![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসি,কান্নার দুনিয়াতে,কে কতটা সুখি,
সুখ যেন এক অলিক পাখি !
এখন স্বপ্নগুলো বির্সজিত,অনুভুতিগুলো মৃত
তবুও,এই অলিক পাখির সন্ধানে ঘুরে-ফিরে
চলেছি দুর-দুরান্তের শেষ প্রান্তে।
কোথায় এই সুখের নীড়,আর কতদূর?
দেখেছি কত সুখের অসুখ,পেয়েছি কত বুক ভরা দুঃখ
নিরবে সহ্য করে পথে নেমে এ পথেই চলেছি ।
অবিরাম ছুটে চলেছি স্বার্থপর দুনিয়াতে স্বার্থের পিছনে,পিছনে
কত কিছু চাওয়াতে,কত কিছু পাওয়াতে জীবনের পুর্নতা মিলে ?
ছবিঃ নেট
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০২
শাহরিয়ার কবীর বলেছেন: জানার বড় ইচ্ছা ছিল ! যাহোক পড়েছে তাতেই আমি ধন্য। ভালো থাকুন।
২| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭
অরুনি মায়া অনু বলেছেন: সুখের পিছনে যত ছুটবেন ততই সুখ দূরে সরে যাবে | সুখ এক মরিচিকা |
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: আপনি বলতে চাচ্ছেন, সুখের জন্য সব সময় নিরবতা পালন করি।মরিচিকা তো মরুভুমিতে বেশি দেখা যায়,তার মানে আমরা মরুভূমি আর আমাদের উপরে মরিচিকা দেখা যাচ্ছে কিন্তু ধরতে পারছিনা।
৪| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
সুখ পাখিটা এমনই হয়
দুর থেকে এসে অাবার চলে যায়
ভালোলাগা+
২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: সুখের সঠিক সংজ্ঞা হয়না...
অসংখ্য ধন্যবাদ,ভালো থাকুন।
৫| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!
ভালোলাগা রেখে গেলাম!
২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভালো থাকুন।
৬| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৮
রক্তিম দিগন্ত বলেছেন:
আমার কাছে সুখকে রূপকথা বা মিথলজিক্যাল কোন অনুভূতি মনে হয়।
এটা একদা পৃথিবীতে ছিল বা প্রাচীন রূপকথাতে এই অনুভূতির বর্ণনা ছিল। কিন্তু, বাস্তবে এটা একদম অনুপস্থিত। কোথাও নাই এই সুখ।
সুখের অন্বেষণ করা মানে অযথাই সময় নষ্ট হওয়া। এরচেয়ে দুঃখে পড়ে থাকাই ভাল। দুঃখগুলোই তো কোন না কোন পথ দেখিয়ে দেয় আমাদের। সুখে থাকলে তো ঐ পথ জীবনেও আসতো না চোখের সামনে।
কবিতা সুন্দর।
২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০২
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার সাথে একমত কিন্তু তা ধরতে অবিরাম ব্যস্ত।
অসংখ্য ধন্যবাদ,ভালো থাকুন।
৭| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভালো থাকুন।
৮| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২
আছির মাহমুদ বলেছেন: বিমুগ্ধ!
২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ,ভালো থাকুন।
৯| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৭
মেহেদী রবিন বলেছেন: "এখন স্বপ্নগুলো বির্সজিত,অনুভুতিগুলো মৃত
তবুও,এই অলিক পাখির সন্ধানে ঘুরে-ফিরে
চলেছি দুর-দুরান্তের শেষ প্রান্তে।"
ছেলেমানুষি আশা, মানুষের পথের পাথেয়। সুন্দর কবিতা
২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ,ভালো থাকুন।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
জীবনপথের বাঁকে মানব মনের চাওয়ার পাওয়ার শেষ নেই! অসীমতম এই আকাঙ্ক্ষা স্বাদ মানুষকে টেনে নেয় দূরে বহু দূরে!
কবিতার কথামালায় তাই চিত্রিত!
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার সাথে একমত। আমরা সবাই অবিরাম এই ফল শূন্য ব্যস্ত।
ধন্যবাদ ভালো থাকুন।
১১| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯
গেম চেঞ্জার বলেছেন: হায়রে!!
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: হায়রে!! ঘটনা কিন্তু সত্য ! এরকম হয়ে থাকে আর কি !
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪
সামিয়া বলেছেন: কত কিছু চাওয়াতে,কত কিছু পাওয়াতে জীবনের পুর্নতা মিলে তা তো জানা নেই।