![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান্নার প্রতিশ্রুতিগুলো রেখে দিয়ে ডিপফ্রিজে
বরং আঁতাতের গল্পগুলো বলো, বলো-
নক্ষত্রেলো যদিও জ্বলছে তবু আজ জোছনামুখর বেদনার রাত ।
খুব হতভম্ব, অনন্ত অন্ধকার জেঁকে বসছে
ধূসর ফাঁকা মাঠ জুড়ে নিঃশব্দ চিৎকার
একটি ডট চিহ্নের উপর শূন্যের ছায়া
হ্রেষাধ্বনিহীন এক অলৌকিক ঘোড়া চলে যাচ্ছে
জীবনের তৃষ্ণা ও বিতৃষ্ণার দোলাচলে।
হারিয়ে যাচ্ছে প্রতিশ্রুতিগুলো
আঁতাতের গাঢ় কালো জলে।
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬
কবিরকস বলেছেন: ধন্যবাদ অপূর্ন।
২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১০
কবিরকস বলেছেন: ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++ তবে ডট শব্দের ব্যাবহার ভালো লাগে নি ভ্রাতা