![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত দুর্বোধ্য তোমার চোখের ভাষা
আর তোমার রূপের সরলতা আমায় মুগ্ধ করে
এ হৃদয়ে ভেসে ওঠে এক অকল্পনীয় প্রতিচ্ছবি
তাই তোমার রূপের নজরদারিতে আমি বন্দি_;
এ আমার হৃদয়ের গভীর অনুভবের কথা
আমি পারব না কখনো তা এড়াতে....!!
চল এবার-শুরু করি
আর কোন শূন্যতা নয়, নতুন স্বপ্ন-কল্পনায়
জীবন প্রস্ফুটিত হোক নব উদ্ভাসে।
তুমিও কথা দাও
অমূল্য সুখের উপকরণ হিসাবে
পাশে থাকবে?
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
সবকিছুতে সম্ভবনার অস্পষ্ট প্রকাশ বোঝাতে চেয়েছেন,
নাকি
সাবকিছুর ফলাফল একদম জিরো ??
আপনার মন্তব্য একদম ধরতে পারিনি চাঁদগাজী ভাই।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবির মনের আশা পূর্ণ হোক। ডাকে সাড়া দিয়ে প্রিয়জন পাশে থাকুক সারাজীবন।
শুভকামনা।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: করি’র মনের বাসনা পূর্ণ হোক !!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি পূর্ণতায় মুগ্ধ হউক জীবনের প্রতিটি বাঁকে।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১
তারেক ফাহিম বলেছেন: বাইকে চেপে শুরু করলেন নাকি কবি?
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: কি বলিব সে দুঃখের কথা.....
১২ বছরের উপরে বাইক চোলানের অভিজ্ঞতা থাকলেও ... কিন্তু পিছনে কাউকে নিয়ে ঘুরাঘুরির অভিজ্ঞতা নেই।।
কবিতা পাঠে ধন্যবাদ।।
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ শুভ কামনা রইল।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
নীল মনি বলেছেন: সুন্দর আবেগের বহি:প্রকাশ
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: হাহাহা...........শুভকামনা, ভালো লগল।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ দাদা।।
৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ভাবে মনের আবেগ প্রকশ করেছেন।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই।।
৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: প্রেমের কবিতায় ফুল ফুটেছে রোম্যান্টিকতার। ধন্যবাদ কবি ভাই।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
১০| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২১
জাহিদ অনিক বলেছেন:
দুর্বেধ্য চোখের ভাষা আর রূপের সরলতায় কবিতায় পেয়েছি নিষ্পাপ আহ্বান- পাশে থাকবে !
সকালের শুদ্ধতা আর শুভেচ্ছা
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ কবি ভাই।।
১১| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২১
জাহিদ অনিক বলেছেন:
দুর্বেধ্য চোখের ভাষা আর রূপের সরলতায় কবিতায় পেয়েছি নিষ্পাপ আহ্বান- পাশে থাকবে !
সকালের শুদ্ধতা আর শুভেচ্ছা
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ কবি ভাই।।
১২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬
সৈয়দ তাজুল বলেছেন: তাকে বলি, তুমি কথা দেও গো!, যেন সুখ থাকে তোমার হয়ে কবির পাশে!
কবিতায় সরলতা মিশ্রিত ভালবাসা রয়েছে। খুব ভাল লেগেছে।
+++.....
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: ভালবাসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় মন থেকে নয়, মাথা দিয়ে ... আশা করি সেও নিবে ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
১৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৭
ধ্রুবক আলো বলেছেন: নতুন করে শুরু হোক, শুভ কামনা রইলো।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮
সামিয়া বলেছেন: কথা দিলে অদ্ভুত কোন কারনে সেই কথা আর রাখা সম্ভব হয় না , জানেন কি??
ভালো লিখেছেন।
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
তুমি আমার ময়না পাখি
তুমি আমার কইতুরি....
আমরা যতই তাকে বলিনা কেন ।।
সবসময় মনে হয় কোন কিছুর সিদ্ধান্ত সঠিক নিচ্ছি ; তার ফলফল কী হতে পারে । তার সবকিছু আমাদের হাতে থাকে না, সেগুলো সময়রে হাতে থাকে । যে বিশ্বাসের সীমারেখা লঙ্ঘন করে ফেলে বা ভালবাসি বলে স্বীকার করেও সে পরে প্রত্যখান করে ... ঠিক তখনি অদ্ভুত কোন কারন সামনে আসে।। আসলে ভালবাসার ভিত্তিটা বিশ্বাস। তবে অসম্ভববের মত হতাশাও নিদির্ষ্টিভাবে কোন কিছুর বিবেচনার পরিবর্তে সাধারণভাবে সবকিছুর বিবেচনা করতে চায়।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখিকা।
ভাল থাকুন সবসময়।
১৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা +++
২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
১৬| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! হৃদয়কে দোলা দিয়ে গেল।কবির স্বপ্ন পূরণ হোক, জীবন হয়ে উঠুক মধুময়।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
১৭| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬
আসিক ইসলাম বলেছেন: অসাধারন ++++++ শুভকামনা রইলো
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
১৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুরুটা সুন্দর।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবির মনের আশা পূর্ণ হোক
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
২০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১
নীলপরি বলেছেন: ভীষণ ভীষণ সুন্দর লাগলো কবিতা বন্ধু । +++++++
শুভকামনা ।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ বন্ধু।
২১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন ভালোবাসা পেলে যেকেউ পাশে থাকবে কবিবর।
মুগ্ধতা দিলেন কাব্যকথায়
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।।
২২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জিক্সারের ড্যাশবোর্ড সরিয়ে ভালো করছেন। এই ছবি কবিতার সাথে যায় না মনে হল।
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা,,,,ঠিক আছে ।। ধন্যবাদ।।
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
মিথী_মারজান বলেছেন: ভাইয়াতো মনে হচ্ছে ছোট বেলায় বিটিভি তে শোনা সেই 'ঝাঁকে ঝাঁকে জাটকা, কারেন্ট জালে আটকা' ব্যাপারটার মত কোথাও মন নিয়ে আটকে গেছেন। আর আমরাও এতে করে খুব সুন্দর সুন্দর কিছু কবিতা উপহার পাচ্ছি।
কবিতা সুন্দর হয়েছে।
শুভ কামনা রইলো।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা মিথী আপু দারুণ বলেছেন !!!
