![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোন,
স্মৃতির পাতায় ধুলি মুছে হিসেব করেছি,
ভুল নেই - কোন খানে ?
যত বাহানা - যত অজুহাতে
আজ বকেয়াগুলো পরিশোধ করেছ কি সব ?
বকেয়া ভালোবাসার দাবি নিয়ে আজ !
জাতের বালাইয়ে দিস না লাজ ।
ছবিঃ নেট।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন:
পেপারে দেখলাম থার্টি ফাস্ট নাইটে সব কিছু বন্ধ..... সকল ধরণের ফটকামো থেকে বিরত থাকতে বলেছে । এ কারণে আর হালখাতার হওয়ার চান্স রইল না, বাকির খাতাটা বাকিতে পড়ে রইল অতঃপর শূন্য ........
কবিতা ছোট করে লিখলাম,
পড়েছেন জেনে ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
কানিজ ফাতেমা বলেছেন: দাবী সাফল্যিত হোক । শুভ কামনা ।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
যদি দুজনেই এক স্বপ্ন দেখা যায়........তাহলে, তাতে সম্ভবনা নামক শব্দটা সামনে আনা যায় কিন্তু একজনের স্বপ্ন, স্বপ্নতে পরে থাকে।এ সকল আদি রহস্যর জোট খোলা বড়ই মুশকিল,আবার এ জোট অনেকে খুলতে পেরেছে আবার অনেকে পারে নাই। একজনের স্বপ্ন দেখা কখনোই সুন্দর ও স্বার্থক হয় না।
পড়েছেন জেনে ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপা।
ভালো থাকুন।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
ডার্ক ম্যান বলেছেন: ভালোবাসা বকেয়া রাখতে নেই
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক বলেছেন,বাকি জিনিসটাই খারাপ ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আমার ব্লগে স্বাগতম।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: বকেয়া ভালোবাসার দাবি নিয়ে আজ !
জাতের বালাইয়ে দিস না লাজ ।
-------- সূদ সহ গুনে গুনে হিসাব করে নিন। আমরা আছি পিছে পিছে!!!!
২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
বড় আপুরা এভাবে সাহস দিলেই তো সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই । হুম
এবার দেখি চৌধুরী সাহেব আর চৌধুরী সাহের মেয়ে কতদূর যেতে পারে ।
সূদে আসলে উসুল করে নিব ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১
বিলিয়ার রহমান বলেছেন: বকেয়া ভালোবাসার দাবি নিয়ে আজ !
জাতের বালাইয়ে দিস না লাজ ।
সুন্দর বলেছেন!
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
মার্কো পোলো বলেছেন:
কবিতা ছোট কিন্তু অনেক ভাল লাগলো।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
জি এবার ছোট হয়ে গেছে
পড়েছেন জেনে ভালো লাগল ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০০
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে ভালো লাগল ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,দাদা ।
ভালো থাকুন।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১
খায়রুল আহসান বলেছেন: বকেয়া ভালোবাসার সাথে ছবির সাপ ও সাপুড়ের সম্পর্কটা কী?
