নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না ?

০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১:৩৮


ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গাজা যেন হয়ে উঠেছে নতুন নরকের নাম। ইসরায়েলি দখলদার বাহিনী যেন মানুষের জন্মের পর থেকে যত হিংস্রতা আছে তার সর্বোচ্চ প্রয়োগ দেখাচ্ছে গাজা এবং ফিলিস্তিনে। তাদের প্রশ্ন করলে উত্তর সেই আগের মতোই - "আমরা আমাদের নাগরিকদের সুরক্ষা ও জিম্মি থেকে মুক্তির জন্য গাজায় হামলা চালাচ্ছি।"

কিন্তু আসল বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিলে গাজাকে ফিলিস্তিনি মুক্ত করে সেখানে তাদের ব্যবসা এবং ইসরায়েলিদের জন্য বসতি স্থাপন করবে। অকারণে ফিলিস্তিনিদের বাপ-দাদার জায়গা কেড়ে নিয়ে অন্যদের বসতি স্থাপনের মতো নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না। ইসরায়েল পানি, খাবার, ওষুধ - সবভাবেই মারছে ফিলিস্তিনিদের। যে শিশু আজকে ফিলিস্তিনে জন্মাচ্ছে সেও যেন ইসরায়েলের চোখে হামাস। হামাসের আতঙ্কে ইসরায়েল দিশেহারা হয়ে গেছে। আসলে সেটা হামাস না - এটা সেসব ফিলিস্তিনিদের ভূত যাদের নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

রিলিফের খাবার নিতে গেলে সেখানেও চলছে গুলি করে মানুষ হত্যা। এ যেন বাস্তব দুনিয়ার স্কুইড গেম। ইসরায়েলি দখলদার বাহিনী তাদের সামরিক প্র্যাকটিস চালাচ্ছে ফিলিস্তিনিদের হত্যা করে। কেবল এখন রেড ওয়াইনের জায়গায় ফিলিস্তিনিদের রক্ত খাওয়া বাকি আছে। পশু-পাখির মাংস খাওয়ার পরিবর্তে ফিলিস্তিনি শিশুদের শরীরের মাংস। ভালো রক্ত ও মাংস পাওয়ার জন্য হলেও ভুখা মানুষ গুলোকে তিন বেলা পেটপুরে খেতে দিক। ফিলিস্তিনের মানুষেরা যাতে ভাবতে পারে দুনিয়ায় একদিনের জন্য হলেও তিনবেলা পেট পুরে খেয়েছি।

আরব বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের ভয়ে সবগুলো বিবি নিয়ে ফুর্তি করছে। আফগানিস্তানের মতো দেশ যারা নিজেকে ইসলামিক আমিরাত বলে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রতিবাদ যা হচ্ছে সব হইতেসে পশ্চিম থেকে। এসব দেখলে বারবার মনে পড়ে ভূপেন হাজারিকার সেই গান - "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?"

আজকের বিশ্বে সেই সহানুভূতি কোথায়? মানবতা কোথায়? নাকি শক্তিশালীদের কাছে দুর্বলের জীবনের কোনো মূল্যই নেই? গাজার প্রতিটি শিশু, প্রতিটি মা, প্রতিটি বৃদ্ধ - তারা কি মানুষ নয়? তাদের বাঁচার অধিকার কি নেই? ভূপেন হাজারিকার গানের সেই আহ্বান আজ আরো বেশি প্রাসঙ্গিক। কিন্তু প্রশ্ন হলো - কে শুনছে সেই আহ্বান? বিশ্ব কবে জেগে উঠবে এই অন্যায়ের বিরুদ্ধে?

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ছবিগুলো অনেক কষ্টদায়ক!!
এক ভাইয়ের সাথে ফিলিস্তিনি বিষয়ক আলাপচারিতায় বলে
বাংলাদেশের অভ্যন্তরীণ এতো সমস্যা; ফিলিস্তিনি নিয়ে
ভাবা বিলাসীতা ছাড়া কিছুই না।

০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ২:০১

সৈয়দ কুতুব বলেছেন: মানুষ গুলো কে যেহেতু মেরে ফেলবে সেহেতু একটু ভালো খাবার দিতে পারে। অন্তত দুনিয়ার লাস্ট সাপার তৃপ্তি নিয়ে খাক। পাকিস্তান মুসলিম বাহিনী কত বড়ো তবুও কোনদিন ইসরায়েলের বিরুদ্ধে দাড়ায়নি।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ৩:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: প্যালেস্টাইনদের সাথে যা ঘটেছে আর ঘটছে তা মানব সভ্যতার ইতিহাসে বিরল। খাদ্য সহায়তা নিতে যাওয়ার পর যে নির্মমতার সাথে ওদের উপর গুলি চালানো হয়েছে, তা সভ্য কোন মানুষ করতে পারে না। এসব ছবি দেখে নিজেকে ধরে রাখা বেশ কঠিন। মহার রাব্বুল আলামিন প্যালেস্টাইনদের উপর সদয় হোন এই প্রার্থনাই করছি। ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: কিভাবে তিলে তিলে মারছে ভাবতেই চোখে পানি এসে যায় ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ৯:৪২

