নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

ভুল কিংবা ভালোবাসা

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩


কী যেন এক ভুলে
জীবনের বসন্তগুলো কেটে গেল,
এ স্বপ্নিল জগতে দুচোখে স্বপ্ন যেন অভিশপ্ত।
যে চোখে স্বপ্ন বেমানান
সে চোখে দেখে কেন রঙিন স্বপ্ন?


অতঃপর,
ভুল কিংবা ভালবাসার ফাঁদে...
অজস্র নটিক্যাল মাইল দূরে...’
অপেক্ষমান কালের খেয়ার পারের নীল জলের
বয়ে যাওয়া সময়ের মত হারিয়ে যাব কালের অতল গহ্বরে!



ছবিঃ নেট।



মন্তব্য ৫৩ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

কামরুননাহার কলি বলেছেন: একটি ভালোলাগা কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা পাঠে আপনাকেও অসংখ্য ধন্যবাদ কলি।

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ, মন ছুঁয়ে গেল।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:



কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত হতাশা কেন কবি? স্বপ্ন দেখতে থাকুন। ভালোবাসার ফুল একদিন ফুটবেই। :)

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:


ভালোবাসার ফুল !! দারুণ বলেছেন।।
কবিদের হতাশ হওয়ার সম্ভবনা নেই । :P কবিতায় এ হতাশার অন্য অর্থ ! ;)


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:১১

আখেনাটেন বলেছেন: সেলিম আনোয়ারের ভাষায়: সুন্দর।+ -- :D

হতাশা ঝেড়ে ফেলে নবউদ্যোমে মাঠে নামুন কবিবর।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:


বর্তমানে হতাশাগুলোর কোটা সংস্কার চলছে । :P


কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:২৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে শাহরিয়ার ভাই।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবীর ভাই,

দুটি কথা বলবো। ১ - সহজ , সত্য, সুন্দর ।

২ - কিন্তু জীবনে এত বিষন্নতা কেন? যেখানে পশ্চিমাকাশের রক্তিম সূর্য আরোও এক বসন্তের আগমনবার্তা দিচ্ছে।

অনেক ভালো লাগা ও শুভ কামনা প্রিয় কবী ভাইকে।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার বিরহী কবিতায় হৃদয় নিংড়ানো বিরহীের ছাপ ফুটে তোলার চেষ্টা করি।
কারণ আমার বিরহ নিয়ে লিখতে ভালো লাগে। তবে লেখার বিষয়বস্তু সাথে
আমার জীবনের কোন মিল নেই।।

তবে আমার জীবনে কোন দুঃখ নাই তা কিন্তু একদম নয়, সবার মত আমিও। :)

কেহ গরিব অর্থের জন্য, কেহ গরিব রূপে,
এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে।

গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ।

কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা!

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

সিগন্যাস বলেছেন: প্রিয় শাহরিয়ার ভাই আপনার কবিতা পড়ে মনে হচ্ছে আমি ভাগ্যবান।আমার মনে সবসময় শীতকাল বিরাজ ভরে ।তাই বসন্ত চলে যাবার ভয় আমার নেই B-)

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন:

বেশি বেশি হাটাহাটি করলে নাকি বডি কমে, এ ক্ষেত্রে লক্ষ করা যায় যে জন্ম থেকেই হাতি হেটে চলেছে কিন্তু হাতির বডি কী কোনদিন কমেছে? :P অতএব, কোন কিছু বিশ্বাস করার আগে ভালো করে ভেবে নেওয়া উচিৎ ! সেটা কী আদোও সত্যি না পুরোপুরি মিথ্যা। ;)

কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নাহিদ০৯ বলেছেন: হারিয়ে যাবেন না প্লিজ।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
চারিদিকের প্রতিদিন কারো না কারো মুখ থুবড়ে পড়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে আমার কবিতা।
কবি লিখবে, কবি হারিয়ে যাবো না। ;)


কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সময়ের ব্যবধানে কাছের মানুষ দূরে চলে যায়।

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:১০

নীলপরি বলেছেন: কবিতা ও ছবি দুটোই খুব ভালো হয়েছে । ++++++

শুভকামনা বন্ধু

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ বন্ধু।

১৪| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

এম ডব্লিউ এস বলেছেন: হারিয়ে যেতে নেই মানা

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ।

১৫| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় এক আধ্যাত্মিক ব্যঞ্জনা মূর্ত হয়েছে। ছবি নির্বাচন যথার্থ হয়েছে।
আপনার এর আগের কবিতাটিতেও আমার একটা মন্তব্য রয়েছে।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

শাহরিয়ার কবীর বলেছেন:

নিতান্ত এক আধ্যাত্মিক করির পক্ষে এ বিশ্লেষণ রীতিমতো পরিণত বিশ্লেষণ। আপনিও একজন জীবনমুখী বা জীবন স্মৃতির কবিতার কবি। একারণে আপনার কবিতার আমি সবসময় ভক্ত। আর এ কবিতায় আসলে মাত্র কয়েকটি লাইনে, জীবনের অতীত ও বর্তমান তুলে ধরার চেষ্টা করেছি, একটু ভিন্ন ভাবে। কিন্তু পাঠক পড়ে মনে করতে পারে, এটি একটি সুম্পর্ন প্রেমের কবিতা।


কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ ভাইয়া।

১৬| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা +++++

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ প্রিয় লেখিকা । :)

১৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

মিথী_মারজান বলেছেন: ভুলগুলো হয়ে উঠুক ঝরে পরা ফুল।
আর তার সুবাসে চারদিকে উদ্ভাসিত হোক সত্যিকারের ভালোবাসা।
ফাঁদ পেরিয়ে ভালবাসার নাও ভেসে চলুক অজস্র নটিক্যাল মাইল দূরের তেপান্তরের পাড়ে।
ছবি আর কবিতা দুটোই খুব সুন্দর হয়েছে ভাইয়া।:)

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে, সবকিছু জ্বলে উঠুক আপন শক্তিতে। :-B



কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ মিথী আপু। :)

১৮| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কবি অতল গহ্বরে হারিয়ে গেলে চলবে না
আরো কবিতা চাই শুভ কামনা

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ

১৯| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩১

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ ভাই।

২০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:২০

ধ্রুবক আলো বলেছেন: কালের প্রবাহে একদিন সবাইকে হারিয়ে যেতে হবে। কবি পৃথিবী ক্ষনিকের।

কবিতায় +++

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ ভাই।

২১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

দার্শনিক হয়েছেন বুঝি! কবিতা কিন্তু তাই বলছে।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: দার্শনিক আবার কী জিনিষ । এটা ব্লগ পড়ে হওয়া যায়! ;)


কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ ভাই।

২২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

জাহিদ অনিক বলেছেন:



ভুল রমনী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজেনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা

দারুন বলেছেন প্রিয় কবি।

কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ।

২৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১

শামচুল হক বলেছেন: দারুণ কবিতা, খুবই ভালো লাগল। ধন্যবাদ

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ।

২৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: না, না, ....হারিয়ে যাইয়েন না ....!! সামুতেই থাইক্যান....হাহাহা

ভালো লাগল।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: সামু ছেড়ে আর কই যামু দাদা। :)


কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ।

২৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: মানুষটি হারিয়ে গেলেও কবিতার সাথে রয়ে যাবে কবিও কালের তরঙ্গে।

অনেক অনেক ভালো লাগা রইলো কবিতায়।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে আন্তরকি ধন্যবাদ আপু।

২৬| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা।। ভালোলাগা রেখে গেলাম ।ভালো থাকবেন

১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে আন্তরিক ধন্যবাদ ।।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬

এস সুলতানা বলেছেন: আপনার ফেসবুক লিঙ্কটা পেতে পারি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.