নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে। তাই কাজকে সম্মান করতে হবে, করতে হবে শ্রদ্ধা। হউক ছোট হউক না বড়। কাজ তো কাজেই । আর আমার কাজটাই হলো অলসদের জাগিয়ে তোলা।

আকিব হাসান জাভেদ

আকিব হাসান জাভেদ › বিস্তারিত পোস্টঃ

সময় থাকতে দাও সময়কে মান

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:০৯



ঘড়ির কাটাটা হঠাৎ থেমে যায়,
ব্যাটারিতে থাকে না আর চার্জ।
যে কাটাগুলো ঘুরতো টিক-টিক,
সেই শব্দগুলো নিঃশব্দ আজ।

সময় দেখে চলতো কাজের গতি,
সব কিছুই হতো নিয়মগটি।
এখন দেখি নেই আর লাগাম,
নেই কোনো চাপ, নেই মনের রঙ ।

জীবনের পথে এমন এক সময়,
আসবে হঠাৎ, নিঃশব্দ ভয়।
বন্ধ হবে সময়ের কাটা,
থাকবে না দেহের হুশ ।

তাই তো বলি—
সময় থাকতে করো সময়ের দাম,
হারালে একে, আসবে না প্রাণ ।
সময়ই জীবন, সময়ই আশা,
ঠিক সময়ে ফুটবে স্বপ্নের ভাষা ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:২৫

এইচ এন নার্গিস বলেছেন: কবিতার ছন্দে অতি সত্য বাস্তব তুলে ধরেছেন কবি ।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৬

আকিব হাসান জাভেদ বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৭

আকিব হাসান জাভেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ , রাজীব ভাই ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:১৮

সুলাইমান হোসেন বলেছেন: এই সময়ও চলিয়া যাইবে,অতিতের খাতায় পাতায়
কোথায় তুমি হারিয়ে যাচ্ছ,চড়িয়া দেহের নায়।
সাবধানে চালাও,নৌকার তলা ফুটো যদি হয়ে যায়।
হারিয়ে যাবে টাইটানিকের মত গহীন সাগরের তলায়।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৫

সুলাইমান হোসেন বলেছেন: পরের অংশ

পানি কিন্তু অনেক গভীর,জানিয়া রাখ ভাই,
নৌকা যদি ডুবে,তবে বাঁচার উপায় নাই।
বিপদ থেকে দূরে থেকে,থাকো নিরাপদে,
দক্ষ নাবিক হও,নতুবা পরবে বিপদে।

দেহ একটি নৌকা,যাহা থামবে মৃত্যুর ঘাটে,
নৌকা থেকে নেমে নাবিক যাবে সূদুর মাঠে।
হিসাব নিকাশ বুঝিয়ে দিবে নৌকার মালিক দ্বারে,
কোনো ত্রুটি হলে,তার দায় যাবে নাবিকের ঘারে।

এখন থেকেই সাবধান হও,যেন না খাও ধরা।
চোর কভু ধরা পড়লে,মাইর দেওয়া হয় করা।


০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৫:২০

আকিব হাসান জাভেদ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৫:২২

আকিব হাসান জাভেদ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.