নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনায় মেশানো কাব্য

কল্পকাব্য

কল্পকাব্য › বিস্তারিত পোস্টঃ

বিকৃত মস্তিষ্ক এ আসা অসংখ্য চিন্তা থেকে কিছু ক্ষুদ্র লেখা।

১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

- জানো, ঠান্ডা লাগছে । মাথাও ঘুরাইতেছে।
-কেন?
-জানিনা। ঘুম থেকে দেরী করে উঠেছি মে বি এই জন্য।
-তুমি কি যে করনা। সকালে ডাক দিয়ে দিতে তো পারি আমি।
-আর এ পাগলি কান্তেছো কেন? কিছু তো হয়নি।
-.............
-এই যে এখনো কান্তেছো। আর এ বাবা এই ভাবে কান্না করলে তো আমার ঢাকায় থাকা ঝামেলা হয়ে যাবে।
- তো চলে আসো।
-এটা কি হয়? আচ্ছা কান্না থামাও। সামনে পুজার ছুটি দিবে মে বি। যদি দেয় তাহলে আমি যাচ্ছি। এখন একটু হাসো।
- না।
-কেনো? আজব তো। হাসতে বলেছি হাসবা।
-না।
- ওকে। আমি যাবো না তাহলে।
-ওকে। ওকে। এই যে হাসতেছি। হি হি হি।
- হে হে হে। হাসতে দেখতে পারিনা, কিন্তু শুনতে খুব ভালো লাগে জানো ?
- তাই ?
-হ্যাঁ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

হামিদ আহসান বলেছেন: ভাল্লাগছে ..... :-P

১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কল্পকাব্য বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.