![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি মানুষের জীবন মহাকাব্যের এক-একটি চরিত্র
জীবন ধরে রাখে অজস্র,অসাধারণ রহস্যের পরিনাম,
এর প্রতিরুপ বর্ণহীন,শব্দহীন এবং স্বাদহীন
বাস্তব এবং তার প্রতিবিম্ব একবারে অভিন্ন।
সুখ-দুঃখ আবেগ-যন্ত্রণা
তীব্র ভাবানুভুতিতেই ভালোবাসার উৎস ।
উপলব্ধির যুক্তিজালে ছিন্নভিন্ন একটি প্রশ্ন,
সবার জীবন কিংবা যৌবণের স্বপ্ন কী পূর্ণতা পায় ?
এ প্রশ্নকে ঘিরে প্রজ্জ্বলিত একঅগ্নির দ্বারা ধীরে ধীরে দগ্ধ করে,
হৃদয় কম্পিত হতে পারে ভরে.;
আমার জীবন কী সূম্পর্ণ বৃথা?
ছবিঃ গীতবিতান ফেসবুক পেজ।।
(বিঃ দ্রঃ কবিতায় মন্তব্য নিষ্প্রয়োজন।)