![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেয়সী-
তোমায় সৌন্দর্য মনোবৃত্তির পবিত্র মন নিয়ে
সত্য পথে অনুগত থেকে
কখনো স্বপ্নভঙ্গ স্বপ্নতে নয়_;
তোমায় নিঃসন্দেহে
ভালোবাসার অগ্রগতি সীমাহীন অনুভূতি নিয়ে
জীবনের সমস্ত বিষাদময় শিকড় উপড়ে ফেলে
বিশ্বাসের জগতে প্রবেশ করে, তোমায় ভালোবেসেছি
অকৃত্তিম নিরন্তন সততা থেকে
এটা কোন তোমার প্রতি মোহ নয়।।
প্রেয়সী-
হয়তো, তুমি জানো
পুরস্কার ও তিরষ্কার মাঝে লুকিয়ে আছে একটি স্বপ্ন,
তার নাম ভালোবাসা_;
এই ভালোবাসায় পুরস্কারের ও তিরস্কারের ভাষা দিয়ে
কতো রচনা হয়েছে
ভালোবাসার ইতিহাস বা কাব্যে।।
আমি কখনো চাইনা আমার
ভালোবাসার ভাষায় আসুক তিরস্কারের যন্ত্রণা !
তাই কখনো আর প্রশ্ন করোনা
তোমায় ভালোবাসি কিনা।
শুধু জেনে রাখো...
এখন তোমার চোখে আমার দুনিয়া দেখা
তোমার সীমারেখা আমার মধ্যে সীমাবদ্ধ ।।
ছবিঃ নেট ।।
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
সবার জীবনে এটি একটি নিদারুণ অভিজ্ঞতা !!
কবিতা পাঠে অংসখ্য ধন্যবাদ সোহেল ভাই ।।
২| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
সৈয়দ ইসলাম বলেছেন: শাহরিয়ার কবীর ভাই,
কবিতায় মুগ্ধ হলাম, আপনার প্রেয়সী মুগ্ধ হবে নিশ্চিত।
প্লাস+++
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে জীবন শেষ ; ধরুণ, এটা এক ধরণের সাইকো থেরাপি ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।।
৩| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ কবিতা সাফল্য লাভ করুক।
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই ।।
৪| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪৮
সৈয়দ ইসলাম বলেছেন: না ভাই, প্রশ্ন করি নাই। আর থেরাপি সেতো অনেক দূর
আপনি কেমন আছেন?
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: সরি ভাই,
বোঝাতে চেয়েছি....
প্রেয়সীর এক প্রশ্নের উত্তর দিতে দিতে জীবন শেষ ... এটা তার থেরাপি ।।
আমি ভালো আছি ....
আশা করি আপনিও ভালো আছেন।।
৫| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫০
আকিব হাসান জাভেদ বলেছেন: প্রেয়সী নামটাই সুন্দর । সুন্দর কবিতা তোমার চোখে আমার দুনিয়া ।
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালোবাসার মানুষেকে সুন্দর নামে ডাকা উচিৎ
এছাড়া ইহাতে তাহারা মাইন্ড করে !!!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
৬| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫১
কথার ফুলঝুরি! বলেছেন: কিন্তু আমি বলব "আমার সীমারেখা তোমার মধ্যে সীমাবদ্ধ"
কবিতা ভালো লেগেছে। আহারে এমন করে কেউ যদি মোরে প্রেয়সী ডাকিত
প্রোফাইল পিক টা দারুন
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
““বান্দরের গলায় মুক্তর মালা মানায় না”””
এ নিয়ে জীবনে বড় ভয়ে ছিলাম, কে দিবে এই মালা....
তবে খুশির খবর এই যে, একজন দিতে রাজি হয়েছে...।।
আমার মত আপনার জীবনেও কেউ আসুক “ কেউ আপনাকে প্রেয়সী বলে ডাকুক।। এই কামনা রইলো ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।
৭| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০২
সৈয়দ ইসলাম বলেছেন: আমি ভাই চমৎকার আছি। আপনার প্রেয়সীর প্রশংসা শুনে মাঝেমধ্যে হিংসে হয়; কেন যে আমি আমার প্রেয়সীর গুণকীর্তন করতে পারি না।
ভাল থাকবেন সবসময়।
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা ভাই, প্রেম নিয়ে গবেষণা বা এই কবিগিরী করতে করতে..
লেখার ভাষায় প্রেয়সীর গুণকীর্তন অটো চলে আসে।। তবে এক এক জনের প্রকাশ ভঙ্গি এক এক রকম হলেও ভালোবাসার উদ্দেশ্য তো এক ।। টেনশন নিয়েন না ।। আপনারা সুখে শান্তিতে থাকুন এই কামনা রইলো ।।
আপনিও ভালো থাকুন সবসময়...
