![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মৃত্যুর ডামাডালে-এ জীবনে,
তাতে আছে হাসি,কান্না আর বেদনা সংমিশ্রনে।
আমার নিরব অনুভবের জনালায়,
বৃষ্টির জলপ্রপাত অবিরাম ধারায় বেয়ে চলে ।
আমি শত বাধা-বিপত্তি পেড়িয়ে
গহীন অরণ্য থেকে আরো গহীনে
পাহাড় থেকে পর্বতে সুখের নীড়ের অন্বেষণে,
হেঁটে চলেছি সন্যাসীর মত করে দেশ হতে দেশান্তরে,
উড়ে চলেছি পাখির মতে করে, সাত-সুমদ্র তের নদী পার হয়ে!
ছোট এই জীবনে কোথাও তো পেলাম না সে শান্তির নীড়?
আমি যতবার সুখের নীড় খুঁজতে গিয়েছি
আমি ততবার ব্যর্থ হয়েছি।
আমার এ বিক্ষিপ্ত জীবনের শেষ ঠিকানা কোথায়?
ছবিঃ নেট।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: জি পেলাম ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: ছোট এই জীবনে কোথাও তো পেলাম সে শান্তির নীড়?
এখানে পেলাম আর সে এর মাঝে কি 'না' অর্থাৎ পেলামনা হবে?
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক করে দিয়েছি । পেলাম না হবে।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
ধ্রুবক আলো বলেছেন: ব্যর্থতা একদিন কাটবে.,,
+++++
খুব অসাধারন একখানা কবিতা খুব ভালো লাগলো...
শুভ কামনা...
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনে ভালো সময়ও যায় আবার খারাপ সময়ও যায়।
এই দুই মিলে জীবন। কারো বেশি আর কম ।
তবুও লাইফ ইজ বিউটিফুল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
সাহসী সন্তান বলেছেন: হাহাকারময় কবিতা ভাল লাগলো! মনে এত আফসোস কিসের শাহরিয়ার ভাই?
শুভ কামনা জানবেন!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: যাহা চাই তাহা ভুল করে চাই , যাহা পাই তাহা চাই না
মাঝে মাঝে জীবনের দিশা খুঁজে পাই না, একারণে আফসোস হয় কিন্তু
কি আর করার আছে ।নিয়তি সব।
পড়ে ভালো লেগেছে জেনে আমরাও ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
কানিজ ফাতেমা বলেছেন: অবশেষে একদিন সব লেনদেন শেষ হবে, শেষ হবে সব কোলহল।
সকল বিক্ষিপ্ততা দূর হোক ।
শুভ কামনা ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনটা ক্রমাগত ছোট হয়ে যায় ,কিন্তু জীবন একেবারে শেষ হয়ে যায় না ৷এই জীবনের সফলতা বিফলাতা নিয়ে পরে আছি । আরেক জীবন বাকি পরে রয় কিন্তু পরের জীবনে এই জীবনের কর্মফলের হিসাব..
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপা।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো....
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
আহা রুবন বলেছেন: শান্তির নীড়ের আশা! ধরে নিলাম জলের ওপারে ওটা আশার সূর্যাস্ত নয় সূর্যোদয়। একরাশ মুগ্ধতা!!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: আমারও প্রাণের আকুতি যেন সূর্যোদয় হয়।
ছোট এই জীবনের সফলতা আর বিফলাতা হিসাব
করতে করতে সময় চলে যাচ্ছে...
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো....
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
কানিজ রিনা বলেছেন: সেখানেই সুর্যর সার্থকতা পুব দিগন্তে লাল হয়ে
উঠে আবার পশ্চিমে লাল হয়ে ডুবে।
কি পেলাম কি পেলাম না, আসলে কি দিতে
পেরেছি কি দেওয়ার ছিল, কি রেখে যাচ্ছি
এ জিজ্ঞাসায় দিতে পারার জয়ই আনন্দ।
ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার সাথে একমত । কিন্তু ভালো কিছু কয়জন দিতে পারে!!
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপা।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো....
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: এ মন এক প্রশ্ন যার উত্তরও নিজেকে লিখতে হয় ! হয়তো মিলবে কারো সাথে, কিন্তু হবে সঠিক উত্তর !
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার সাথে একমত । হিসাব-নিকাশ বড়ই কঠিন জিনিস।
নিয়মতান্ত্রিক কাজের ফলাফল অবশ্যই ভালো কিছু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপা।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো....
