![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন,
স্মৃতির পাতায় ধুলি মুছে হিসেব করেছি,
ভুল নেই - কোন খানে ?
যত বাহানা - যত অজুহাতে
আজ বকেয়াগুলো পরিশোধ করেছ কি সব ?
বকেয়া ভালোবাসার দাবি নিয়ে আজ !
জাতের বালাইয়ে দিস...
যতবার তোমার হৃদয়ের সিংহাসন দখল করতে গিয়েছি
আমি ততবার পরাজিত হয়েছ......
কালে কালে যুদ্ধ হয়ে হয়ে, হয়েছে পৃথিবীর জয় কিন্তু ভালোবাসা নয়__;
আজ আমি ভালোবাসার যুদ্ধ ক্ষেত্রে হতে পরাজিত...
দীর্ঘ নিঃশ্বাসের ব্যকুলতায় ভারী-এ প্রাণ;
সীমাহীন বিষন্নতায় ঘিরে নিঃসঙ্গ নিস্তব্ধ একাকী নীরবে,
হৃদয় ভাঙ্গার আর্তনাদে,অপূর্ণতার মিলনে
জীবন সমীকরণে নেমে আসা অপ্রাপ্তির হাহাকার।
সে স্মৃতিতে মিশে আছে নিবিড় ভাবে
হৃদয় আঙ্গিনার চারপাশ জুড়ে
সীমাহীন তীব্র...
জীবন মৃত্যুর ডামাডালে-এ জীবনে,
তাতে আছে হাসি,কান্না আর বেদনা সংমিশ্রনে।
আমার নিরব অনুভবের জনালায়,
বৃষ্টির জলপ্রপাত অবিরাম ধারায় বেয়ে চলে ।
আমি শত বাধা-বিপত্তি পেড়িয়ে
গহীন অরণ্য থেকে আরো গহীনে
পাহাড় থেকে...
জীবনের প্রতি ক্ষণে ক্ষণে হৃদয়ের রক্ত ক্ষরণে,
আহত হয়েছি বারে বারে,
তোমারি দেওয়া আঘাতের কারণে।
শতাব্দীর বিচ্ছেদ ব্যবধানে অভিমান করে চলে গেলে,
আলোক বর্ষ দূরের কোন এক জরাজীর্ণ ভিন্ন গ্রহে।
...
জীবনের ক্ষণে ক্ষণে চলছে মহাপ্রলয়,
বার,বার প্রলয়ের আঘাতে আহত...
অজস্র মাইল দূর হতে,বহুদূরে!
রাত যত গভীর হয়,
পার্থিব জগৎটাকে তত অপার্থিব মনে হয়।
আজও প্রাপ্তির খাতাটা অপ্রাপ্তিতে পরে থাকার
শূন্যতার পূর্ন অনূভুতি নিয়ে
নিরব এক...
আলো-আঁধারিতে জীবন কেঁটে যাচ্ছে
আমার রঙিন স্বপ্নের আঁধারে।
কাল গেল মহাকাল হল, তুবও তো সে এলো না,
প্রেয়সী আমার দূরে ছিল, দূরেই থেকে গেল।
কলঙ্ক মাখা প্রেয়সী আমার কলঙ্কিনী বেশে
বন্দী আছে...
কংক্রিট নগরীতে তোমার বসবাস
আলো- আঁধারি ঘিরে তোমারি চারপাশ।
সোডিয়াম আলোর শহরে তুমি বন্দি কোন এক আঁধারে?
চোখ মেলে চেয়ে দেখ রঙিন স্বপ্নেরা খেলা করে,
তোমারি চারপাশে।
আবদ্ধ হৃদয়কে আরো আবদ্ধ রাখবে- কি...
আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতে চাই!
দুনিয়াটা কতটা স্বাদের,কতটা বিস্বাদের?
কতটা বর্ণের,কতটা বির্বণের?
কতটা পূর্ণতার,কতটা অপূর্ণতার?
কতটা স্বার্থের,কত টা নিঃস্বার্থের?
কতটা মৌলিক, কতটা কাল্পনিক?
আমার প্রেমে ছিল অনন্ত প্রেমের স্বাদে,
তবে কেন-তুমি করলে তাকে বিস্বাদ?
স্বার্থের দুনিয়াতে...
জীবন চলেছে সে তো জীবনের নিয়মে,
পদ্মবতী চোখ মেলে চেয়ে দেখ, ঐ নক্ষত্রটির পানে,
প্রতীক্ষায় তোমার- অনন্ত কালের প্রহরী হয়ে!!
তোমার এক নয়নে ছিল অনন্ত প্রেম__,
আরেক নয়ন কেন তবে আগ্রাসীতে?
বিশ্বাস করেছি...
হাসি,কান্নার দুনিয়াতে,কে কতটা সুখি,
সুখ যেন এক অলিক পাখি !
এখন স্বপ্নগুলো বির্সজিত,অনুভুতিগুলো মৃত
তবুও,এই অলিক পাখির সন্ধানে ঘুরে-ফিরে
চলেছি দুর-দুরান্তের শেষ প্রান্তে।
কোথায় এই সুখের নীড়,আর কতদূর?
দেখেছি কত সুখের অসুখ,পেয়েছি কত বুক ভরা...
যা ঘটে তাই ঘটনা, সব ঘটনাই ঘটনা না।
ছোট্ট জীবনে দেখেছি অনেক, ঘটনার নামে রটনা।
রটনা বিশ্বাসী মন নেই আমার
আহত হয়েছিনু আচারণে তোমার।
একদা ঘুড়েছিনু অনেক আশায় আশায় ,
আশা গুলো নির্বাসিত নিদারুণ...
উদীয়মান সূর্যের আরাধনায় ব্যস্ত, নীল স্বপ্নের ভিড়ে।
কল্পনায় তিন সংখ্যার ব্যবধানে_,
মৌলিক কোন অস্তিত্বের সন্ধানে
শতবর্ষ পরে কোন এক মায়াবী রাতে
জ্যোৎস্নার ছায়া পথের হঠাৎ বাঁধা !
কল্পনার রাজ্যের সীমানা পেরিয়ে
বহু...
স্বপ্নের মাঝে বেঁচে থাকার স্বাদে
বিভীষিকাময় রাত্রির আঁধারে
আলোকবর্ষ দূরে হতে কোন এক
সূর্যহীন পৃথিবীতে বন্দি থেকে,
পার্থিব জগতের আগমনে সন্ধিক্ষনে
কষ্টের নীল চাদের, বেদনা আবরণে
কোন এক হৃদয়ের গহীন কোণে।
এক শতাব্দী...
আলোহীন পথ চলায় অজস্র কল্পনায়
খুঁজে পেয়েছিলাম তারে,
সে ছিল অন্ধকারে বন্দী কারাগারে।
যে ছিল হৃদয়ের মধ্যে মণিতে,
অবেলায় কেন সে আগ্রাসীতে?
হৃদয়ের বিভাজনে যে অনল জ্বলছে
উন্মাদের মত করে কেঁদেছি...
©somewhere in net ltd.