![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘বধির ভালোবাসার' প্রতিফলনে
শূন্যতায়,উদ্বেগ-যন্ত্রণায় ধীরে ধীরে মূর্ত_;
সীমাহীন বিষন্নতায়
ভাবনার নির্মল স্বচ্চ প্রকাশ !
বিচূর্ণীকরণ--- কল্পনার ভিতরে পাওয়া যায় অসীম সম্ভবণার
হতভাগ্য শক্তি সমুদ্রে গিয়ে সাঁতার কাটার মতন।
এক বৃত্তের মধ্যে আমি,
ভয় ও ঘৃণা যেন ভালোবাসাকে আকৃষ্ট করে,
তবুও তার চোখের চাওনি এক সম্মোহন।
প্রেমে এক অশুভ শক্তি জন্ম এবং মৃত্যুকে দেয়না কোন প্রতিশ্রুতির অনুভূতি
বৈচিত্রময় অনুভব না অনুভবের জীবন উপলব্দি।
প্রেম হল গোপনীয়তায় কিংবা প্রেম হল নীরবতায়
সবার চোখ ফাঁকি দেওয়ার এক অসাধারণ ছল-চাতুরী।
ছবিঃ নেট ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো একটা উপদেশ দিয়েছেন, সকল প্রেমিকের ক্ষেত্রে এই এক সুত্র প্রযোজ্য!!!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: এত ছল-চাতুরীর পরেও তো বলেই দিলেন ভালবাসার কথা
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেম গবেষণা কি এতো সহজ কাজ ! যারা প্রেম করেন তারাই বোঝেন আসলে বিষয়টা কত কঠিন। আর আমরা শব্দ চাষীরা তাদের থেকে একটু শিক্ষা-দিক্ষা নিয়ে কবিতা বুনি
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই কাব্যে, খুব সুন্দর কথামালা।
হ্যা ভাই প্রেম সম্পর্কে দারুণ ট্যাগ দিয়েছেন, ভালো লাগলো।
প্রেমের শুরু গোপনে চুপিচুপি হলেও
থাকেনা বেশিদিন অন্তরালে,
ভালবাসা প্রকাশিত হয়
সমাজের গোচরে আসে বিস্ফোরিত হয়ে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা
আপনি কবি মানুষ জন্য খুব সহজে বুঝে ফেলেন যে প্রেমের ভবিষৎ আসলে কী!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
শিখা রহমান বলেছেন: কবিতাটা ক্ষত বিক্ষত হৃদয়ের হাহাকার। শেষ লাইন দুটো ভালো লেগেছে।
শুভকামনা কবি।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ আপু।।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উল্লেখ করার মতো লাইনঃ
এক বৃত্তের মধ্যে আমি
ভয় ও ঘৃণা যেন ভালোবাসাকে আকৃষ্ট করে
তবুও তার চোখের চাহনি এক সম্মোহন
প্রেমে এক অশুভ শক্তি
শুভেচ্ছা
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
বাকপ্রবাস বলেছেন: জাষ্ট সুপার। ++++++++++++++++ দারুণ লেগেছে
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রেমের ভালো-মন্দ দুটি দিকই শক্তিশালী। তবে প্রেমে শান্তির চাইতে অশান্তিটাই বেশি।
কবিতা দারুণ!