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০০
সুমন কর বলেছেন: ১ নং মন্তব্যেই উত্তর পেয়ে গেছেন।
কবিতায় ভালো লাগা রইলো।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: জি পেয়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, দাদা।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকটা জীবনানন্দ স্বাদ পেলাম। দারুন লিখেছেন।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল। সুখ কোথায় যে থাকে কেউ জানে না
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগল।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো হতাশা কেনরে ভাই? কবিতা হিসেবে দারুণ।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
মাঝে মাঝে জীবনের দিশা খুঁজে পাই না, একারণে আফসোস হয় কিন্তু
কি আর করার আছে ।নিয়তি সব।
পড়ে ভালো লেগেছে জেনে আমরাও ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় ব্যাথা ফুটে উঠেছে -- আর এর মধ্যে দিয়ে কবিতা মুগ্ধতা পেয়েছে -- আমি মুগ্ধ কবি ---
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপা।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪২
অ্যালেক্স আমিন বলেছেন: আমি যতবার সুখের নীড় খুঁজতে গিয়েছি
আমি ততবার ব্যর্থ হয়েছি.........হুম ঠিক তাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল অনেক । শুভ কামনা ।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৩
শাব্দিক হিমু বলেছেন: আমি যতবার সুখের নীড় খুঁজতে গিয়েছি
আমি ততবার ব্যর্থ হয়েছি।
আমার এ বিক্ষিপ্ত জীবনের শেষ ঠিকানা কোথায়?
ভাঙা স্বপ্নদের স্তুপ কক্ষে। যেখানে বাকি স্বপ্নগুলোর জমা হবার অপেক্ষায় বসে থাকা। আসবে, সব স্বপ্ন আসবে। ভাঙনের শব্দ শুনতে পাচ্ছেন? শুধুই অপেক্ষা।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনটা ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে...
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
প্রামানিক বলেছেন: হাহাকারের কবিতা । অনেক ভালো লাগল। ধন্যবাদ
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
আমি তুমি আমরা বলেছেন:
ছোট এই জীবনে কোথাও তো পেলাম না সে শান্তির নীড়?
আমি যতবার সুখের নীড় খুঁজতে গিয়েছি
আমি ততবার ব্যর্থ হয়েছি।
আমার এ বিক্ষিপ্ত জীবনের শেষ ঠিকানা কোথায়?
শান্তি নাইরে পাগলা। আমার প্লাসটাই যদি কিছুটা শান্তি দেয়া আপনাকে।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ বেঁচে থাকে কোন না,কোন আশা নিয়ে ....
আপনার প্লাসটাই আমার বেঁচে থাকা অনুপ্রেরণা ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
অরুনি মায়া অনু বলেছেন: সুখপাখি তা কখনো ধরা দেয়না। যতই ধরার চেষ্টা করা হয় ততই উড়ে দূরে সরে যায়। সেই চেষ্টা বৃথা তাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
বিজ্ঞ লোকের অভিজ্ঞতার গল্প,হবে হয়তো ।
পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
ডঃ এম এ আলী বলেছেন: আমি শত বাধা-বিপত্তি পেড়িয়ে
গহীন অরণ্য থেকে আরো গহীনে
পাহাড় থেকে পর্বতে সুখের নীড়ের অন্বেষণে,
হেঁটে চলেছি সন্যাসীর মত করে দেশ হতে দেশান্তরে,
উড়ে চলেছি পাখির মতে করে, সাত-সুমদ্র তের নদী পার হয়ে
খুব সুন্দর কথামালা , একরাশ মুগ্ধতা রেখে গেলাম ।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিউ রইল ধন্যবাদ
০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
আবরও ধন্যবাদ ভাই
ভাল থাকুন
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
গোফরান চ.বি বলেছেন: জোস।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে মনে হয়, সুখ ও শান্তি মানুষের জীবনে সুদূর পরাহত। আবার মাঝে মাঝে মনে হয়...
"প্রেম ও প্রীতির পুন্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে" --(শেখ ফজলল করিম)
তবুও লাইফ ইজ বিউটিফুল (৩ নম্বর মন্তব্যের উত্তরে) -- কথাটা শুনতে খুব ভাল লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনটা আমাদের ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে কিন্তু না পারলাম দুনিয়াকে কিছু দিতে,
না পারলাম অসীম জীবনের জন্য কিছু সঞ্চায় করতে ।
পড়ে আপনার মূল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো..
২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় কবি মনের হাহাকার চিত্র বাস্তবিকতার দলিলদস্তাবেজ! কবিতাটি যথেষ্ট হৃদয়গ্রাহী!
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: জীবনে যে ডালে ভর করেছি, সে ডালই ভেঙ্গে গেছে। যাকে বেশি আপন ভেবেছি সেই বেশি পর হয়েছে ।
জানিনা কেন আমার সাথে এমন হয় ! জীবনে কারো বিন্দুমাত্র ক্ষতি করিনি। তবুও বার বার এই ঝড় ।
এই হল আমার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো.....
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
আশাহত হবেন না। Problems are not the stop signs, they are the guidelines .
ঘুরে দাঁড়ান বিপুল বিক্রমে!
