| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহিষ্ণুতার আগুন: 'বেআদবি' নয়, এই দেশে মানুষ মারাই এখন 'অমার্জনীয় অপরাধ'
নতুন নকিব নামক এক ব্লগারের সাম্প্রতিক পোস্টের শিরোনাম ছিল: "আল্লাহর শানে আবুল সরকারের ধৃষ্টতা ও বেআদবি অমার্জনীয় অপরাধের শামিল।"
এই শিরোনামটি একটি ব্যাপক ও বিপজ্জনক প্রবণতাকে তুলে ধরে: যখন দেশে একের পর এক মাজার ভাঙা হচ্ছে, মৃত মানুষের দেহ কবর থেকে তুলে পোড়ানো হচ্ছে, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা হচ্ছে, ঠিক তখন এদের সমস্ত রাগ গিয়ে পড়ে বাউল শিল্পীর 'বেআদবি' নামক এক তুচ্ছ শব্দের ওপর!
এই লেখকের এবং তার সমমনাদের মানসিকতা এখন আর কেবল "ধর্মীয় সমালোচক"-এর পর্যায়ে নেই, এটি উগ্রতা এবং জিহাদী মানসিকতার স্পষ্ট প্রতিফলন।
২০২৫ সালে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের দ্বারা অসংখ্য সহিংস ঘটনা ঘটেছে:
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কয়েক ডজন মাজার ভাঙা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে মাজার থেকে মৃত পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ও পৈশাচিক ঘটনাও ঘটেছে।
বিভিন্ন অঞ্চলে পোশাক-আশাক ও জীবনযাত্রার ওপর ইসলামী মব দ্বারা মোরাল পুলিশিং এবং ব্যক্তিগত স্বাধীনতা হরণের ঘটনাও ঘটছে।
অথচ নতুন নকিবের মতো ব্লগাররা এই ভয়াবহ মানবিক বিপর্যয়, হত্যা, সহিংসতা, এবং বর্বর মাজার হামলা নিয়ে কার্যত নীরব। তাদের চোখে এগুলি "অমার্জনীয় অপরাধ" নয়। তাদের যত মাথাব্যথা কেবল আবুল সরকারের একটি অমার্জিত বা ভুলভাল বক্তব্য নিয়ে।
যখন বাউলদের ওপর হামলা হয়, তাদের মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়, তখন নতুন নকিব-এর কলমে সেই হামলার তীব্র নিন্দা আসে না। বরং আসে "দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি"র দাবি। এর মাধ্যমে তিনি কি প্রকারান্তরে এই বার্তা দেন না যে, উগ্রপন্থীদের ক্ষোভ ন্যায্য, কেবল আইন হাতে নেওয়াটাই ভুল? এই ধরনের বক্তব্য সহিংসতাকে উসকে দেয় এবং উগ্রতাকে বৈধতা দেয়।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৬
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: খুব স্পষ্টভাবেই লেখা আছে। তার লাস্ট পোস্ট নিয়েই এই পোস্ট লেখা। দেশ জুড়ে যে ইসলামিস্ট মবের তাণ্ডব চলতেছে, এইগুলিকে আমি জঙ্গীবাদী হিসেবে দেখি। এবং এইগুলান সে সমর্থন করে। যুক্তি কী? "সরকার চুপ করে বসে আছে বলে ইসলামি জনতা বাধ্য হয়ে তাণ্ডব চালাচ্ছে"।
ওরে আমার ধর্মপ্রাণরে! আপনাদের মতো বোধবুদ্ধহীন জড়দের এই ভণ্ডামি আমাদের চেনা আছে।
এখন নাকে খত দে।
২|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৯
অপু তানভীর বলেছেন: এমন মনভাবের মানুষের তো অভাব নেই। তাদের মনভাব হচ্ছে যেহেতু ধর্ম নিয়ে কথা বলেছে তাই তার উপরে এই হামলা ঠিকই আছে।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:১১
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এরা যদি এই ব্যাপারে চুপ না থাকত, দেশের এই অবস্থা হতো না।
৩|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরে আম্লিগের উচ্ছিষ্ট ভোগী নতুন নকিবের লাস্ট পোস্ট আরো ১০ বার পড় ভালো করে বোঝ । নকিব বার বার বলেছে সরকারকে হস্তক্ষেপ করেছে তাই জনগনকে আইন হাতে তুলে নিতে নিষেধ করেছে।
কারো ইচ্ছে হলে নতুন নকিবের এই পোষ্ট পড়ে দেখতে পারেন' এখানে কোথায় পেল জঙ্গীবাদে মদতদেওয়া।
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ওরে ছাগলা, নতুন নকিবরা এইভাবেই আশকারা দেয়। হে ছাগলা, এরা আশকারা না দিলে দেশে এত ইসলামিস্ট নৈরাজ্য হইত না গত এক বছরে। বারবার এক কথা কওয়া লাগে কেন আপনাদের? পড়তে পারেন না?
