![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু কসরতের পর তুমি বিবর্তনের সূত্র পেয়ে গেছ বলে মনে হয়
তুমি এখন সত্যি সত্যি এক অভিজাত নেকড়ে
চাঁদ এবং রৌদ্রালোকে যে তুমি খামাকাই প্রগলভ ছিলে
যে তুমি পাতাকুড়ানিদের সাথে হো হো হা হা...
সে কেবলি ইতিহাস, সে কেবলি সেই কবেকার।
তুমি এখন সত্যি সত্যি এক অভিজাত....
তোমার হাস্যকর খেলো কথাই এখন ক্ল্যাপধর্মি
তুমি এখন খোলসাবৃত এক অভিজাত জানোয়ার
তোমার ঘেউ ঘেউ-ই এখন অমৃতের বাণী
অভিজাত প্রভুদের চাল তুমি ইতোমধ্যেই খুব পেয়ে গেছ
তবু তোমার পকেটে থাকবে একমুঠো ঘাস
আর টুপিতে গোঁজা থাকবে ঘাসের পালক।
©somewhere in net ltd.