নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ট্রাক্টর গাজি বা চাঁদ গাজি যা-ই বলুন না কেন........?

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২



ট্রাক্টর গাজি ব্লগার এ পথের পথিক-এর এক মন্তব্যের প্রতি উত্তরে বলেছেন "আপনার ব্লগিং'এর নমুনা দেখলাম: ১ বছর ৮ মাসে ৫৯ পোস্ট লিখেছেন, ৮৫ টি মন্তব্য পেয়েছেন। আমি ৩ মাস পেছনের পাতায় লিখে সাড়ে ১৬০০ মন্তব্য পেয়েছি। আপনি অবশ্যই গার্বেজ লিখছেন, আপনি ৯০ ভাগ অথর্ব ব্লগারদের দলে আছেন। এখন কথা হলো বেশি লাইক পাওয়া বা বেশি মন্তব্য পাওয়া লেখা উচ্চমার্গের হওয়ার কারণ নয় বরঞ্চ বেশি লাইক পাওয়া বা বেশি মন্তব্য পাওয়া চটুল লেখার পরিচয় বহন করে। ব্লগে আমি খেয়াল করেছি ভালোমানের লেখা কেউই পড়েনা বা পড়তে চায়না, সেখানে মন্তব্য ও লাইক উভয়েরই খরা দেখা যায়। এখনে একটা বিষয় বুঝতে হবে ট্রাক্টর গাজি বাতিল মাল তার কাজই হলো ব্লগে রাতদিন পড়ে থাকা যা তাকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দেয় পক্ষান্তরে সিংহভাগ ব্লগার কোন না কোন কাজের সংগে জড়িত তার শখের বসে ব্লগে আসেন তাই জ্ঞানগর্ভ লেখা তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই লেখা সম্ভব হয়না; লিখতে গেলে পড়তে হবে এটা নিশ্চয় চাঁদ গাজি জানেন?

যাইহোক ট্রাক্টর গাজির কামই হলো অন্যকে হেয় করা। উনি সব সময়ই বলেন বাকশাল বোঝার মতো একজন মানুষও নেই বাংলাদেশে তবে উনি কিছুটা বোঝেন এই আরকি! বাংলাদেশে মানুষ প্রশ্নফাঁশ জেনারেশন তাই তারা গ্রেজুয়েশন করে নিউইয়র্কে গাড়ী চালাচ্ছে ও আরব যাচ্ছে উট চরাতে। এমনকি সোস্যাল মিডিয়ায় লেখার মতো জ্ঞানী লোকও নেই। আজকের সভ্যতায় আপনার, বাংলাদেশিদের স্হান কোথায় (?) তানিয়েও উনি প্রশ্ন করেছেন!

উনাকে আমি বলেছিলাম আম্লিগের লুটপাট ও বিদেশে টাকা পাচার নিয়ে পোস্ট দিতে কিন্তু ট্রাক্টর গাজি বার বার এবিষয় এড়িয়ে গেছেন, বিএনপি চুরি বিষয় লিখেছেন বাট আম্লিগের কোন অপকর্ম যেমন চুরি, ডাকাতি, লুটপাট বিদেশে টাকা পাচার নিয়ে কোন পোস্ট দেননি বা দিতে চাননা; এটা হলো তার বিরাট এক সমস্যা, একপেশে মনোভাব সেই সংগে ধর্মের খাউজানি তো আছেই!

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নিজে ভালো তো জগত ভালো।

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা কিন্ত এই কথা অর্থ এই না যে নিজে যা বুঝি সেটাই ঠিক অন্যগুলো ভুল।

২| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৭

অরণি বলেছেন: আমার মনে হয় উনি লোক খারাপ না তবে বয়সের কারণে কিছুটা বাচ্চা মানুষের মতো আচরণ করছেন; ওনার সবচেয়ে বড় দোষ সেটা হলো উনি ইসলাম ধর্মের কথা শুনলেই রেগে আগুন হয়ে যান।

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও মনে করি উনি লোক খারাপ না; আলাপচারিতায় উনি দারুণ হবেন।

৩| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক কিংবা দুপুর১২৩ নিক নিজে থেকে গায়ে পড়ে বেনগাজির লেখায় comments করেন । তাদের এই কাজ কেন করা দরকার ? তারা comments না করলে বেনগাজি তাদের কোথায় পাইতো ?

