবনায়
আত্নদৃষ্টি পার্থিব ও অপার্থিব কেন্দ্রিক...
শুধু ভেতরের আগুন থেকে উত্তাপ নিয়ে জ্বলছি!
সক্রিয়তার কল্পনা ও অনুভূতির সংমিশ্রনে
বাস্তববাদী জীবনে যুক্ত করে অজস্র ধ্যন-ধারনায়,
অনাবৃত কল্পনায় রুপান্তর করে...
আজ চারিদিকে খুঁজে চলেছি
কাগজের ফেরিওয়ালা তারা কই?
বিত্রিু করে দিতে চাই কিছু ধুলো মাখা পড়ে থাকা
কয়েক লক্ষ শব্দে গড়া ধূসর পান্ডুলিপি।
এ তিন তাসের জীবনে
টেক্কা তুরুপের খেলাতে
পৃথিবীটা চলছে উল্টা পথে-উল্টা...
কী যেন এক ভুলে
জীবনের বসন্তগুলো কেটে গেল,
এ স্বপ্নিল জগতে দুচোখে স্বপ্ন যেন অভিশপ্ত।
যে চোখে স্বপ্ন বেমানান
সে চোখে দেখে কেন রঙিন স্বপ্ন?
অতঃপর,
ভুল কিংবা ভালবাসার ফাঁদে...
অজস্র নটিক্যাল মাইল দূরে...’
অপেক্ষমান...
প্রভাব ও প্রেরণার মাঝে লুকিয়ে আছে কিছু স্বপ্ন
যা কখনো বিচিত্র, কখনো কল্পনাপ্রবণ,
কখনো স্বপ্নময়, কখনো মহত্তম রহস্য...
ঘেরা অনুভূতিগুলোর অস্তিত্ব জুড়ে
মিশে আছে কুয়াশা আর ধুপছায়া;
যা পরক্ষণেই উল্কার মত মিলিয়ে যায়।...
নিরাশা ও উপেক্ষায় স্থির থাকা
এতো বিরহী প্রেমের স্বভাব।
তোমার সীমানা বিশ্লেষণ করাটা
এক দুঃসাধ্য প্রয়াস।
ধূসর জগতের আলো-আঁধারির ঘোরে
তোমায় ভালোবেসেছি
প্রকৃতির মত অকৃত্রিম....;
তোমার এক চোখে আমি
আরেক চোখে কে?
শিরোনামহীন
কবিতাঃ কাল্পনিক!
ছবিঃ সংগৃহীত।...
প্রেয়সী-
তোমায় সৌন্দর্য মনোবৃত্তির পবিত্র মন নিয়ে
সত্য পথে অনুগত থেকে
কখনো স্বপ্নভঙ্গ স্বপ্নতে নয়_;
তোমায় নিঃসন্দেহে
ভালোবাসার অগ্রগতি সীমাহীন অনুভূতি নিয়ে
জীবনের সমস্ত বিষাদময় শিকড় উপড়ে ফেলে
বিশ্বাসের জগতে প্রবেশ করে, তোমায়...
জীবন সৌন্দর্যের অপার বিস্ময়ের মাঝে
কান্না-কাটি,হাসি ও দুঃখের সংমিশ্রনে
প্রবল ভাবে বেঁচে থাকার ইচ্ছাতে
জীবনবোধের রুপহীনতার এক প্রত্যয়,,,;
নিষ্ক্রয় মরিচিকার মত ছুটে চলা অবিরাম
তবুও পায় না কোন সুখের নীড়...
নেশা কিংবা প্রেমের চোখে বন্দি
কোথায় যেন কি আলো...;
কোথায় যেন এক নৈঃশব্দের ভাষা...:
সবকিছু ভুলে গিয়ে হয়ে যাই দিশেহারা
অনুভবে কি যেন এক ছায়া-মায়া দেখতে পাই
শুধু মনের উঠান জুড়ে নেশা...
আমার রক্তে কী এমন নেশা
তার অজস্র অবহেলার পরেও
তাকে কেন ভালোবাসি?
তার জন্য এ হৃদয় কাঁদে গুমরে গুমরে!!
আজ এ হিংস্র অভিযোগ কাকে বলব.
শুধু এ ব্যথা আমারই....
নিঃশব্দে...
অদ্ভুত দুর্বোধ্য তোমার চোখের ভাষা
আর তোমার রূপের সরলতা আমায় মুগ্ধ করে
এ হৃদয়ে ভেসে ওঠে এক অকল্পনীয় প্রতিচ্ছবি
তাই তোমার রূপের নজরদারিতে আমি বন্দি_;
এ আমার হৃদয়ের গভীর অনুভবের কথা
আমি পারব না কখনো...
©somewhere in net ltd.