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর বলেছেন ভাইয়া।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শেষের দুটি লাইন কবিতাকে দারুণ ভাবে আন্দোলিত করেছে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
জাহিদ অনিক বলেছেন: এক বৃত্তের মধ্যে আমি
ভয় ও ঘৃণা যেন ভালোবাসাকে আকৃষ্ট করে
তবুও তার চোখের চাহনি এক সম্মোহন দুর্দান্ত
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
অসংখ্য ধন্যবাদ কবি।
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
শাহারিয়ার ইমন বলেছেন: প্রতিটি সার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায় নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর মন্তব্য করেছেন।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কঠিন কবিতা লিখেছেন কবি। ছলচাতুরী না থাকলে কি প্রেম হয়? জানি না। আপনি অভিজ্ঞ মানুষ। জানাবেন আমাদের।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
শাহরিয়ার কবীর বলেছেন: এই কবিতাটি কবির ব্যক্তিগত আবেগ থেকে লেখা হয়নি সম্রাট ভাই। ব্লগে আজ একটি কবিতা পড়েছিলাম ঠিক তখনই এ কবিতাটি জন্ম হলো, মনে হয় প্রেমের সংজ্ঞা গুলো এমন হয়।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবীরভাই,
সহজ কথা এতকঠিন করে বলেন যে প্রথমে অনেকটা ঘোল খেয়ে নিলাম। দারুণ কবিতা হয়েছে।
শুভকামনা রইল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
হাহাহা, হাসালেন ভাইয়া।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! এ দেখি প্রেমের ছড়াছড়ি এমনিতেই মনে প্রেমের শেষ নেই তার উপর আবার প্রেমের কবিতা । প্রেমে তো ভাসিয়া যাইবো
কবিতা ভালো লেগেছে ।
ভালোবাসা শুধু বধির না আমি বলবো ভালোবাসা প্রতিবন্দি
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
এই কবিতাখানি লেখা নানী তোমার ছ্যাকা খাওয়া কবিতা পড়ে। এখন বিশ্বাস করো আর না করো। একবার ভাবলাম উৎসর্গ তোমারে করি আবার ভাবলাম থাক। তোমার সেই বিশেষ কবি mind করিতে পারে এই ভেবে আর দিলাম না।
আমার ব্লগে হাজিরা দিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নানী তোমাকে ভালো থাকো সুস্থ থাকো।
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩
কথার ফুলঝুরি! বলেছেন: @এই কবিতাখানি লেখা নানী তোমার ছ্যাকা খাওয়া কবিতা পড়ে। এখন বিশ্বাস করো আর না করো। একবার ভাবলাম উৎসর্গ তোমারে করি আবার ভাবলাম থাক। তোমার সেই বিশেষ কবি mind করিতে পারে এই ভেবে আর দিলাম না। --- ওরে বাপ, নাতী করেছে কি
সত্যি ? তাহলে কবিতা নিয়ে প্যানপ্যানানি শেষ
পেয়ে গিয়েছি অবশেষে, কবিতা
তবে আমার বিশেষ কবির কথা ভেবে যেহেতু কবিতা টি আমাকে উৎসর্গ করা হয়নি, তাহলে বলিবো, আমি খুশী হইতাম যদি এডিট করে তাহা করা হইতো আমার লেখালেখির কথা সেই কবি কেন, কেউই যে জানেনা
তিনি এই সামুতে থাকিলেও অনিয়মিত, এবং আমি তাহার কাছে ধরা খেতে চাইনে
। আমি লিখি তাহা জানিলে তিনি শুধুই ভুল ধরিবেন আর শিখাইবেন আর আমি মন খুলে লিখিতে পারিবোনা
তাইতো ছদ্মনাম
আর জানিলেও, কেহ কবিতা উৎসর্গ করিয়াছে তাহাতে তিনি মাইন্ড করিবেন না
সো নো টেনশন
লেখাটি প্রিয়তে নিয়া রাখিলাম
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
নানী তোমার বিরহে যদি আমি না কাঁদি, তাহলে আর কে কাঁদিবে?
যাইহোক, এবার আর এডিট করতে চাচ্ছি না আবার নতুন কোন কবিতা লিখে উৎসর্গ করা হবে,
নানি তোমাকে অবশ্যই অবশ্যই।
তোমার বিশেষ কবি ও তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫
রাকু হাসান বলেছেন:
প্রেম হলো নীরবতায় ও গোপনীতায় বেশ সুন্দর বলেছেন । তবে ২য় স্তবক কয়েকবার পড়লাম । + মনে হয় এটাই সবচেয়ে ভাল লেগেছে
,জীবন কবিতাময় হোক
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
অকবির কবিতা পড়ে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭
অব্যক্ত কাব্য বলেছেন: দারুন
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৭
সুমন কর বলেছেন: আহা....বিরহ বড় ভালো লাগে !!! মন্দ হয়নি। +।
৪র্থ লাইনে ভাবনার হবে কি?
