![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন চলেছে সে তো জীবনের নিয়মে,
পদ্মবতী চোখ মেলে চেয়ে দেখ, ঐ নক্ষত্রটির পানে,
প্রতীক্ষায় তোমার- অনন্ত কালের প্রহরী হয়ে!!
তোমার এক নয়নে ছিল অনন্ত প্রেম__,
আরেক নয়ন কেন তবে আগ্রাসীতে?
বিশ্বাস করেছি জানি,
তুমি তার মর্যাদা রাখনি... হায়;
সেই সব ধূসর হাসি,গল্প, প্রেম!!
না না ধাঁধাঁর মুখও রেখা, মৌন আকাঙ্ক্ষা।
আজ ভর করে গাঢ় নীরবতা।
ছবিঃ নেট
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫২
কবীর বলেছেন: প্রথমে মন্তব্য ও পাঠে ধন্যবাদ !
আমিও কানে বলি এই ছবিটা কিন্তু আমাকে গুগুল মামু দিয়েছে ।
তানা হলে আপনার আগেই খাইতাম।
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ অভিব্যক্তি! খুব ভাল লাগা!
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৩
কবীর বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো । ধন্যবাদ
৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো,,, ++
অভিনন্দন
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৪
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১০
অরুনি মায়া অনু বলেছেন: যার দুই চোখে দুই ভাষা তাকে বিশ্বাস করা ভুল। এটা আমার ভাবনা। ভুল হতেও পারে। গুনি জনেরা যা বলবেন তাই সঠিক
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২৯
কবীর বলেছেন: মোনালিসাকে কেউ বলে বাইজি, কেউ বলে দাসী,
আবার কেউ বলে, নিওনার্দোর নারীর রুপের ছবি !!!
তার যত নাম, খ্যাতি, যশ,
আজও রয়ে গেল প্রশ্নবিদ্ধ, ছবিটার মানুষ আসলে কে?
তেমনি, আপনার ভবনার কুল-কিনারা,এখনো খুঁজে পায়নি কোন কবি,
আর আমি একটা দঁড়কাক, কিভাবে এ প্রশ্নের উত্তর দেই -হে কবি।
চোখের ভাষা হল সিরিয়াস কিলার, অনেকের ক্ষেত্রে আবার ...........ইশারা ।
রহস্য হল হল সবসময় সৌন্দেয্যর প্রতীক, থা্ক রহস্যই থাক।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫০
অরুনি মায়া অনু বলেছেন: মোনালিসা একজন কৃষকের স্ত্রী ছিলেন। গ্রামের একজন সাধারণ মহিলা।
একটি বিষয় অথচ দৃষ্টিভঙ্গি অসংখ্য।
এই আর কি।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৪
কবীর বলেছেন: কোথায় পেলেন ? দয়া করে তথ্যসুত্র দিবেন? আমার জানার ভুল থাকতে পারে ।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫২
অ্যালেক্স আমিন বলেছেন: চমৎকার কবিতা!!!
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৬
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১২
রক্তিম দিগন্ত বলেছেন:
বিশ্বাস যাদেরকে করা হয় - তারাই বিশ্বাসের মর্যাদা রাখে না।
কবিতার অভিব্যাক্তিটা সুন্দর। +
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮
কবীর বলেছেন: বিশ্বাসের উপরে পৃথিবী চলে, যে তার মর্যাদা রাখে না।সে বড়ই অকৃতজ্ঞ।
পাঠে ও মন্তব্যতে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কল্পোনা
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৩
হাসান সুপ্রিয় বলেছেন: কি আবস্তা
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০
কবীর বলেছেন: ভালো,ধন্যবাদ।
১০| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৪
অরুনি মায়া অনু বলেছেন: শিল্পকার ইতিহাসে লিওনার্দো দ্যা ভিঞ্চির চিত্রকর্ম পড়ার সময় পেয়েছিলাম
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০
কবীর বলেছেন: লিওনার্দো দ্যা ভিঞ্চির পড়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে নিয়েছিলাম কিন্তু পাইনি,তবে মোনালিসা প্রকাশের কিছুদিন পরে সে মারা যায়। হতে পারে ।
কিছু দিন আগে শেক্সপিয়ারে টা জানলাম ।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১
এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন, কবিতায় ভালো লাগা রইলো......
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২| ২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: সেই সব ধূসর হাসি,গল্প, প্রেম!!
না না ধাঁধাঁর মুখও রেখা, মৌন আকাঙ্ক্ষা।
আজ ভর করে গাঢ় নীরবতা।
সুন্দর লিখেছেন কবি!
ভালোলাগা ++
২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪২
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৭
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
মেহেদী রবিন বলেছেন: ভালো লিখেছেন। শব্দের চয়ন সুন্দর
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৮
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৪
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
ছোট্ট একটি কবিতায় বিশাল একটি বিশ্লেষণ যোগ্য লাইন -
বিশ্বাস করেছি জানি,
তুমি তার মর্যাদা রাখনি... হায়;
অনেক কথা বলা যেত তবে ব্লগের ঘাড়ে কয়েকদিন যাবত যে শ্লথতা ভর করেছে তাতে আর ইচ্ছে হলোনা ।
ভালো লাগলো ।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০
কবীর বলেছেন:
পরে এসে না হয়,বিশ্লেষণ করে যাবেন
তাতে কিছু শেখার যাবে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
১৭| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩১
ক্লে ডল বলেছেন: ছবিখানা এবং প্রথম মন্তব্য দেখে মজা পেলাম!