এহ! বাংলা সিন্মার নায়ক আইছে! পছন্দ না হইলেই মব বানায়া ভাংচুর, হত্যা, পুড়ায়ে মারা। এই শুয়োরের বাচ্চারা দেশটাকে শান্তি দিবে না।
৪|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরে হাড্ডি খেকো উচ্ছিষ্ট ভোগী ভাইয়া এই ভাবে হলি আর্টিজানের নাটক সাজাইছেন; জাকির নায়েকের ভিডিও দেখে নাকি হলি আর্টিজানে হামলা করেছে আহ্ মামা বাড়ির আবদার। ইসলাম নিয়ে আপনারো যে খাউজানি আছে সেটা ভালোই বোঝা যাচ্ছে।
যদি নতুন নবিকের এই কথা বলা আশকারা হয় তাহলে আপনার দোস্ত আবুল সরকারের আবোতাবোল বলা উস্কানি হয়না?
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৫
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনাদের কাছে তো সবই নাটক। হলি আর্টিজান নাটক, বাংলা ভাই নাটক, সিনেমা হলে বোমা হামলা নাটক
এইভাবেই আপনারা জঙ্গিদের বাঁচায়া চলেন।
ইসলামিস্টরা মব ছাড়া কোন ভালা কাম করছে? বলার মুখ আছে গাধাচোদা?
৫|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৭
শ্রাবণধারা বলেছেন: আমার মতে তাকে 'জঙ্গীবাদের মদতদাতা' বলাটা অতিশয়োক্তি।
হ্যাঁ, তার পোস্টটা হয়তো বা মেইনস্ট্রিম উগ্রবাদী বয়ানকে প্রকারান্তরে শক্তিশালী করে, কিন্তু সেটা কিভাবে করে সেটা নিয়েই তো বুদ্ধিবৃত্তিক আলোচনা এবং ডিবেট হবে। তা না করে, আপনি তাকে একেবারে 'জঙ্গীবাদের মদতদাতা' বলে আপনার বানানো বয়ানের একেবারে সম্পাতি টেনে দিয়েছেন।
এখন আর আলোচনার অবকাশ নেই। যেটা হবে সেটা হল কথার মারামারি, যেটা উপরে দেশপ্রেমিক বাঙালী শুরু করে দিয়েছেন।
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৬
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: অত সুশীলতা দেখায়েন না। এই জঙ্গীগুলার কাছে সবই নাটক। আসল জঙ্গীরাও সব ওয়েস্টার্ন ষড়যন্ত্রের স্বীকার, প্রকারান্তে নির্দোষ। এদেরকে এভাবেই ছেচতে হবে। ভালো কথা এদের ভালো লাগে না।
৬|
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫
তানভীর_আহম্মেদ বলেছেন: অতীব জঘন্য রোগ গ্যাস্ট্রিক, এতদিন লালাসালু দিয়ে ইসলাম কে মকারি করে এখন আবার লালসালুর প্রতি খুব ভালবাসা জেগে উঠেছে?
ব্লগার নতুন নকিবকে যখন তুমি ছেঁচতে চাও তখন তুমি খুব উদার গৌতম বুদ্ধ আর সে আইনের মাধ্যমে সমাধান চাইলেও সে জঙ্গি?