কবিতায় আরো কিছু কথা থাকলে ভাল হতো।
"ভূল" বানানটা ভুল হয়েছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
একটা ছবি না বলা অনেক কথা ব্যক্ত করে !!! ছবিতে সাপ হল কোন এক ছলনাময়ী নারী আর সাপুড়ে হল পুরুষ (যদিও চরিত্রগুলো কাল্পনিক ) সাপ যেমন সুযোগ পেলে যে কাউকে ছোবল মারতে পারে। ঠিক তেমনি কোন ছলনাময়ী নারী কখনো যে হাসে আর কখন যে কাঁদে, তা বোঝা মুশকিল হয়ে পরে।তাকে না বুঝতে পড়াকে ছোবলের সাথে তুলনা করতে চেয়েছি।
যদি ছবিটা দেওয়া আমার কোন ভুল হয়ে থাকে,
তাহলে প্লিজ বলুন? আমি তা সরিয়ে নিব কারণ আমি কোন সমালোচনায় পড়তে চাই না।
ইচ্ছা করে কবিতাটা ছোট করে লিখেছি। বানান ঠিক করে নিচ্ছি।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: যদি ছবিটা দেওয়া আমার কোন ভুল হয়ে থাকে - না, না। ছবিটা দেয়া কোন ভুল হয়নি, তাই সেটা সরাতেও হবেনা। আমি শুধু কৌতুহল বশতঃ জিজ্ঞেস করেছি। আর তা ছাড়া আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, তা ছবির সাথে একেবারে অসঙ্গতিপূর্ণ নয়।
ভুলটুকু সম্পাদনা করে নেয়ার জন্য ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
যদিও যার যার নিজস্বতা আছে। তবুও আমি বলবো,যদি আমার কোন ধরণের ভুল ।আপনাদের চোখে পড়ে অবশ্যই তা ধরিয়ে দিবেন ।তাহলে জীবনে কিছু শিখতে পাড়বো। আর আমি আপনার বয়সের থেকে অনেক ছোট হব, এ কারণে আমাকে তুমি বললে আরো খুশি হব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৯
প্রবাসী দেশী বলেছেন: ছোট লিখেছেন ভালো লিখেছেন .....বেশি বড় কবিতা আবার অনেকে আজকাল সহ্য করতে পারছে না। তবে কিছু ভালোবাসা বাকি থাকাই ভালো অভিজ্ঞতা তাই বলে ....
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আশা আর নিরাশার মঝে ধৈয্য ধরে স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুনা। দিন যত যায় অভিজ্ঞতা তত তাই কয় .....
আপনার সাথে একমত ।
আমার ব্লগে স্বাগতম ভাই।
ধন্যবাদ ভালো থাকুন।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
আমিই মিসির আলী বলেছেন: প্রশ্নবোধক চিহ্নগুলা ঠিক জায়গায় পড়ছে??
আমি বুঝলাম না।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাই,
কবিতা এবং ছবিতেও অনেক কিছু বোঝেতে চেয়েছি,
এ কারণে পাঠকের পড়তে কষ্ট হয়েছে।
বড় কবিতা হলে এ সমস্যা হতো না।
পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
জুন বলেছেন: ছোট্ট কিন্ত অর্থবহ কবিতা শাহরিয়ার কবির । অনেক ভালোলাগা রইলো ।
খৈয়ামের মত বলতে হয়
নগদ যা পাও হাত পেতে নাও
বাকির খাতায় শুন্য থাক
+
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: আপা,
নগদ পেতে হলেও যে উপার্জন বা অর্জন করতে হয়। কিন্তু এ বিষয় কর্মক্ষম।
যাকে যত আপন ভাবি সেই তত পর হয় ।
পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: বকেয়া ভালোবাসা গুলোই সব থেকে মুল্যবান ,সুদে আসলে পাওয়া যায় ।
লেখা ভালোলেগেছে
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: আপা,
আপনার কথা ঠিক আছে কিন্তু তা আর কতদূর !!!
পড়ে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্মৃতির পাতায় ধুলি জমে। সত্যি তাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
স্মৃতিগুলো সত্যি বড় প্রতারক শুধু কষ্টে টাই বাজে ...
পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১
অরুনি মায়া অনু বলেছেন: ছোট্ট কটি বাক্য অনেককিছু বলে গেল। ভাল লিখেছেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
উৎসাহ দিয়ে আর কবিতার রহস্য মনে নিয়ে চলে গেলেন....
এই কবিতার দাড়ি, কমা কিন্তু ঠিক নেই।
তবুও পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
ভুল নেই - কোন খানে ? গানেই তো বলা আছে --
" ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায়
যা লেখা সে ভুল........."
এখানেও একটু ভুল হলো কি ?