কবিতা ভাল লেগেছে।
শিরোনামহীন কেন! একটা শিরোনাম দিয়ে দিন।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪২
কবীর বলেছেন: কি শিরোনাম দিব তা ভেবে পাচ্ছিলাম না, একারণে দেওয়া হয়নি ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১৮
ডঃ এম এ আলী বলেছেন: ছবিটার দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলাম । ভাবছিলাম চশমায় এত সুন্দর দেখায় , চোখে কন্টাক্ট লেন্স লাগানে ওয়ালা কোম্পানীরা যে মাইর খেয়ে যাবে এ চশশার কাছে । কবিতা ভাল লেগেছে খুব । কেমন করে কবি লিখেন এমনি কবিতা আমি কেবলি ভাবি তা , একই অংগে এত রূপ কেমনে করেন প্রকাশ:
প্রতীক্ষায় তোমার- অনন্ত কালের প্রহরী হয়ে!!
তোমার এক নয়নে ছিল অনন্ত প্রেম__,
আরেক নয়ন কেন তবে আগ্রাসীতে?
শুভেচ্ছা রইল
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬
কবীর বলেছেন: দু-এক কলম লেখা,কিছু শব্দের চাষমাত্র,হয়নি কবিতা, হয়নি গান।কি এমন লেখা আছে এতে তারপরেও আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০২
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা।
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১
কবীর বলেছেন:
ভাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২০| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর লিখেছেন!
২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪৩
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২১| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৭
গেম চেঞ্জার বলেছেন: সামুর প্লুটোময় গতির কারণে সেদিন কিছু বলতে চেয়েও বলা হয়নি। কি আর করা!
(লেখাটা চমকপ্রদ লেগেছিল! এখনো লাগছে।)
২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪১
কবীর বলেছেন: ধীরগতির কারনে ব্লগিং সমস্যা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০
আছির মাহমুদ বলেছেন: বিষাদের নীলে গাঢ় কবিতা!
২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৪
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৪
জুন বলেছেন: ছোট হলেও মনের মাঝে বেশ বড় একটি দাগই রাখলো আপনার কবিতা ।
+
২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০
কবীর বলেছেন: আপু,আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৪| ০১ লা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১
মাসুদ মাহামুদ বলেছেন: খুব ভাল লাগা!
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৫| ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আরো সুন্দর করে লিখে যান। যেন নক্ষত্র রাতে কাব্যের সাথে সময় কেটে যায়।
০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০
কবীর বলেছেন: অবশ্যই চেষ্টা করবো ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৬| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিষম দুই চোখ। দুই চোখের গল্প দ্বিমুখী।
ভাবনার সুন্দর প্রকাশ। তবে এমন প্রেয়সী কাঙ্ক্ষিত নয়।
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২১
কবীর বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৭| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিঃসন্দেহে একটি প্রথম শ্রেণীর কবিতা ।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৪
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: জীবন চলেছে সে তো জীবনের নিয়মে,
পদ্মবতী চোখ মেলে চেয়ে দেখ, ঐ নক্ষত্রটির পানে,
ধন্যবাদ শুধু নক্ষত্রই নয় বিন্দুর দিকেও চোখ মেলে দেখার জন্য ।
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৬
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ ।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
কবীর বলেছেন: ভালো থাকুন।
৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
প্রথমকথা বলেছেন: সেই সব ধূসর হাসি,গল্প, প্রেম!!
না না ধাঁধাঁর মুখও রেখা, মৌন আকাঙ্ক্ষা।
আজ ভর করে গাঢ় নীরবতা।
লেখা অনেক সুন্দর পরিচ্ছন্ন, সমাপ্তিও খুব সুন্দর হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৩১| ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
ভাবনা পায়েল বলেছেন: কবিতা ভালো লেগেছে।
০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১০
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩২| ১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সেই সব ধূসর হাসি,গল্প, প্রেম!!
না না ধাঁধাঁর মুখও রেখা, মৌন আকাঙ্ক্ষা।
আজ ভর করে গাঢ় নীরবতা। ’’--------- অসাধারণ কবি --- মুগ্ধ হলাম
১২ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩৩| ২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৬
নাগরিক কবি বলেছেন: আমার চেহারাতো সেইরাম। অনেকখান ওমর সানির মত লাগে। তাইলে মাইয়্যা আমার জন্য খুঁজা শুরু কইরা দেন। বয়সতো আফনের লগে লগে আমারো কম হইলো না
২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩০
কবীর বলেছেন: আচছা ঠিক আছে আমার শালির সাথে একটা ব্যবস্থা করমুনে।।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২
অতঃপর হৃদয় বলেছেন: কবিতা এবং ছবি দুটোই অনেক সুন্দর! কানে কানে একটা কথা বলি? আচ্ছা শোনেন তাহলে,"আমি না অই মেয়ের উপর ক্রাস খাইছি
" কাওরে আবার কইয়েন না!