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: বানানটা ভুল ছিল, এখন ঠিক করে দিয়েছি।
অসংখ্য ধন্যবাদ দাদা।
১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১
চাঙ্কু বলেছেন: প্রেম তালিপরে ছল-চাতুরী? আফসুস
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আফসোস করিয়া লাভ নাই দাদু, একদম হাছা কথা লিখিয়াছি।
১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
কথার ফুলঝুরি! বলেছেন: @যাইহোক, এবার আর এডিট করতে চাচ্ছি না আবার নতুন কোন কবিতা লিখে উৎসর্গ করা হবে,
নানি তোমাকে অবশ্যই অবশ্যই।-- ঠিক হ্যাঁয় অপেক্ষায় রহিলাম । তবে অপেক্ষা করিতে করিতে যেন বুড়ী নানী মরিয়া না যায়
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: নানী মরিয়া গেলে বড়ই ভালো একখানা ফ্রি কুলখানি খাইতে পারবো।
২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
অপ্সরা বলেছেন: এতদিন জেনেছিলাম ভালোবাসা অন্ধ!
আজ দেখলাম বধিরও!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: ভালোবাসায় যুগের হাওয়া লেগেছে, এ কারণেই তো ভালোবাসা অন্ধ থেকে বধির হয়ে গেছে।
২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
নীলপরি বলেছেন: কবিতার প্রতিটা লাইনই সুন্দর । ++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ বন্ধু।
২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপ্সরা বলেছেন: এতদিন জেনেছিলাম ভালোবাসা অন্ধ!
আজ দেখলাম বধিরও!
হা হা হা
তবে আর দেরী কেন? সাদা ছড়ি ধরাইয়া দেয়া হোক
অবশ্য প্রেমিক কূল সে হালেই থাকেন যখন প্রেমে ডুবন্ত থাকেন
কেবলই প্রেম আর প্রেয়সিই হয়ে যায় তার সাদা ছড়ি
+++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠ অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সৈয়দ ইসলাম বলেছেন: শেষের চার লাইনের সাথে পূর্ণ তবিয়তে একমত প্রিয় কবি।
কবিতা ভাল লেগেছে।
প্লাস++++++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ
২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
সনেট কবি বলেছেন: অল্পকথায় ভাললাগার সুন্দর কথামালা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অসাধারণ প্রকাশ, ভালোলাগা রেখে গেলাম।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ আপু।
২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনি ফিরে এসেছেন ভাল হয়েছে। সুন্দর কবিতা ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
সামিয়া বলেছেন: ভালো লিখেছো
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
খায়রুল আহসান বলেছেন: ভালবাসা নিয়ে ভাল একটি কবিতা লিখেছেন।
হোক ভালবাসা বধির, হোক সে অন্ধ,
যতই তাকে ঢেকে রাখুক দ্বিধা আর দ্বন্দ্ব;
একদিন সে কথা বলবে, তাকাবে চোখ খুলে
বর্ষার মেঘ ভেদ করে যেমন চাঁদ আঁখি মেলে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালোবাসা এমনই হয়। কখনো বধির আর কখনো অন্ধ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ !!!
৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন: বেশ লিখেছো শা ক ;
লেখায় ভালোলাগা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে ধন্যবাদ আপা ।।
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লগল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ভাই।।
৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
পুলক ঢালী বলেছেন: শাহরিয়ার ভাই কবিতা বুঝিনা বুঝিয়ে দিন । প্রেম গোপনে, প্রেম নীরবে সবার চোখ ফাঁকি দিয়ে এটুকু বুঝেছি (ফাঁকি দেওয়ার ব্যাপারটা সব দেশে প্রজোয্য নয়) কিন্তু প্রেমটাই কি ফাঁকি দেওয়ার ছলচাতুরী ? প্রেম কে আসামী বানিয়ে দিয়েছেন। প্রেমের প্রকৃয়াটাকে কেন আসামী বানান নি ? হা হা হা।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা না বুঝলে কি আর করা.....
সব রহস্য লুকিয়ে আছে প্রেমে,,,,
৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন:
বিল্কুল চমৎকার।
আমি পুরাই মুগ্ধ।
অকৃত্রিম ভালবাসা আপনার জন্য।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
নজসু বলেছেন: কবির কল্পনায় ভালোবাসার নতুন সংজ্ঞায় বিমোহিত হলাম।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৩৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: বধির ভালবাসায় অধির হয়ে আছেন না কি ?
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: সবকিছু ভুলে ভরা....
কবিতা পড়ছে অসংখ্য ধন্যবাদ।
৩৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬
ল বলেছেন:
এক বৃত্তের মধ্যে আমি
ভয় ও ঘৃণা যেন ভালোবাসাকে আকৃষ্ট করে
তবুও তার চোখের চাহনি এক সম্মোহন ---- মনে হলো এক যুগান্তরের কবির ভাবনার প্রকাশ।
মুগ্ধতা রেখে গেলাম।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ
৩৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার ।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৩৯| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
আজকাল খুব কম দেখছি ব্লগে।
পোস্টও দিচ্ছেন কম!!
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে ......
একারণে পোষ্ট কম ....
আশা করি ভালো আছেন ....!!!
৪০| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭
সিগন্যাস বলেছেন: কেমন আছেন শাহরিয়ার ভাই?
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি ভাই ,
আশা করি আপনিও ভালো আছেন।
৪১| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক কষ্ট বুকে ধারণ করে বধিরদেরকে নিয়ে একটি লেখা লিখতেছি ।
কবিতার কথাগুলো হৃদয়ে ধারন করে প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
৪২| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
আখেনাটেন বলেছেন:
প্রেম হল গোপনীয়তায় কিংবা প্রেম হল নীরবতায়
সবার চোখ ফাঁকি দেওয়ার এক অসাধারণ ছল-চাতুরী। ---- মন্দ বলেন নাই।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে, মন্দ কথার একটু গন্ধ বাড়ায়....!
ধন্যবাদ ভাইয়া।
৪৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০
হাবিব বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। দারুণ ভাষার সংমিশ্রন। ভালো লেগেছে।
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
অলিউর রহমান খান বলেছেন: লিখাটা বেশ উন্নত!
শেষ চারটি লাইন আমার বেশী ভালো লেগেছে।
শেষের ২ট্ লাইন একদম সঠিক।
স্বচ্ছ, সুন্দর!
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৪৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
শায়মা বলেছেন:
আরে আরে!!!!!!!
আজকের পোস্টের কমেন্ট!
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: এই ছবিটা আগে পেলে কবিতায় দিতাম !!
৪৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
শায়মা বলেছেন:
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিগুলো খুব সুন্দর ।।
৪৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: ধ্যাৎ দুইটা এসে গেলো!!!
মানে আজকের তোমার কবিতা দেখে আমার ছবিতা কমেন্ট!
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: মারহাবা !!!
কোন সমস্যা নাই ।।
৪৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
শায়মা বলেছেন: ঐ ছবিগুলো কি !!!!!!! এইসব আমার সৃষ্টিশীল প্রতিভার নিদর্শন! মানে আমি বানিয়েছি আর কি
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
আমি একবার পড়েছিলাম:
"যদি ভালোবাস, সবার সামনে মুখের উপর বলে দিও,
যদি হৃদয়ে ভালোবাসা না থাকে, চিঠি লিখে জানিয়ে দিও। "