![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার রক্তে কী এমন নেশা
তার অজস্র অবহেলার পরেও
তাকে কেন ভালোবাসি?
তার জন্য এ হৃদয় কাঁদে গুমরে গুমরে!!
আজ এ হিংস্র অভিযোগ কাকে বলব.
শুধু এ ব্যথা আমারই....
নিঃশব্দে গড়ে দিয়ে চলে গেল
ভালোবাসায় এক মহা প্রাচীর,
তার দেওয়া শত ব্যাথা-বেদনায় স্পর্শকাতরতায়
এ হৃদপিন্ডটা সংকুচিত হয়ে আসছে,
নিদারুণ এক তিক্ততায়
মনটা দমে যাচ্ছে...।
আমার সুরে হয়তো সে মোহিত হয়নি
তাই আজ আমি
এক নির্লজ্জ স্বৈরাচার....।
ছবিঃ নেট ।।
(বিঃ দ্রঃ কবিতায় মন্তব্য নিষ্প্রয়োজন)