নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরবীন ৫৯

কবিরকস

আমি একজন ছাত্র।লেখাপড়ার পাশাপাশি সৃজ ১৯৫৯নশীল লেখালেখিতে উৎসাহী।

কবিরকস › বিস্তারিত পোস্টঃ

তুমি মার্কস বলছো

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

তুমি মার্কস বলছো,এ্যাঙ্গেলস এমনকি ফ্রয়েডও বলছো

তুমি দিস্তা দিস্তা কাগজ ঘেঁটে গলদঘর্ম

খ্রিষ্টপুর্ব ২০০৪-এর ফসিলের কথা বলছো । তুমি ভাবছো চুল কি হাড়ের ডিএনএ।

তুমি ক্লোনের কথা ভাবছো । তুমি হারিয়ে যাওয়া পুরাণের কথা ভাবছো।



অথচ দেখো কি হেলাফেলায় পড়ে আছে ধূসর পাণ্ডুলিপি !

লালন পড়ে আছে, হাসন পড়ে আছে, পড়ে আছে ভাসানী আর

আরজ আলী মাতুব্বর ।

ধোঁয়াশার ভেতর থেকে উঁকি দিচ্ছে তাম্রলিপি । খননে বেহদ্দ দিনকাল।



তুমি নাক সিঁটকানো উন্নাসিকের মতো দলাদলা অন্ধকার হাতড়ে

যে প্রিমিটিভ যুগ কিংবা নৃতত্ত্বের দিকে হাঁটছো

তাও জড়িয়ে আছে ধুলোয়,বৃষ্টিশিষে, শিশিরে,সূর্যাস্তে।

হাটুরে হাটবাজারে,নলখাগড়ায়, ঝাঁঝরা বক্ষপিঞ্জরে, করোটিতে।



মিশে আছে আর্তনাদে,চিৎকারে, উল্লাসে, বিজয়ে ও নষ্টালজিয়ায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.