নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

কবীর

!

কবীর › বিস্তারিত পোস্টঃ

জীবন সমীকরণ

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৭




কংক্রিট নগরীতে তোমার বসবাস
আলো- আঁধারি ঘিরে তোমারি চারপাশ।
সোডিয়াম আলোর শহরে তুমি বন্দি কোন এক আঁধারে?
চোখ মেলে চেয়ে দেখ রঙিন স্বপ্নেরা খেলা করে,
তোমারি চারপাশে।

আবদ্ধ হৃদয়কে আরো আবদ্ধ রাখবে- কি চিরকাল?
দিন যাচ্ছে সে তো দিনের নিয়মে,
রাত যাচ্ছে সে তো রাতের নিয়মে।
হাসি-কান্নার জীবনটাকে উপভোগ না করে,
অন্ধকার কারাগারের বন্দী কয়েদি হয়ে
এভাবে পরে বা রবে আর কতকাল?

জীবনটা বয়ে যায়,ক্ষয়ে যায়, কিছু স্মৃতি মরে যায়,
সে সব স্মৃতিগুলো ধূসর পান্ডুলিপি হয়ে পরে রয়।

ছবিঃ নেট

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: প্রথম প‌্যারা বেশি ভালো লাগল, আবার শেষ।

অন্ধকার কাগারের বন্দী < কারাগারের হবে।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪১

কবীর বলেছেন: ঠিক করে নিচ্ছি দাদা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

অরুনি মায়া অনু বলেছেন: লেখাটি পড়ে একটি গানের কথা মনে পড়ে গেল,
"আমি যে আঁধারে বন্দীনি, আমারে আলোতে ডেকে নাও;
স্বপনো ছায়াতে চঞ্চলা, আমারে পৃথিবী কাছে নাও।"

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৩

কবীর বলেছেন: হায়রে আমার কপাল মন্দঃ লেখা পড়ে বিচার করবেন,যে লেখা কেমন হল? ভুল কোথায়, কতটুকু বাস্তবিক,কতটুকু কাল্পনিক ।
তানা করে গান গাওয়া শুরু করে দিলেন।
আপনার গান শুনে আমার একটা মমতাজের গান মনে পড়ে গেল।

বন্ধু তুই লোকাল বাস,আদর করে ঘরে তুলিস,ঘাড় ধরে নামাই.....


আমার নানীরে জ্ঞান দাও প্রভু ।

আপনার গানটা নানারে গিয়ে শুনান,তাহলে তার মন পাবেন। আর আমি আমার সখির তরে গান গাই।

৩| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৭

অরুনি মায়া অনু বলেছেন: ও আচ্ছা। লেখা পড়ে মনে হল লেখাটি ভাল হয়েছে। আমি কারো ভুল ধরিনা। কারণ ভুল ধরবার মত যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৬

কবীর বলেছেন: আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম,(লেখার জগতে) যা বলবেন তাই ঠিক।

ভুল থেকে কিন্তু শিক্ষা হয় গুরু। অন্যর কাজ থেকে যা শিখেন, তা আবার অন্যকে শিখানো, আপনার দায়িত্ব।

জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্টে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৩

মার্কো পোলো বলেছেন:

যেসব স্মৃতি মরে যায় সেগুলো ধূসর পান্ডুলিপি হয়ে পরে রয়।

বাহ! ভাল লাগলো।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৬

কবীর বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: মোটামুটি লাগলো!

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৮

কবীর বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৬| ১০ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন: জীবনটা বয়ে যায়,ক্ষয়ে যায়, কিছু স্মৃতি মরে যায়,
সে সব স্মৃতিগুলো ধূসর পান্ডুলিপি হয়ে পরে রয়।


এমন সুন্দর কবিতাটিকে ধূসর পান্ডুলিপি হতে দিবনা
একে স্বর্ণাক্ষরে লিখে রাখব হৃদয় পটে ।

ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।

১০ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:০৫

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৭| ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১

টমাটু খান বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে।

১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

কবীর বলেছেন: ব্লগে স্বাগতম। ধন্যবাদ

৮| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভালো লাগল।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৯| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

আসমা সুলতানা বলেছেন: কবিতা অনেক ভালো লাগল।

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

১০| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসি-কান্নার জীবনটাকে উপভোগ না করে,
অন্ধকার কারাগারের বন্দী কয়েদি হয়ে
এভাবে পরে বা রবে আর কতকাল?
সুন্দর আহ্বান

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

১১| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:
দারুণ আহব্বান! এভাবে লেখুন! কবিতা খুব ভাল হয়েছে। প্লাস+++

১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২| ১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার বেশ ভালো লেগেছে। ঝরঝরে।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৪

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগেছে জেনে।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,




দিন যায় দিনের নিয়মে, রাতের নিয়মে রাত। আর জীবনও চলে সমীকরণ মেনে ।
তেমন সমীকরণের কথাই বলে গেছে কবিতাটি ।
অনেকটা ভালো হয়েছে কবিতা ।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৯

কবীর বলেছেন:
সব কিছুই সমীকরণে নিয়মে হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

নীলপরি বলেছেন: জীবনটা বয়ে যায়,ক্ষয়ে যায়, কিছু স্মৃতি মরে যায়,
সে সব স্মৃতিগুলো ধূসর পান্ডুলিপি হয়ে পরে রয়।


ভালো লাগলো ।

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

আসিক ইসলাম বলেছেন: চকমৎকার হয়েছে কবিতা খানি

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৬| ০১ লা মে, ২০১৭ রাত ১২:৫৯

ওমেরা বলেছেন: কবিতা ভাল ই হয়েছে । আপনি কেমন আছেন ?

০১ লা মে, ২০১৭ রাত ১:৩৮

কবীর বলেছেন: ধন্যবাদ .....

জি আমি ভালো আছি ...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.