তাদের কোনো লেখা সামনের পাতায় আসেনি । বেনগাজি কতিপয় সামনের পাতার লেখকদের সমালোচনা করে লিখে থাকেন কিনতু তারা উনার সমালোচনামুলক লেখা আড়ালে পড়লেও কোনো comments করেন সময় খরচ করেন না ।

এ পথের পথিক কিংবা দুপুর১২৩ তেমন কোনো লেখা সামনের পাতায় আসে নাই যে বেনগাজি তাদের সমালোচনা করবেন । আধারের যুবরাজ নিক ও কেবল comments করেন বেনগাজি' কে । উনাকে তো বেনগাজি কটু কথা বলেন না ।

লেখক নতুন নকিব-শাইয়ান- বেনগাজি উনারা তিনজন লিখেন এবং একে অপরকে comments করেন । ইহা আমার নিকট বারমুডা triangle এর মতো মনে হয় । উনারা আবার কেউ কাউকে block করেন না । :)

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ট্রাক্টর গাজি আবার তার পছন্দের লোকদের কিছুই বলেন না তারা যতই গার্বেজ লিখুক না কেন। তিনি আবার রানু বেগম, সাজ্জাদ হোসেন, কামাল পাশা, কলা বিজ্ঞানীকে খুবই পছন্দ করেন। B-)

৪| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ইট ভাটায় বেশিদিন "কামলা" দেওয়া মজুরের হাজিরা একটু বেশী ই হয়! যার নাম নিয়েছেন ১৪ বছর প্রতিদিন ১২ ঘন্টা করে ব্লগিং করেছে ন। তাই পিছনের পাতায় থেকে ও বেশি মন্তব্যে তার প্রাপ্য .....যদি ও বিকলাঙ্গ অবস্থায়:p

২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় আরো বেশি সময় দেয় যা তাকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দেয় অন্যরা তো কোন কোন কাজের সংগে জড়িত। রকেট বিজ্ঞানী একেবারেই কামহীন।

৫| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৮

ফাহমিদা বারী বলেছেন: যারা অন্যকে এভাবে কথায় কথায় ধুয়ে ফেলে, তাদেরকে ভালো মানুষ বলতে হবে?

এই লোকটার কারণে সামুতে আসতেই মন চায় না। যদিও আমি তার কমেন্ট ব্লক করেছি, তবুও।

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে বয়সের কারণে মস্তিস্ক বিকৃতি ঘটেছে।

৬| ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হেতে মানুষের পেছনে লেগেই আছে। বিরামহীন ভাবে একই কথা একই মন্তব্য
৯০ ভাগ লোক গার্বেজ লিখে তিনিও এই ৯০ ভাগের ভিতর

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গার্বেজ বলে বলে নিজেই গার্বেজ বনে গেছেন।

৭| ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১

জুল ভার্ন বলেছেন: ভালো লেখায় মন্তব্য করতে শিক্ষা থাকা দরকার, মেধা লাগে।

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথাযথ বলেছেন।

৮| ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫

কোমলমতিরপ্যাদানি বলেছেন: মনোবিজ্ঞান মতে মর্ষকামীরা নিজেরাই নিজেদেরকে কষ্ট দেয়, যণ্ত্রণা দেয় – এতে সে আনন্দ পায়। এমনও হয়, নিজেকে কষ্ট দিতে দিতে সে ক্লান্ত হয়ে পড়ে – তখন কষ্ট দেবার জন্য কারো সাহায্য প্রার্থনা করে।

ব্যানগাজী হচ্ছে ব্লগের মর্ষকামী। নিজেরে কষ্ট দেবার জন্য অন্যরে উস্কায় দ্যায় যাতে অন্যের লাত্থি-উষ্টার সুখ নিজে পাইতে পারে।

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: না হেসে পারলাম না :D :) :-P =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.