ভণ্ডামি বাদ দাও ।
গ্যাস্ট্রিক হয়ে মানবজাতি কে আর যন্ত্রনা দিও না।
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: যন্ত্রণা আমি দেবোই হে বলদের দল। ভন্ডামি চুদায়া আর কত?
৭|
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
এ পথের পথিক বলেছেন: আপনি লিখেছেনঃ "এই লেখকের এবং তার সমমনাদের মানসিকতা এখন আর কেবল "ধর্মীয় সমালোচক"-এর পর্যায়ে নেই, এটি উগ্রতা এবং জিহাদী মানসিকতার স্পষ্ট প্রতিফলন।"
আপনি কিভাবে কোন কিছু উগ্রতা বলে সংজ্ঞায়িত করেন ?? আপনার সে স্ট্যান্ডার্ড কি ?
জিহাদ এবং জিহাদী মানসিকতা বলতে কি বুঝেন ? জিহাদ কে কি ভয় পান ?
হ্যা কবর থেকে লাশ তুলে পোড়ানো অত্যান্ত নিন্দনীয় কাজ, যারা করেছে তাদের শাস্তি হওয়া উচিত । যারা এরুপ কাজ করেছে তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ ।
আরো লিখেছেনঃ "বিভিন্ন অঞ্চলে পোশাক-আশাক ও জীবনযাত্রার ওপর ইসলামী মব দ্বারা মোরাল পুলিশিং এবং ব্যক্তিগত স্বাধীনতা হরণের ঘটনাও ঘটছে।"
ইসলামী মব বলতে কি বুঝাচ্ছেন ?
এখনো অহরহ বোরকা, হিজাব, নিকাব পরার কারনে অথবা দাড়ি রাখার কারনে মানুষদের হেনস্তা করা হয়, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্জিত রাখা হয় । এব্যাপারে আপনি কিছু বলেন না কেন ? এইটা কি সেক্যুলাঙ্গারদের মব না ?
আরো লিখেছেনঃ "অথচ নতুন নকিবের মতো ব্লগাররা এই ভয়াবহ মানবিক বিপর্যয়, হত্যা, সহিংসতা, এবং বর্বর মাজার হামলা নিয়ে কার্যত নীরব। তাদের চোখে এগুলি "অমার্জনীয় অপরাধ" নয়। তাদের যত মাথাব্যথা কেবল আবুল সরকারের একটি অমার্জিত বা ভুলভাল বক্তব্য নিয়ে।"
নিরব মানেই কি এটা বুঝায় যে সে অপরাধ অমার্জনীয় অপরাধ নয় ?? এই সিধান্তে আপনি কিভাবে পৌছালেন ?
আচ্ছা জুলাই ২০২৪ এ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে হয়েছিল সে সময়ে আপনি নিরব ছিলেন কেন ? কিছু লিখেন নি কেন ? নাকি আপনি দিল্লীর দাসী খুনি হাসুর এক দাস ? আপনার লেখা অনুসারেই আমি এই উপসংহারে পৌছেছি ।
আরো লিখেছেনঃ "যখন বাউলদের ওপর হামলা হয়, তাদের মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়, তখন নতুন নকিব-এর কলমে সেই হামলার তীব্র নিন্দা আসে না। বরং আসে "দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি"র দাবি। এর মাধ্যমে তিনি কি প্রকারান্তরে এই বার্তা দেন না যে, উগ্রপন্থীদের ক্ষোভ ন্যায্য, কেবল আইন হাতে নেওয়াটাই ভুল? এই ধরনের বক্তব্য সহিংসতাকে উসকে দেয় এবং উগ্রতাকে বৈধতা দেয়।"
যখন বোরকা, হিজাব, নিকাব পরার কারনে অথবা দাড়ি রাখার কারনে মানুষদের হেনস্তা করা হয়, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্জিত রাখা হয়, জুলাই ২০২৪ এ নির্বিচারে মানুষ হত্যা করা হয়, দিল্লীর দাসি খুনি হাসিনা দিনের পর দিন মানুষদের গুম, খুন, হত্যা করেছে, আয়নাঘরে মানুষ হত্যা করেছে সে সময় কেন আপনি সোচ্চার হন নি ? কেন এমন পোষ্ট আপনার কলাম থেকে আসেনি ?
