![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা একটা ছকের ভেতর আছি
স্পর্শকাতর বিষয়গুলো খুব সযত্নে এড়িয়ে গিয়ে
খুব নিরিবিলি নিরাপদে আছি
তবু
আমাদের ব্যথিত দু'চোখে নির্বাক লাবণ্যের বিষাদ ।
যেন নিস্তব্ধতা প্রসারিত ডানার মতো স্তব্ধ হয়ে আছে
খুব চেনা মানুষ হয়ে যাচ্ছে ভীষণ অচেনা
এমন কি চিরচেনা মেঘ খুব পরিচিত বৃষ্টিও
পাশে থাকা পড়শীর মতো অচেনা।
কেউ আর বৃত্ত ভাঙছে না
কেউ বলছে না, না এভাবে হবে না ।
শুধু শীতল অঙ্গারে পুড়ে যায় সব
চুঁয়ে চুঁয়ে ভিজে যায় তৃষ্ণার মাটি।
ভিজে যায় লাল একটি বৃত্ত অহংকারে ও অনুশোচনায়।
©somewhere in net ltd.