![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন যে এমন নির্লিপ্ততা!
ভালোলাগার পারদ নেমে গেছে নিচে
কেবল
শূন্যতা
শূন্যতা এবং
শূন্যতা।
প্রত্যাশা নামের একটি বেলুন ফুটো হয়ে নেমে যাচ্ছে ক্রমশ
রোদ্দুরের ভেতর যেমন ঝিলিক দিয়ে ওঠে মরীচিকা
মরুভূমির;
ক্লান্তি কিংবা শ্রান্তির কাঁটা হিমজমাট আঁধারের ভেতর
অপেক্ষা করে আছে
অপেক্ষা করে আছে দুর্দান্ত এক অন্ধকার
কেবলি অন্ধকার।
©somewhere in net ltd.