![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪৮ ঘণ্টা হয়ে গেল তোমার সাথে কথা বলি না।এক সেকেন্ডের জন্যও তোমার গলার স্বর শুনতে পাইনি।তোমার কি আমাকে একটুও মনে পরে না?আমার সাথে কি এক বারও কথা বলতে ইচ্ছে হয়নি?বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও জানতে ইচ্ছে করেনি?
আচ্ছা,তোমরা এত নিষ্ঠুর,নির্মম,কঠোর হতে পারো কেমন করে আমাকে একটু শিখিয়ে দেবে কি?আমি তো তোমাদের মতো হতে পারি না।হতে পারলে অনেক ভাল হতো।তাহলে তোমাদের সমাজে চলতে পারতাম,তোমাদের মত হতে পারতাম,তোমার ভালবাসা পেতাম।তবে সেটা হয়তো লোক দেখানো ভালবাসাই হতো।
তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে রে,খুব খুব খুব কথা বলতে ইচ্ছে করছে.....।
:'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
©somewhere in net ltd.