ভালোবাসা পড়েছে বাকী .. পরিশোধ কর সব "?" এই লাইনটিতে প্রশ্নবোধক (?) চিহ্নটি হবে কি ?
ভালোবাসা পড়েছে বাকী... এখানে "?" হতে পারে কিন্তু পরিশোধ কর সব এর পরে "?" মনে হয় ঠিক হয়নি, খটকা রইলো ।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: আহমেদ জী এস ভাই।
জীবনের নাম যদি রাখা হয় ভুল।।
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।। এই গানের কথা বলেছে কি?
ভালোবাসা পড়েছে বাকী .. পরিশোধ কর সব "?
ভালোবাসা পড়েছে বাকী
এ জীবনে দিয়ে গেলি শুধু ফাঁকি
যা ছিল তাও রইল বাকি
আজ বকেয়াগুলো পরিশোধ কর সব "?
কবিতা এবং ছবিতে দ্বারা অনেক কিছু বোঝেতে চেয়েছি, কিছু ভাষা লুকিয়েছি ।
এ কারণে পাঠকের পড়তে কষ্ট হতে পারে ।
এবার দেখুন তো কোন ভাবে মেলাতে পারেন কিনা?
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,
মিললো না ।
"আজ বকেয়াগুলো পরিশোধ কর সব" একটি সরল বাক্য । আদেশমূলক । এই বাক্যটির মধ্যে কোনও প্রশ্নবাচক কিছু নেই । তাই "?" চিহ্ণটি বসার কথা নয় ।
যদি এরকম হতো "আজ বকেয়াগুলো পরিশোধ করেছ কি সব ? " তবে প্রশ্ন (?) চিহ্ণটি বসতো ।
"আজ বকেয়াগুলো পরিশোধ করেছ কি সব ? "
কিম্বা
"আজ বকেয়াগুলো পরিশোধ করেছ সব ? "
আর -
"আজ বকেয়াগুলো পরিশোধ কর সব"
উপরের তিনটি লাইন পড়ুন তারপরে দেখুন, "?" কোনটির সাথে যায় বা মেলে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: আহমেদ জি এস ভাই,
আজ বকেয়াগুলো পরিশোধ করেছ কি সব ? এটা এডিট করে দিলাম ।এটাই ভালো লাগছে এবং প্রশ্ন করা ঠিক আছে ।
ওখানে তো আবার আদেশমূলক দেওয়া যাবেনা । ঠিক বলেছেন ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
প্রামানিক বলেছেন: বকেয়া ভালোবাসার দাবি নিয়ে আজ !
জাতের বালাইয়ে দিস না লাজ ।
বকেয়া ভালোবাসা নিয়ে সুন্দর কবিতা। ধন্যবাদ
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ভালবাসায় বকেয়া রাখাটা অবশ্যই ভুল হয়েছে, আশা করছি নতুন বছরে এমনটা আর হবেনা।
৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সে কামনা আমিও করছি, দেখি পুরাতকে আবার নতুন রুপে সাজাতে পারি কিনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।
ভালো থাকুন।
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন:
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১১
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা , শীতের দিন গা গরম করতে চাইলে জয়নাল জর্দ্দা দিয়ে একটা পান খেয়ে যান ।
ধন্যবাদ ভাই।
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪
ধ্রুবক আলো বলেছেন: জাতের বালাইয়ে দিস না লাজ ।
ওই একটাই সমস্যা জাতের বালাই দেখিয়ে দিবে লাজ, এদের নাই বাহানা আর কাজ!
ছোট আকারে হলেও লেখাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন।
+++
খুব ভালো লাগলো, শুভ কামনা রইলো....
