![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এমন এক জাতি !! কিউট নাকি বিশ্রী ! বলতে পারিনা !!
আজকে ক্যাম্পাস থেকে বাসায় আসছিলাম । রিকসা তে ছিলাম । আদাবরের সামনে একটা ৫ তলা বাড়ি আছে । বাড়ির ছাদে দেখলাম ছোট বড় ৫/৬টা বাংলাদেশের পতাকা উড়ছে । দেখে অনেক ভালো লাগলো । তখন মনে হলো , ফুটবল বিশ্বকাপের সময় যে , যে দল সাপোর্ট করে , সে সেই দলের পতাকা উড়ায়েছিল । সে সময় ঢাকা কে রহিঙ্গাদের আবাসস্থল বলে মনে হত । আপনি যেকোন পতাকা উড়াইতে পারেন কিন্তু বাংলাদেশের পতাকা ও উড়াইতে হবে , নাকি ? এইটা একটা পয়েন্ট ।
এটা নিয়ে একটা গ্যাঞ্জাম ছিল ফেবু তে । সহমত প্রকাশ করেছিলাম ।
মাগার এর পরে আরেকটা কাহিনী আসছিল । বাঙালী জাতিটাই ত্যানা প্যাচাইতে ওস্তাদ । তখন আরেক কাহিনী শুরু হয়েছিল ।
-হেইয়া মনু , তুমি তোমার সাপোর্ট করা টিমের পতাকা ছাদে দেছো , তো আমাগো দেশের পতাকা কনে বাহে ?
-ও আচ্ছা । আমাগো পতাকাও দেছো । ভালো , ভালো । তয় , আমাগোর টা ছোট দেছো কেনে ? বড় দেতে পারোনাই , মনু ? তোমার তো দেহি , দেশের প্রতি ভালোবাসা নাই , বুজ্জ , মনু ?
-হেইয়া মনু , পতাকা যহন ঠিক করতে আছো, তখন পতাকার আসল সাইজ দেও , ঠিক আছে মনু !!
-মনু সবুজ কালার টা কেমন দেহা যায় , আর সবুজ পাওয়নাই ?
ব্যাপারটা এরকম । দরকার আছে ? আমি বিভিন্ন টিম/ দেশ /ক্লাব সাপোর্ট করতেই পারি । হ্যা । পতাকা উড়াবো , সাথে অবশ্যই আমাদের পতাকা থাকতে হবে । এখন বড়/ ছোট এটা তো দরকার ছিল না । বাঙ্গালী , ইস্যু প্রিয় জাতি । এটা অনেকে বুঝতে পারছে । তাই যা ইচ্ছা , তাই করতেছে । একটা ধামাচাপা দিতে , আরেকটা রেডি আছে ভাহ । উপরের কথা গুলো একটা সময় ইস্যু ছিল । আরেকটা কোন ইস্যু কে চাপা দিতে । হয়তবা কোন ক্রাইম কেও ।
এগুলো লিখতে ভয় করে এখন । আর কেউ কল দিয়ে ভয় দেখাক আর নাই দেখাক । মাগার আমার বাসা থেকে ঠিক ই কল আসে ।
-এগুলো কেনো লিখছো ?
-এগুলো লিখে কি হবে ?
-আসে পাশে দেখোনা কি হয় ?
-আর লিখবানা ।
তাদের নিয়ে চিন্তা হয় । তাই আমিও লিখিনা ।
যাই হোক ।
©somewhere in net ltd.