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন:
Tomorrow is another day .. সব সময় এর অপেক্ষায় থাকি, আজকে তো চলেই গেলে কোন না কোন ভাবে আর ভেবে কি হবে !! হয়তো বা আরো এর চেয়ে ভাল কিছু অপেক্ষা করছে । দেয়ালে পিঠ ঠেকে গেলে ঘুড়ে দাঁড়ানো কিন্তু গেথে গেলে ঘুড়ে দাড়ানো যায় না একটু কঠিন।
মানুষ বাচে তার সমান- এটা নিয়ে বেচে আছি ।
২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৮
ডঃ এম এ আলী বলেছেন: মনযোগ দিয়ে পড়লাম কবিতাটা আবার, মন হল জীবন মৃত্যুর ডামাডালে আমার গভীর গোপন অনুভুতি ভোরের শিশির ভেজা ঘাসে দিনের আলোর গভীরে মিশে আছে হাসি কান্না আর বেদনার সংমিশ্রনে । নিরব অনুভবের জানালায় দুপুরের নিবিড় নিস্তব্ধতায় বিকেলের পড়নন্ত আলোয় বৃস্টির জল প্রপাত যেন অবিরাম বেয়ে চলেছে । রাতের গহীন অন্ধকারে মনে হয় কারে যেন চাই, এ এক চরম অনুভুতি, আমি শত বাধা-বিপত্তি পেড়িয়ে গহীন অরণ্য থেকে আরো গহীনে গ্রীস্মের কাল বোশেখির ঝরে আম কুড়ানোর দিনে মাটির সোঁদা গন্ধে পাহাড় থেকে পর্বতে সুখের নীড়ের অন্বেষণে মনে হয় যেন হেঁটে চলেছি, হিমের পরশে পাতাঝরা গোধুলীর পড়ন্ত আলোয় বসন্তের দখিন হাওয়ায় সমুদ্রের গর্জনে , পাখীর কলতানে ফুলের গন্ধে কারে যেন মন পেতে চায় । এই কবিতার শেষ গুলিই জানালার অনুভবে এই কবিতার শেষ চরন গুলিই একটি কথাই বলে দেয় :
ছোট এই জীবনে কোথাও তো পেলাম না সে শান্তির নীড়?
আমি যতবার সুখের নীড় খুঁজতে গিয়েছি
আমি ততবার ব্যর্থ হয়েছি।
আমার এ বিক্ষিপ্ত জীবনের শেষ ঠিকানা কোথায়?
আবারো রইল ধন্যবাদ
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: আবারও পড়ার জন্য ধন্যবাদ ভাই ।
আপনার এডিট করা পরে কবিতাটি পরিপূর্নতা পেল। ভালো লাগলো । কবিতা লিখতে গেলে ছন্দ আসে না ।ভাষার একটার পরে আরেকটা রিলেশন দিতে পারি না। একারণে লেখাকে বেশি বড় বানাতে পারি না। ব্লগিং করতে হবে হবে ।
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: অনুভবের জানালা দিয়ে শুধু বিষাদের আসা যাওয়া। আপনি নিজেকে নিজেই চীয়ার আপ করার চেষ্টা করুন, তাহলে মন থেকে বিষাদের ছায়া ধীরে ধীরে সরে যাবে। যেমনটি বলেছেনঃ তবুও লাইফ ইজ বিউটিফুল!
লাইলী আরজুমান খানম লায়লা, শাব্দিক হিমু, অরুনি মায়া অনু এবং ডঃ এম এ আলী (২৭ নং)-- আপনাদের মন্তব্যগুলো ভাল লেগেছে।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আমাদের এ পৃথিবীতে কিছু বছরের জন্য আসা আবার ফিরে যাওয়া এটাই আমাদের জীবন ।এর ব্যতিক্রম কিছু না। তাতে দেখুন আমাদের কত স্বপ্ন, আরো কত কিছু। সবকিছু জানি ,বুঝি, অনুভব করি কিন্তু মূলত সামাজিক প্রতিযোগিতায় কারণে এই হতাশাগুলো নেমে আসে। আপনি ঠিক বলেছেন হতাশ হয়ে লাভ নেই । সত্যি জীবন সুন্দর তাতে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ।
পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।
২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
ANIKAT KAMAL বলেছেন: ঠিক যেন নাটরের রনলতা সনি সৃষ্টিশীলতার নিদর্শন
১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো.....
৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২
ANIKAT KAMAL বলেছেন: ঠিক যেন নাটরের রনলতা সনি সৃষ্টিশীলতার নিদর্শন
১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো.....
৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:১৮
অতৃপ্তচোখ বলেছেন: জানা নেই ভাই বিক্ষিপ্ত জীবনের শেষ ঠিকানা।
অনেক বেদনাহত হৃদয়ের ভাব প্রকাশ ভাই।
দুঃখী মানুষ বাদ দিলে সুখী মানুষের কাতারে
স্বার্থান্ধ নিষ্ঠুর ছাড়া কেউ থাকেনা।
খুব সুন্দর লাগলো কবিতা পড়ে। কবি'কে শুভেচ্ছা রইল
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো.....
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
বিজন রয় বলেছেন: আমার এ বিক্ষিপ্ত জীবনের শেষ ঠিকানা কোথায়?
মৃত্যুতে।
শূন্যতায়।
অন্ধকারে।
উত্তর পেলেন?