| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্তর্ষি...
এখন ও কি তোমার মন খারাপ হয়?
আচ্ছা মন খারাপ হলে এখন ও কি তোমার কারো বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করেআচ্ছা মন খারাপ হলে এখন তুমি কার বুকে মাথা রাখো। এখন তো আমি নেই।
কি ভাবছি আমি।তোমার তো এখন মন খারাপ হবার প্রশ্নই আসেনা।কারন তোমার মন খারাপের কারন ই তো ছিলাম আমি।আচ্ছা সপ্তর্ষি এখন ও কি তুমি হুটহাট করে রাগ করো।
আচ্ছা এখন ও কি রাগ হলে ঝগড়া করতে ইচ্ছে করে।আচ্ছা এখন তোমার রাগ হলে তুমি কার সাথে ঝগড়া করো।
কাকে বকাবকি করো। এখন তো আর আমি নেই।
জানো সেদিন আমার সবথেকে খুশির দিন ছিল যেদিন তুমি বলেছিলে আরে গাধা আমি রাগ করি তুই আমার রাগ ভাঙাবি বলে।
আমি গালি দেই তোর গাধা মার্কা চেহারাটা দেখব বলে।
ঐ গাধা জানিস তোর ঐ ভ্যাবাচ্যাকা মার্কা চেহারাটা আমি সারাজীবন দেখতে চাই।
জানো সেদিন থেকে নতুন করে ভালবাসতে শুরু করি তোমাকে।
তবে বুঝিনি তুমি এমন মিথ্যৈবাদি হবে।একাকি আমায় রেখে দুরে চলে যাবে।
তবুও দুআ করি যেখানেই থাকো ভাল থেক ।ভাল থাকুক তোমার মিথ্যে গুলি।ভাল থাকুক আমার ভালবাসা।
#Kolpobaz

©somewhere in net ltd.