![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রতি ক্ষণে ক্ষণে হৃদয়ের রক্ত ক্ষরণে,
আহত হয়েছি বারে বারে,
তোমারি দেওয়া আঘাতের কারণে।
শতাব্দীর বিচ্ছেদ ব্যবধানে অভিমান করে চলে গেলে,
আলোক বর্ষ দূরের কোন এক জরাজীর্ণ ভিন্ন গ্রহে।
সম্পর্কের কাঁটা তাঁরে কেন বেধেঁছিলে হায়__;
তবে কেন হৃদয়টা ছিদ্র করে, ছিন্ন-ভিন্ন করে
ছেড়ে চলে যাবে আমায়?
কি দোষ দিব বল তোমার আর দোষ দিবে বল আমায়?
তোমার প্রতি নাই কোন অভিযোগ,নাই কোন অভিমান
যা ছিল তা আমারই কপালের ভাগ্য লিখন।
র্দপনের সামনে গিয়ে দাঁড়িয়ে, নিজে প্রশ্ন করি নিজেকে
ভাগ্যর অন্ধের সাথে কাঁনামাছি খেলে যায় কেন নীরবে?
ছবিঃ নেট।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, সব কবিরা মানবতাবাদী হয়।সবাই সবকিছু নিয়ে লিখতে পারে না। আপনাকে দেখি আপনি মনবতার নিয়ে ভাবেন,তা নিয়ে লেখেন। বিষয়টা আমার কাছে ভালো লাগে।
ধন্যবাদ ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২
কথাকথিকেথিকথন বলেছেন: প্রেম হারানোর কবিতা হিসেবে বেশ সাধারণ মনে হয়েছে । আরেকটু ভাবলে হয়তো গভীরতা বাড়তো । তবে লেখনী আপনার একান্ত ইচ্ছে ।
অবশ্য সহজ ভাষার কাব্য সার্বজনীন । সে দিক থেকে ভাল লেগেছে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
সময় নিয়ে লিখলে, হয়তো আরো বড় করা যেত কিন্তু কেন জানি আমি প্রতিটি কবিতা বড় করে লিখতে পারি না।বড় করতে গেলে এক লাইনের সাথে আরেকটা লাইনের ভাষার সর্ম্পক থাকেনা। একারণে বড় করতে পারি না। আস্তে আস্তে চেষ্টা করবো।
পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
এফ.কে আশিক বলেছেন: তোমার প্রতি নাই কোন অভিযোগ,নাই কোন অভিমান
যা ছিল তা আমারই কপালের ভাগ্য লিখন.....
মন ভেঙ্গে যে যাবার সে তো চলে যায়, ডেকে তারে লাভ কি ? ফেরারী মায়ায়...
মন ওরে মন স্মৃতি গুলো মনে করে মিছে আর কেদনা....................।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
নিজের মনটা হল র্নিলজ্জ স্বভাবের। তাই হয়তো মানতে চায় না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
ধ্রুবক আলো বলেছেন: র্দপনের সামনে গিয়ে দাঁড়িয়ে, নিজে প্রশ্ন করি নিজেকে
ভাগ্যর অন্ধের সাথে কাঁনামাছি খেলে যায় কেন নীরবে?
+++
দোষ দিয়ে আর কি হবে! ভাগ্য দুঃসহ থাকলে কি আর করার!
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: মানুষ ভাগ্যর কাছে বড় অসহায় । সমস্ত দুঃখ কষ্ট নিপাত যাক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
প্রামানিক বলেছেন: র্দপনের সামনে গিয়ে দাঁড়িয়ে, নিজে প্রশ্ন করি নিজেকে
ভাগ্যর অন্ধের সাথে কাঁনামাছি খেলে যায় কেন নীরবে?
অনেক ভালো লাগল। চমৎকার কাব্য কথামালা।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
ইমরান আল হাদী বলেছেন: কবিতায় ভালোলাগা, কবিকে অভিন্দন। +++
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩
আহা রুবন বলেছেন: মনে হয় আরেকটু ঘসামাজা করা যায়। ভাল লেগেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
আর ঘসামাজা করতে চাচ্ছি না ।
পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
ঋতো আহমেদ বলেছেন: গুরু গম্ভীর গভীরতায় ভারাক্রান্ত কবিতার চাইতে সহজ সাবলীল ভাষার ও ভাবের কবিতাই বেশি ভাল লাগে । আপনার কবিতাটিও ভাল লাগল । শুভ কামনা
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
লিখতে বসলে কিছু শব্দের চাষ হয় মাত্র ।কবিতা লেখা কঠিন । পড়েছেন জেনে ভালো লাগল।
পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৩
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন।
কবিতাটা কি আগে একবার প্রকাশ করেছিলেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
না। তবে আগের কিছু কথার মিল আছে। ভালো আছেন?
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২২
মার্কো পোলো বলেছেন:
ভাল লাগলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
বাবুল বাদশা বলেছেন: খুবই কষ্ট পেলাম । শুভকামনা
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
কষ্ট পাওয়ার কিছু নাই ।
লাই ইজ বিউটিফুল ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
সামিয়া বলেছেন: ভালোলাগা ++++
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় ভাল লাগা ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ২:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: তোমার প্রতি নাই কোন অভিযোগ,নাই কোন অভিমান
যা ছিল তা আমারই কপালের ভাগ্য লিখন -- সেটাই ভাল। এতে সুখ আছে, দীর্ঘমেয়াদী প্রশান্তি আছে।
১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
কবিরা কি মানুষের কথা বলেন, নাকি নিজকে নিয়ে কান্নাকাটি করছেন?