ইএম সেলিম আহমেদ বলেছেন: গাজায় যা চলছে, তা নিছক কোনো যুদ্ধ নয় - এটা একপেশে ধ্বংসযজ্ঞ, যেখানে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও নারী, সবচেয়ে বেশি ভুক্তভোগী। ইসরায়েলের নিরাপত্তার নামে এই নিধনযজ্ঞ আর মেনে নেওয়া যায় না।

আমাদের উচিত গাঁজায় ত্রান সহায়তা নিয়ে যে সব সামাজিক প্রতিষ্ঠান কাজ করছে তাদের কে প্রতি মাসে কিছু হলেও ডোনেশন করা। আমি নিজেও চেষ্টা করি সামান্য হলেও ডোনেশন দেওয়ার। এই ডোনেশন, প্রতিবাদ এবং দু'আ ছাড়া আমাদের মত গরীব রাষ্ট্রের দেবার কিছু নেই। :((

সবচেয়ে দুঃখজনক হলো, গোটা দুনিয়া কার্যত নীরব। আরব দেশগুলোও মুখে প্রতিবাদ করলেও কার্যত নিষ্ক্রিয়।

“একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?”
আজ এই সহানুভূতির অভাবটাই মানবতার সবচেয়ে বড় ব্যর্থতা।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: ইসরায়েল জেনোসাইড কে নতুন রুপ দিয়েছে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ছবি গুলো কি বাস্তব না এডিট করা?

যেমন ছবি গুলোতে বুকের হাড় দেখা যাচ্ছে, কিন্তু মুখ ঠিক আছে।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: না এডিট করা না ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এগুলা দেখে সহ্য হয় না :(

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো সহ্য করার মতো না ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৩

শ্রাবণধারা বলেছেন: গাজাকে নরক বানানোর সবচেয়ে বড় কারিগর ট্রাম্প, যাকে নেতানিয়াহু আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে।
আমেরিকার রাজনীতিতে খুব বড় কোনো পরিবর্তন না এলে, এই পরিস্থিতি থেকে মুক্তির আমি কোনো পথ দেখি না। আর এমন পরিবর্তন ঘটার লক্ষণও খুব একটা চোখে পড়ছে না।

তবুও, জোহরান মামদানির মতো নিউ ইয়র্কের মেয়র প্রার্থী কিংবা গ্রেটা থুনবার্গের মতো পরিবেশবাদীদের দেখে মাঝে মাঝে নিজেনকে মনে করিয়ে দিই যে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: পাকি মুসলিম সেনাবাহিনি সবার চেয়ে বড়ো বাট তারা ডলারে বেচাঘয়ে গেছে । কে্উ আমেরিকার ভয়ে কথা বলছে না ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১:২৬

কিরকুট বলেছেন: গাজায় যা হচ্ছে তা মর্মান্তিক হত্যাযোজ্ঞ । বিশ্বের সর্বচ্চ অপরাধ সংগঠিত হচ্ছে । কিছু মানুষ আবার এই অপরাধ বেচে টু পাইস কামাচ্ছে । উদাহারনঃ বাংলাদেশের কিছু মৌলোভী শ্রেনী গোষ্ঠি ।

কিন্তু এই অপরাধ কে জাস্টিফাই করার জন্য এডিট করা ছবি কেন দিতে হবে ?

এই গুলা করে আমরা কি অপরাধ কে প্রশ্নবিদ্ধ করে ফেলছি না ?

০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: টিআরটি ও আলজাজিরা থেকে নিয়েছি। এরা এডিট করলে কিছু করার নেই। Suzhal Nehal নামে এক একটিভিসট শেয়ার করেছেন।

৮| ০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা হত্যাযজ্ঞ ছাড়া কিছুই না; শেখরা উট আগুনে পুড়িয়ে খাচ্ছে!!

০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: শেখেরা নিজেদের কুরসি বাচাতে মরিয়া ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: আমি একজন মানুষ হিসাবে ফিলিস্তিনেরএই ছবিগুলোর দিকে তাকাতে পারিনা । বর্তমান সভ্যবিশ্বে অসভ্যদের এই বর্বর আচরণ তথা পৈশাচিকতা মানব সভ্যতাকে কোথায় নিয়ে যাচ্ছে তা বলা মুশকিল ...! সভ্য দুনিয়ার মানুষদের বিবেক বিচার বলে আর কিছু অবশিষ্ট নেই । হয়তো সৃষ্টিকর্তার তরফ থেকে মানুৃষের উপর বিশাল গজব নেমে আসবে শিঘ্রই । সেই অশুভ দিনের প্রতিক্ষায় সারা মানব জাতি ....!!

০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫২

সৈয়দ কুতুব বলেছেন: সেলফিশ আরবেরা এর দায় এড়াতে পারে না। সবার আগে তাদের উপর গজব পড়ুক ।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

এইচ এন নার্গিস বলেছেন: একি নিদারুণ কষ্ট ! সহ্য করা যায় না ।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

সৈয়দ কুতুব বলেছেন: গাজার মানুষের দুনিয়াতে কেয়ামত ভোগ করছে।

১১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: আহারে কি কষ্ট লাগে ছবিগুলো দেখলে ....

০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ৮:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: কোথাও কেউ নেই যারা আমাদের খারাপ লাগাটা বুঝতে পারবে।

১২| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মর্মান্তিক!

০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৯

সৈয়দ কুতুব বলেছেন: এসব ছবি দেখলে কারো মাথা ঠিক থাকে না ।

১৩| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.