৮| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবি কি এখনও গাঁটছড়া বাঁধেননি? প্রেয়সীর জন্য এমন মন উচাটন? আহা! কি দারুণ কথামালা! ভালো লিখেছেন!!
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: সময়ের সাথে তাল মিলেয়ে সবকিছু হবে ভাইয়া।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।
৯| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৯
কথার ফুলঝুরি! বলেছেন: "বান্দরের গলায় মুক্তর মালা মানায় না”””
এ নিয়ে জীবনে বড় ভয়ে ছিলাম, কে দিবে এই মালা....
তবে খুশির খবর এই যে, একজন দিতে রাজি হয়েছে" আপনার, মানে আপনাদের জন্য অনেক শুভকামনা ভাইয়া
এবং ধন্যবাদ এই অধমের জন্য দোয়া করার জন্য। আপনার দোয়া কবুল হোক। আমিন
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ !!!
১০| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫৭
অচেনা হৃদি বলেছেন: OMG! ভাইয়া আপনার কবিতার নায়িকা এমন পোড়াবাড়িতে থাকে ?
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমার নায়িকা পোড়াবাতি নয় ভুতের বাড়ীতে থাকে আপু !!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।
১১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩
কাইকর বলেছেন: খুব ভাল লিখেছেন
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।
১২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:২২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।।
১৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১০
ইব্রাহীম আই কে বলেছেন: তোমার সীমারেখা আমার মধ্যে সীমাবদ্ধ
শিরোনাম ও কবিতার শেষ লাইনটা নিয়ে একটু ভাবনায় পরে গেলাম।
আসলেই কি তাই!! যদি এমনটাই হয় তবে ছেড়ে গেলে কেন?
২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
যদিও এটি একটি সহজ কবিতা কিন্তু এর তাৎপর্য বা ভাব বোঝাটা একটু কঠিন আছে ভায়া।।
দ্বিধা করে যে পুরুষ মেয়েদের সামনে নিজেকে যথেষ্ট জোরের সাথে প্রত্যক্ষ করায় না,
কোন মেয়ে তাকে স্পষ্ট করে প্রত্যক্ষ করে না....কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।।
তাকে ছেড়ে যাইনি ; উপরে লাইনটা তার পক্ষে থেকে লেখার চেষ্টা বা তার দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।
১৪| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
শিখা রহমান বলেছেন: শাহরিয়ার প্রেমের কবিতা আমার ভালো লাগে। কবিতাটা সুন্দর। তবে "তোমার সীমারেখা আমার মধ্যে সীমাবদ্ধ" কথাটা সুন্দর হলেও প্রেমিকা হয়তো উল্টোটাই শুনতে চাইবে "আমার সীমারেখা তোমার মধ্যে সীমাবদ্ধ।"
শুভকামনা। ভালো থাকবেন কবি।
২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা দারুণ বলেছেন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ আপু।।
১৫| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সুমন কর বলেছেন: কেউ যেন সীমারেখা অতিক্রম করতে না পারে..........
ভালো হয়েছে।
২৮ শে মে, ২০১৮ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা।
১৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৮
শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ
২৮ শে মে, ২০১৮ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ
১৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অন্যের ভিতর নিজেকে দেখা, আবিষ্কার করা মারাত্মক লক্ষণ, প্রেমের লক্ষণ।
২৮ শে মে, ২০১৮ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ বলেছেন ভায়া।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
১৮| ২৯ শে মে, ২০১৮ রাত ৩:৫০
জাহিদ অনিক বলেছেন:
তোমার সীমারেখা আমার মধ্যে সীমাবদ্ধ কবিতার নামটা সহ গোটা কবিতাটাই সুন্দর।
নিজেকে যদি লাগামহীনভাবে অসীম করে দেয়া যায়, তাহলে আর নিজের মধ্যে অন্যকে সীমাবদ্ধ রাখতে কোন বাঁধাই নেই।
শিখা রহমান এর মন্তব্যটা বেশ লাগলো।
শুভেচ্ছা কবি।
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।।
১৯| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:২৯
অলিভিয়া আভা বলেছেন: ভালোবাসার অগ্রগতি সীমাহীন অনুভূতি নিয়ে
জীবনের সমস্ত বিষাদময় শিকড় উপড়ে ফেলে
বিশ্বাসের জগতে প্রবেশ করে, তোমায় ভালোবেসেছি কবিতায় ভালোবাসার যে দৃঢ় রূপ দেখা দিচ্ছে তা সত্যিই চমৎকার।
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
২০| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।।
ভালোবাসা নিরন্তর।
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: আবারো ধন্যবাদ ভাই।।
২১| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫১
ধ্রুবক আলো বলেছেন: অসিম প্রেমের কবিতাখানি খুব ভালো লাগলো। একজনের মধ্যে সীমাবদ্ধ থাকা অসিম ভালোবাসা নিয়ে, একটা সময় কষ্ট পেতে হয়।
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: কষ্ট পেলে তখন নতুন কবিতা লেখা প্রিয় ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
২২| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২১
সামিয়া বলেছেন: তোমার সীমারেখা আমার মধ্যে সীমাবদ্ধ
এই রকম ভাব্লে যত গুণগানই করেন, পাখি উইড়া যাবার সম্ভাবনা।
কবিকে কিছু ক্ষেত্রে মনে হয়েছে স্বার্থপর ধাঁধার মতন।
২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: এটা স্বার্থপরতা নয় এটা অধিকার....