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: কবিদের হাহাকার দূর হোক । জীবন পরিপূর্ণ হোক । আর ব্লগবাসী কে দাওয়াত এর ব্যবস্থা করে দিক।
ভালো লাগলো
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: দাওয়াত খাওয়ার জন্য একটু সময় লাগবে......
অবশ্যই আপনাদের খাওয়ানো হবে ।।
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ।।
২৫| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:৩৭
শিখা রহমান বলেছেন: বরাবরের মতোই সুন্দর কবিতা। প্রথম চার লাইন খুব ভালো লেগেছে। একরাশ মুগ্ধতা ও শুভকামনা কবি।
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ আপু।।
২৬| ০২ রা মে, ২০১৮ দুপুর ১:০০
আখেনাটেন বলেছেন: সে কি কথা দিয়েছিল কবিকে?
০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবি বলেছেন....
""একবার না পাড়িলে দেখো শত ""
কিন্তু শতবার চেষ্টার করার আগেই সে কথা দিয়েছে....
কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২৭| ০২ রা মে, ২০১৮ রাত ১১:৪৩
শামচুল হক বলেছেন: অনেক ভালো লাগল কবিতা। ধন্যবাদ
০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
২৮| ০৩ রা মে, ২০১৮ সকাল ৮:৫৪
নীলপরি বলেছেন: নতুন কবিতা কোথায়? খুব কী ব্যস্ত আছেন বন্ধু?
০৩ রা মে, ২০১৮ রাত ১০:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
মায়ের অসুস্থতার কারণে মাকে নিয়ে ডাক্তারের কাছে....
ও নিজের কাজের ব্যস্ততার জন্য ব্লগে আগে মত সময় দিতে পারছিনা।।
আপনি কেমন আছেন বন্ধু??
২৯| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুণ !
অবশ্যই পাশে থাকবে সেই শুভকামনা রইলো।
০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
৩০| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৩৭
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। খুব ভালো লাগল। ধন্যবাদ
০৩ রা মে, ২০১৮ রাত ১০:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
৩১| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:০৫
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আপনার মায়ের শরীর এখন কেমন জানাবেন ভাই।আর আপনি আছেন কেমন?
আমিও মাস তিনেক পর ২৫ এপ্রিল একটা কবিতা পোস্ট করেছি।সময় দিনকে দিন শুধু ঘিরেই ধরছে।
অনেক সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য কবিকে ধন্যবাদ।
০৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: মা এখন অনেকটাই সুস্থ।
আমি ভালো আছি...
আপনার মা অসুস্থতার কথা আপনার পোষ্টের মাধ্যমে জেনে ছিলাম।
আশা করি আপনার এখন ভালো আছেন।।
৩২| ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:৪৬
জাতির বোঝা বলেছেন: সুন্দর লিখেছেন।
০৯ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
৩৩| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:২০
অনুতপ্ত হৃদয় বলেছেন: "আর কোনো শূন্যতা নয়, নতুন স্বপ্ন-কল্পনা
শূন্যতা এখন পূর্ণতা চায়।
কবির কবিতায় মুগ্ধ হয়ে, কবি জন্য রইল শুভ কমানা
২০ শে মে, ২০১৮ রাত ১০:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ ভাই।
৩৪| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: খুবই সামান্য কিছু চাওয়া (পাশে থাকার আকুতি) আর সহজ সরল অভিব্যক্তি; এ জন্যেই এ কবিতাটা ভাল লেগেছে এবং কবিতায় প্লাস + + দিয়ে গেলাম।
কবিতার শুরুটা সুন্দরভাবে হয়েছে, তবে শেষের স্তবকটা বেশী ভাল লেগেছে।
২৮ শে জুন, ২০১৮ রাত ১১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে সুন্দর বিশ্লেষণ করেছেন ভাইয়া।
কবিতা পাঠে অসংখ্য ধণ্যবাদ জানবেন ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
রূপ বদলে যাবে, গাছের পাতা একদিন হলদে হয়ে যাবে, ফুল থেকে ফল হবে, কিংবা ফুল ঝরে যাবে।