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে আপনার মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬
গোফরান চ.বি বলেছেন: ৭ লাইনে কতো সুন্দর একটি কবিতা হয়ে গেল।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
ছোট কবিতা সুন্দর হয়েছে
জেনে ভালো লাগলো।
ভালো থাকুন।
ধন্যবাদ ।
২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১২
আশফাক ওশান বলেছেন: ছোট্ট কবিতা কিন্তু এর ভাবার্থ অনেক বড়।ভালো লাগলো ভাই।নতুন ইংরেজী বছরের অগ্রিম শুভেচ্ছা
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকেও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ।
ভালো থাকুন।
২৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১২
শিখণ্ডী বলেছেন: দাবী-টাবী যা আছে সব মাপ করে দেন। নতুন বছরে নতুন করে ভালবাসা শুরু করি?
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
যান্ত্রিক এই শহরে ভালবাসা পাওয়া বড় দায় !
ভুরি ভুরি ভালোবাসা পায় পয়সা ওয়ালায়।
আবার এ অভাগাকে ভালোবাসবে কে আমায় ?
ব্লগে স্বাগতম
ধন্যবাদ ।
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
আহা রুবন বলেছেন: ছোট্ট কবিতা কিন্তু সুন্দর! খৃস্টাব্দের শুভেচ্ছা রইল।
০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
বিজন রয় বলেছেন: ভালবাসায় কোন লাজ-লজ্জ্বা থাকে না।
কিন্তু কবিদের থাকে।
++=+
০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন: লজ্জা ভয় প্রেমের ক্ষেত্র থাকতে নয়
যদি হয় ফাঁটা বাশের
তবুও বলতে হয় ককিল কষ্ঠ।
কিন্তু আমি নই কোন কবি
আমার জীবন মিছে সবি !
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাল খাতা দেন ভাই
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাই,
ভাবছি হাল ছেড়ে দিব
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০
মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা। শুভ কামনা রইল কবি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪
সামিয়া বলেছেন: আহাহা কিউট পয়েম
০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা,.......।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
অতৃপ্তচোখ বলেছেন: অল্পতেই অনেক কিছু বলে দিয়েছেন ভাই। চমৎকার হয়েছে।
জাত ভেদাভেদহীন সমাজ চাই
যে সমাজে মানুষে মানুষে কোনো পার্থক্য নাই।
ভালোবাসা অনন্তকাল
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ব্যবধান আছে বলেই তো এতো সমস্যা ......
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
রাতুল_শাহ বলেছেন: হালখাতা খুলে হিসেবে বন্ধ করে দিন।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
হালখাতা না হাল ছেড়ে দিয়েছি ..............
ব্লগে স্বাগতম ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮
রাতুল_শাহ বলেছেন: কাজ টা ঠিক হয় নাই।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
লজ্জা ভয় প্রেমের ক্ষেত্র থাকতে নয়
যদি হয় ফাঁটা বাশের
তবুও বলতে হয় ককিল কষ্ঠ।
এটা নাকি প্রেমের সুত্র !!! আজও মুখস্ত করতে পারিনি ।
৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪
জীবন সাগর বলেছেন: দারুণ লিখেছেন ভাই। কাব্যিক কথাগুলো অসাধারণ।
জাতের দোহাই মানবো না, বকেয়া ভালোবাসা চাই।
শুভেচ্ছা রইল ভাই
১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ইংরেজী নতুন বছরে শুভেচ্ছা।
ভালো থাকুন।
৩৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
"বকেয়াগুলো পরিশোধ করেছ কি সব ?
বকেয়া ভালোবাসার দাবি নিয়ে আজ !
জাতের বালাইয়ে দিস না লাজ।"
দারুণ বলেছেন ভাই।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
সাহসী সন্তান বলেছেন: থার্টি ফাস্ট নাইটে হালখাতার ব্যবস্থা করতে পারেন! বাকি পরিশোধ করে আবার নতুন ভাবে না হয় বাকির খাতা শুরু করা যাক!
কবিতা আরো কয়েক লাইন হইলে ভাল হইতো! তবে খারাপ লাগে নাই!
শুভ কামনা জানবেন!