নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরবীন ৫৯

কবিরকস

আমি একজন ছাত্র।লেখাপড়ার পাশাপাশি সৃজ ১৯৫৯নশীল লেখালেখিতে উৎসাহী।

কবিরকস › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩১

গন্তব্য

------------

তমিজ উদ্‌দীন লোদী



অন্ধ বরাহের মতো একরোখা আমরা যাচ্ছি কোথায়?



একজন মানুষও অবিচল আস্থার ভেতর

দাঁড়িয়ে বলতে পারছে না

চাকা সামনের দিকে ঘুরাবার জন্যেই

এই ব্যবস্থা



টললে চলবে না যে যাই বলো

'কাঁধের কার্নিশ ' উঁচু রাখতেই হবে

কিন্তু টলছে, নির্বিবাদে লাটিম পৃথিবী ঘুরছে

বহুবিদ উপায়ে

কারণ পৃথিবী পৃষ্ঠে কোনো কিছুই

যথাযথভাবে

নেই

সবকিছু শ্লথ ও বিস্রস্ত

শরীরে প্রবেশ করছে একাধিক ধাতব এন্টিজেন

শরীরে প্রবেশ করছে সহস্র জৈব ভাইরাস

আর আমাদের এন্টিবডি ক্রমশ

ন্যুব্জ

শ্লথ ও

কার্যক্রমহীন



সংক্রমণ হচ্ছে মেধা ও মগজের জালের ভেতর

সংক্রমণ হচ্ছে শরীরের কোষ ও ভ্রূণের ভেতর

সংক্রমণ হচ্ছে নাসারন্ধ্র, ফুসফুস ও অন্ত্রের ভেতর

সংক্রমণ হচ্ছে জরায়ু ও স্তনের ভেতর

সংক্রমণ হচ্ছে সৌন্দর্য ও কুসুমিত সৌরভের ভেতর

সংক্রমণ হচ্ছে রক্ত, বীর্য ,লালা ও অশ্রুর ভেতর



যে ভালোবাসা আবেগ ও

উচ্ছাসের সৌন্দর্য কোরক

সে ভালোবাসা কাতর হলো

রূঢ়, আবেগহীন রোবট সদৃশ্য

নির্লিপ্ততার কাছে



গরাদের ভেতর হাত ও পায়ের শিকল

ঝনঝন শব্দে বেজে উঠলো

ইচ্ছে ও অনিচ্ছার জীবন নড়ে উঠলো

মায়াবী আয়নায়

রাত্রি জাগরণের দুঃস্বপ্নে



টন টন সালফার, ইউরেনিয়াম ,বোরন , টাটানিয়ামের

অসহ্য উত্তাপে

আমরা যাচ্ছি কোথায়?

দাড়ি না-কামানো থুতনিতে বিষাদ

চোখের কোটরে বিবমিষা

অসহায় আর্তি



আমরা যাচ্ছি কোথায়?



আমাদের বাসযোগ্য পৃথিবীর সবুজ অরণ্যে

শস্যের ভারে, ফলন্ত মাঠে

গাভীর নরোম বাঁটে ,দুধের মিষ্টি গন্ধে

ভোরের আজান, সন্ধ্যার পাখির গুঞ্জন আর

শিশুর কলহাস্যে



প্রতিটি দিবস ছিল নির্বিঘ্ন ,পরিপূর্ণ

তার বুকে শ্বদন্ত চিতার রোষ

প্রাগইতিহাসিক প্রাইমেটের থাবা

দিগন্তের সামিয়ানা জুড়ে মিসাইল, এফ সিক্সটিন

মানুষের বাসযোগ্য পৃথিবী কোথায়?



আমাদের সামনে দুলছে আণবিক ডিম

হঠাত ফাটিয়ে দেবে বলে শাসাচ্ছে একাধিক উন্মাদ

আমাদের পাঁজরের কাছে বন্দুকের নল

সন্ত্রস্ত সময় যাচ্ছে হিম ঠান্ডা ভয়ের জড়তায়

আমাদের সামনে মিসাইল, লেসারের বীম

দুঃস্বপ্নের ভেতর কেঁপে কেঁপে উঠছে স্নায়ুর শরীর



আমাদের ভালোবাসা ছিল

জরাগ্রস্ত জবুথবু দীর্ঘশ্বাস ছিল না

আমাদের প্রাণোচ্ছাস ছিল

হালফিল জড়তার প্রশ্রয় ছিল না

আমাদের সুবিশাল সবুজ ছিল

অক্সিজেন আমাদের সমস্যা ছিল না



আমরা বাঁচতে চাই

শংকামুক্ত নির্ভেজাল

অক্সিজেন চাই

আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা

শঙ্কাহীন হাঁটতে চাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

এম এ কাশেম বলেছেন: অসাধারণ ১ টি কবিতা পড়লাম

কবিকে অসংখ্য ধন্যবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৬

কবিরকস বলেছেন: kobike dhonnobad pouche deya holo.

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো ।
শুভ কামনা

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪

কবিরকস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.