আর সে চাইলেও উইড়া যাইতে পারবে না... এটা আমার বিশ্বাস থেকে বলা।।
তারপরেও গেলে আর কী করা,,,,,,,
যদি তোর ডাক শুনে কেউ না আসেরে তবে একলা চলো’রে ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ লেখিকা।
২৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৬
আকতার আর হোসাইন বলেছেন: এমন কবিতাখানি পড়িয়া যদি প্রেয়সীর মন ভরানো যায়
জেনে রেখো কবি তবে, পৃথিবীর আর কোন সুখই তার মন ভরাতে পারবেনা।।
কবির কবিতা পড়ে প্রেমে পড়ে গেলাম।
২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার সুন্দর মন্তব্যর কারণে; এ কবিতা স্বার্থকতা খুঁজে পেলাম !!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
২৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:০৯
বৃষ্টি বিন্দু বলেছেন: এমন কবিতা কেমনে যে মুগ্ধ করে বুঝি না।
আসলেই ভাল লাগছে খুব।
প্লাস+++
২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ...
২৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৬
আখেনাটেন বলেছেন: কবি কি কারো কাছে বাঁধা পড়ল নাকি?
শেষ দুটো লাইন নিয়ে একটু ধন্ধে পড়লাম। তাঁর চোখ দিয়ে দেখলে তো কবির সীমারেখা তাঁর মধ্যে সীমাবদ্ধ হওয়ার কথা। মানে উল্টোটা হওয়ার কথা।
ইদানিং কবি মনে হয় নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন ব্লগ থেকে।
*প্রবিত্র মনে হয় টাইপো।
৩০ শে মে, ২০১৮ রাত ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
তেমন কিছু না ভাই; মায়াজালে আটকে গেছি !!
শেষের লাইনটা সেলফি তোলার মত .....
ছবি তোলা শেষে উল্টা দেখায়!!!
ব্যস্ততার কারণে ব্লগিং করতে পারিনা... ব্লগ থেকে নিজেকে গুটিয়ে নেইনি, সবসময় ছিলাম এবং আছি আপনাদের সাথে ।।
বানানটা ঠিক করে দিচ্ছি......
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
২৬| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: কোন কিছুর দেয়াল বা সীমানা থাকা ঠিক নয়।
তিরস্কার বানানটি ঠিক আছে তো?
৩০ শে মে, ২০১৮ রাত ১২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: বানানটা ভুল ছিল ...
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা।
২৭| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১২
শাহাদাত নিরব বলেছেন: সবাই প্রেয়সীর চোখে নিজের গন্তব্য খোঁজে ।
ভালোবাসা অভিরাম
ভালোলাগা একটি কবিতা ।
৩০ শে মে, ২০১৮ রাত ১২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
২৮| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা যেন কবিতার কথাই বলছে।
যেন কবেকার
কোন এক বিরহী প্রেমিকা
ভালবাসার কথা বলে যায় প্রেমিকের অপেক্ষায়..........।
৩০ শে মে, ২০১৮ রাত ১২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
২৯| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২২
শায়মা বলেছেন: হায় হায় প্রেয়সীর ছবিখানা দেখে ভীত হইলাম।
এই বাড়ি কখন ঘাড়ে ভেঙ্গে পড়ে প্রেয়সীর ভবলীলা না সাঙ্গ হয়।
০২ রা জুন, ২০১৮ দুপুর ১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: হায় !! হায়!! হায় !!
আপায় আপনি তুমি বলেন কী।।
৩০| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে বন্ধু । ++++
শায়মাদির মন্তব্যে +++++++
০২ রা জুন, ২০১৮ দুপুর ১:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ বন্ধু।।
৩১| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
আহ! বিশুদ্ধতা, পবিত্রতা!
৩০ শে জুন, ২০১৮ রাত ১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।
৩২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনাম এবং শেষ পংক্তিটা ব্যাপক অর্থবোধক বলে মনে হলো।
১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই!!
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: তারপরও সবাই জানতে চাই,আমাকে কতটুকু ভালবাস?
কবিতা ভাল লেগেছে।