আমি বলছিঃ "এই ধরনের পোষ্ট সহিংসতাকে উস্কে দেয়, ব্লগের পরিবেশ নষ্ট করে । যারা ইসলামকে বিকৃত করতে চায় তাদের পক্ষে সুরে সুর মেলাচ্ছেন । "
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩২
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আরে বেকুব, আমি হাসিনাপন্থী না রে না!
৫ই আগস্ট দুপুরে "পলাইছে রে পলাইছে, হাসিনা পলাইছে"
বলে মিছিলে ছিলাম।
তারে আগেও মিছিলে ছিলাম।
আগস্টের প্রতিটা দিন রাস্তায় ছিলাম।
কে কইছে আমি সোচ্চার হই নাই? সবকিছু কি ব্লগে লিখা থাকবে না কি?
হাসিনার ফাঁসি হইছে, ভালো হইছে। সে যা করছে সে আর কোনোদিন বাংলাদেশে আইসা গদিতে বসার যোগ্যতা রাখে না। ফাঁসিই তার জায়গা।
বুঝা গেছে নি?
বোরকা-নিকাব পরার কারণে খুুউব হেন্সথা হইতেসে, বালের কথা বুঝান আমারে। যেন আমি বাংলাদেশে থাকি না, লেংটাদেশে থাকি। ![]()
৮|
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২
এ পথের পথিক বলেছেন: হা আমি এইটাই শুনতে চাচ্ছিলামঃ "সবকিছু কি ব্লগে লিখা থাকবে না কি?"
আপনার ক্ষেত্রে এই বিষয় যদি প্রযোজ্য হয় তাহলে অন্যদের ক্ষেত্রে কেন হবে না ?
আপনার পরিবার আপনাকে নুন্যতম আদব কায়দা কিছুই শেখায় নি, আপনার মুখ যেমন দুর্গন্ধে ভরপুর ঠিক হাতও তেমন দুর্গন্ধ
১। Bandarba
২। বেরোবিতে ভাইভা বোর্ডে নেকাব খুলতে বাধ্য করার ঘটনা স্বীকার করে বিভাগের দুঃখপ্রকাশ
৩। শ্রেণিকক্ষে হিজাব-নিকাব খুলতে বাধ্য করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
৪। ছাত্রীদের হিজাব খুলতে বাধ্য করায় শিক্ষার্থীদের বিক্ষোভ
এমন আরো বহুত পাওয়া যাবে । চোখ থেকে যদি বন্ধ করে রাখেন তাহলে তো তাকে দেখানো যাবে না ।
আগের কমেন্টে আমি প্রশ্ন করেছিলাম উত্তর দেননি ।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৪২
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: যেই শিক্ষক হিজাব ও নিকাব নিয়ে কটুক্তি করচে সে একটা শুয়ার।
কিন্তু, পরীক্ষাহলে আপনারা নিকাব সরাইবেন না, এগুলা নিয়ে ভিকটিম কার্ড খেলবেন, এইসব পিওর বলদামি।
অনেক মুসলিম দেশেও নিকাবের ওপর রেস্ট্রিকশন আছে।
The ban on the niqab (or full-face veil) is in place in several countries with Muslim-majority populations, often implemented for reasons of security, secularism, or promoting cultural norms.
It's important to note that bans can vary, including:
National bans in all public places.
Partial bans in specific locations like government buildings, schools, or public workplaces.
Bans on the sale and production of the garment.
Here are some of the Muslim-majority countries that have implemented bans or restrictions on the niqab or burqa:
৯|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন।
আপনাকে ধন্যবাদ।
নতুন নকিব আপনি সত্য ও সুন্দরের পথে আসুন। ভুল থেকে সঠিক পথে আসুন। প্লীজ।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ও উচ্ছিষ্টভোগী ভাদা ভাইয়া, আপনি নতুন নকিবের অন্ততপক্ষে একটি পোস্ট মেনশন করেন যেখানে জঙ্গীবাদের মদদ দেওয়া হয়েছে? যদি পারেন তাহলে আমরা সবাই তাকে বয়কট করবো। না পারলে আপনাকে নাকে খত দিতে হবে, রাজি আছেন?