![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ-শ্রীলংকা খেলাটি কিভাবে অনলাইনে দেখা যাবে,কেউ কি বলবেন ?
বলকে উঠছে কিছু একটা
--------------------------
কবিরকস
কোনো কিছুই আর স্পষ্ট নয়
শুধু টলটলে চোখ জুড়ে
দুঃখ গুটিয়ে আছে
অন্ধকার হামা দিচ্ছে কালো একটি বিড়ালের মতো
প্রযুক্তির ভেতরেই পালটে যাচ্ছে রঙ
দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক এমনকি বহুমাত্রিকে।
তুমি যে রঙ দেখে একদা পুলকিত হতে তা ফিকে হতে হতে...
কেউ কি বলবেন আজকের খেলা কয়টায়? সাড়ে তিন না সাড়ে সাতটায়?
তুমি মার্কস বলছো,এ্যাঙ্গেলস এমনকি ফ্রয়েডও বলছো
তুমি দিস্তা দিস্তা কাগজ ঘেঁটে গলদঘর্ম
খ্রিষ্টপুর্ব ২০০৪-এর ফসিলের কথা বলছো । তুমি ভাবছো চুল কি হাড়ের ডিএনএ।...
বহু কসরতের পর তুমি বিবর্তনের সূত্র পেয়ে গেছ বলে মনে হয়
তুমি এখন সত্যি সত্যি এক অভিজাত নেকড়ে
চাঁদ এবং রৌদ্রালোকে যে তুমি খামাকাই প্রগলভ ছিলে...
পাতা পড়ে আছে, অজস্র হলদে-লাল পাতা
বনে বনে হলদে-লালের উৎসব লেগেছে
আর বেমানান ওই গিরগিটি কী নিষ্পলক তাকিয়ে রয়েছে...
তোমায় আমি বলেছিলাম যাবো
কিন্তু দেখো চতুর্দিকে কাকের কলরব !
কোকিলগুলো হারিয়ে গেছে হায়...
আমরা একটা ছকের ভেতর আছি
স্পর্শকাতর বিষয়গুলো খুব সযত্নে এড়িয়ে গিয়ে
খুব নিরিবিলি নিরাপদে আছি...
কেন যে এমন নির্লিপ্ততা!
ভালোলাগার পারদ নেমে গেছে নিচে
কেবল...
এতো সতর্কতার মধ্যেও পা ফসকে যাচ্ছে কাদায়
হড়কে যাচ্ছে থিকথিকে রক্তের কোলাজ
কবে কে মরেছিল হাভাতে সন্ধ্যায়...
কান্নার প্রতিশ্রুতিগুলো রেখে দিয়ে ডিপফ্রিজে
বরং আঁতাতের গল্পগুলো বলো, বলো-
নক্ষত্রেলো যদিও জ্বলছে তবু আজ জোছনামুখর বেদনার রাত ।...
পারদহীন আয়নার ভেতর বিমূর্ত মুখ
কোনো কিছুই আর স্পষ্ট নয়
শুধু টলটলে চোখ জুড়ে...
কী যে সড়সড় করে নেমে যাচ্ছো !
পায়ের নিচ থেকে সরে যাচ্ছে বালি...
©somewhere in net ltd.