নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০



নিরাশা ও উপেক্ষায় স্থির থাকা
এতো বিরহী প্রেমের স্বভাব।
তোমার সীমানা বিশ্লেষণ করাটা
এক দুঃসাধ্য প্রয়াস।


ধূসর জগতের আলো-আঁধারির ঘোরে
তোমায় ভালোবেসেছি
প্রকৃতির মত অকৃত্রিম....;
তোমার এক চোখে আমি
আরেক চোখে কে?


শিরোনামহীন

কবিতাঃ কাল্পনিক!
ছবিঃ সংগৃহীত।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩২

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার মোলায়েম কবিতাটা ভালো লেগেছে। শুভেচ্ছা।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।

৩| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০

জাহিদ অনিক বলেছেন: একচোখে আমি, অন্য চোখে কে ?
কবিতার ভাব ভালো লাগলো কবি।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ কবি ভাই।।

৪| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: তোমার এক চোখে আমি আর অন্য চোখে কে? তা বোঝার দুঃসাধ্য প্রয়াস! পাঠকেরও যে নেই। কবীর ভাই কবিতা ভালো লাগলো।

শুভেচ্ছা নিয়েন।

০৯ ই জুন, ২০১৮ রাত ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই ।।

৫| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: একচোখ থেকে অন্যচোখের দূরত্ব পৃথিবী সমান দীর্ঘ

০৯ ই জুন, ২০১৮ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বলেছেন।।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

৬| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:২৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো +

০৯ ই জুন, ২০১৮ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ।।

৭| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪২

শূন্যনীড় বলেছেন: কে হতে পারে আরেক চোখে ? বড্ড ভেজালি প্রশ্ন ভাই, মানুষের মন তো দেখা যায় না!

ভালো লাগলো ভাই, খুব সুন্দর

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।

৮| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৫

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর ছবি। অন‍্য চোখ অন্তরালে। তাই আপাতত বলা যাচ্ছে না 'কে' । ;)

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা
দারুণ বলেছেন।।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।

৯| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরেক চোখে কে?
উত্তরটা জানা দরকার। :)
কবিতা ভালো হয়েছে ভাই!

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কাল্পনিক কবিতা ভাই ।।

এমন প্রশ্নের উত্তর কবির কাছে নাই ।। :P


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ

১০| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় প্রেমের ছবি এঁকেছেন। কবিতায় ভালোলাগা।।

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।


১১| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

বিজন রয় বলেছেন: কবিতাঃ কাল্পনিক! মানে কি?

শিরোনামহীন বানানটি ঠিক আছে কিনা মনে করতে পারছি না।

উপেক্ষায় হবে বোধহয়, অকৃত্রিম হবে না?

কবিতার ভিতরে আরো ঢুকে পড়েন, সময় নেন।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: ফোন দিয়ে লিখতে গিয়ে কিছু বানান ছিল... আপাতত তা ঠিক করে দিলাম...


ফিরছি....

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতাঃ কাল্পনিক! মানে কি?

কবিতায় লিখলে সবাই কবিতার বিষয়টা কবির জীবনের সাথে মেলায়; একারণে লেখা ।। :P

ঠিক আছে সময় নিয়ে লেখার চেষ্টা থাকবে।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।

১২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

মিথী_মারজান বলেছেন: কবিতাটা খুব সুন্দর হয়েছে ভাইয়া।
বেশি ভালোবাসলে একটু আধটু হতাশা আর সন্দেহ নাকি চলে আসে।
তাই বলে কবিতা শিরোনামহীন হয়ে যায় নাকি!!!

জবাবটা আপাতত আমি দিয়ে দিয়ে দিচ্ছি।
এক চোখে বাস্তব আপনি আর আরেক চোখ বিভোর আপনার স্বপ্নে।;)
শুভেচ্ছা নিরন্তর।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনিও খুব সুন্দর মন্তব্য করেছেন মিথী আপু। :P


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:১০

উম্মে সায়মা বলেছেন: একচোখে আমি, অন্য চোখে কে ?
বাহ! সহজ কথায় অনেক কঠিন প্রশ্ন।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।

১৪| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা।

১৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতার জন্ম।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১৬| ০৮ ই জুন, ২০১৮ রাত ১০:৫১

সামিয়া বলেছেন: তুমি একজনই শুধু বন্ধু আমার......মান্না দে

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: মান্না দে গানটা অনেক সুন্দর ।।


নিচের গানটা আমার অনেক প্রিয় একটি গান.... :)

১৭| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১৮| ০৯ ই জুন, ২০১৮ রাত ২:৪০

রাকু হাসান বলেছেন: অল্প কয়েক লাইনের ভাল একটা কবিতা পড়লাম

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১৯| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৮

সিগন্যাস বলেছেন: B-) কেমন আছেন ভাইসাব???

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো আছি ....


আপনি নিশ্চয় ভালো আছেন।।

২০| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৮:১১

আকিব হাসান জাভেদ বলেছেন: বিরোহী প্রেমে এক চোখেই ভালোবাসা হয় । আরেক চোখ আলো আধারে ঘুরে ফিরে ।
সুন্দর কবিতা ।।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।

২১| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

সনেট কবি বলেছেন: অন্য চোখেও সেই একজন থাকা বাঞ্চনীয়।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।

২২| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেন নি।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: ব্যস্ত ছিলাম সরি ভাই.....।

আবারও ধন্যবাদ ।।

২৩| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: কি করেছ কি নাতী :P নানী তোমার কাছে থেকে কবিতা লেখা শিখতে চায়। :#)

দুই চোখেই নাতী ;)

১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
নানী তোমার কাছে থেকে কবিতা লেখা শিখতে চায়।

কথাটা শুনে মজা পেলাম !!

নানীরা তো পিচ্চি নাতিদের চোখে চোখে রাখে.... এ কথা বলতে হয়।। :P

২৪| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:০৩

শামচুল হক বলেছেন: অসাধারণ কবিতা
কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় পেলে পড়ার জন্য অনুরোধ রইল।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা ভাইয়া সময় করে পড়ে নিবো


ধন্যবাদ।।

২৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।

শুভকামনা

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ধন্যবাদ বন্ধু ।।

২৬| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আরেক চোখে স্বপ্ন হতে পারে! দু'চোখে জ্যোস্না নিয়ে হাটছে তাই....

কবিতা ভাল লেগেছে।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: হাটতে হাটতে হোঁচোট না খেলেই হল....

কবিতা পাঠে ধন্যবাদ কবি ভাই।।

২৭| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


ইয়া মাবুদ, কেডা করল আমার ভায়ের এমন দশা! কবিতায় হাহাকার কই গেল! কেনু এমন হল!


আল্লাহ্‌, তোমার কাছে বিচার দিলাম!

৩০ শে জুন, ২০১৮ রাত ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: বিচার দেওয়ার দরাকার নাই ভায়া


উপরে মিথী আপুর মন্তব্যটা পড়ুন।

২৮| ৩০ শে জুন, ২০১৮ রাত ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


মন্তব্য ভালই লাগল সাথে মান্নাদের গান =p~

৩০ শে জুন, ২০১৮ রাত ১:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

২৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: "তোমায় ভালবেসেছি প্রকৃতির মত অকৃত্রিম" - যাক, তাহলে তো আর সে ভালবাসা সফল কিংবা বিফল হওয়া নিয়ে আর কোন মাথাব্যথা রইলো না।
মিথী_মারজান এর মন্তব্যটা ভাল লেগেছে।
কবিতায় ভাল লাগা + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.