![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদীয়মান সূর্যের আরাধনায় ব্যস্ত, নীল স্বপ্নের ভিড়ে।
কল্পনায় তিন সংখ্যার ব্যবধানে_,
মৌলিক কোন অস্তিত্বের সন্ধানে
শতবর্ষ পরে কোন এক মায়াবী রাতে
জ্যোৎস্নার ছায়া পথের হঠাৎ বাঁধা !
কল্পনার রাজ্যের সীমানা পেরিয়ে
বহু পথ দূরে কোন এক ভিন্ন গ্রহে।
স্বপ্নেরা চলেছে স্বপ্নের মাঝে,
অজস্র রাতের আঁধারের ভারী কান্নায়
দূর কোন অজানাতে।
নিঃসঙ্গ, নিঃশব্দে বিরামহীন
এ পথ চালায় নেই কোন কান্তি।
ছবিঃ নেট
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১২
শাহরিয়ার কবীর বলেছেন: ভুল না হলে শিখবো কিভাবে?ঠিক করে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৩
ডঃ এম এ আলী বলেছেন: নিঃসঙ্গ, নিঃশব্দে বিরামহীন
এ পথ চালায় নেই কোন ক্লান্তি
এই হোক জীবনের ব্রত
রইল শুভেচ্ছা নিরন্তর ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২০
ডঃ এম এ আলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২১
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো থাকুন।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৮
ভ্রমরের ডানা বলেছেন: বাহ! ঝকঝকে শব্দমালা! ভাবগম্ভীর লেখা!
প্লাস!
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৫
nilkabba বলেছেন: খুব ভালো হয়েছে।
সুন্দর শব্দ মালায় সাজিয়েছন।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। শুভ সকাল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ সকাল।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা সুন্দর ++
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯
অরুনি মায়া অনু বলেছেন: নি:সঙ্গতারও রয়েছে আলাদা রূপ। নিরবতারও রয়েছে অনেক কথা। কখনো চোখ মেলে দেখবেন, কান পেতে শুনবেন। তখন কষ্টগুলো অনেকটাই কমে যাবে। আঙ্গুর ফল টক জেনে নিজেকে নাহয় একটু সান্তনা দেওয়া হল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
শাহরিয়ার কবীর বলেছেন: নি:সঙ্গতারও রয়েছে আলাদা রূপ কথা সত্যে।
নিরবতারও রয়েছে অনেক কথা। ভুল। হ্যাঁ বা না, কোন অর্থ দাঁড়ায় না। নিরবতা নিরব ঘাতক !!! মনের ক্ষত সৃষ্টিকারী এই নিরবতা ।
কখনো চোখ মেলে দেখবেন, কান পেতে শুনবেন।তখন কষ্টগুলো অনেকটাই কমে যাবে। অপেক্ষা আর পরীক্ষা কি এক ???
আঙ্গুর ফল টক জেনে নিজেকে নাহয় একটু সান্তনা দেওয়া হল।
আসক্তি থেকে ক্ষোভের প্রকাশ হয় বটে, লোভ পূরুনে ব্যর্থ হলে ক্ষোভ বাড়ে দ্বিগুন হারে।
আকাঙ্ক্ষা মানেই সম্ভবনা আর অপেক্ষায় অনিশ্চয়তায় থাকার নাম মাত্র।
হা,হা হা, স্বাদের নানী আমারে বাইনাইছে বৈরাগী !!!
নানী আমারে কি শিখালো আর আমি কি শিখলাম ???
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
অরুনি মায়া অনু বলেছেন: আপনি তো শিক্ষিত নাতি, আপনারে শেখানো আমার সাধ্যের বাইরে | এত্ত জ্ঞান ট্যান আমার আবার নাই |
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: ব্যবধান সৃষ্টি করেন কেন???
আপনি কি অশিক্ষত কেউ???
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র.
কবি সাহেব বলেছেন এবং তার আমিও সাথে একমত।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
প্রামানিক বলেছেন: ভাব গম্ভীর লেখা খুব ভালো লাগল।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৭
অতৃপ্তচোখ বলেছেন: 'স্বপ্নেরা চলেছে স্বপ্নের মাঝে,
অজস্র রাতের আঁধারের ভারী কান্নায়
দূর কোন অজানায়।' -অসাধারণ লিখেছেন ভাই।
ভাল লাগলো পড়ে। শুভকামনা রইল
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯
মৌমুমু বলেছেন: লিখার মত সংযোজিত ছবিটাও অনেক সুন্দর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
বেশ ভালো লিখেছেন । ব্যবধান সবখানেই বিরাজিত ...........
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭
ফরহাদ মেঘনাদ বলেছেন: বাস্তব গাছে,দুটো পরগাছা স্বপ্ন কুসুম!
বারান্দা ছেড়ে এসে আমার দরজামুখী তাই কিছু ঘুম!
চমৎকার লিখেছেন!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: ছবিটা খুবই সুন্দর, আর কবিতার প্রথম পংক্তিটাও।
কবিতা ভালো হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: বিজ্ঞানীর কল্পোনার মতো
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৫
টমাটু খান বলেছেন: ছবি ও লেখা দুটাই চমৎকার।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
পাঠে ও মন্তব্যতে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এক কেজি টমাটু আমাকে বিকাশ করে পাঠান.............
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
উদায়মান < উদীয়মান
জোৎনার < জ্যোৎস্নার
লেখার সময় বানানে নজর দিলে ভাল হয়। তবেই না কবিতা পাঠের আসল মজাটা আসে। ভাল ভাবের কবিতা।