নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ইতি টানলাম........

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

গতকাল রাত পৌনে বারোটায় যা শুনলাম তা শুনার জন্য কখনো প্রস্তুত ছিলাম না।ভালবাসার মানুষটা খুব সহজেই বলে ফেলল সে আমাকে ভালবাসে না,অন্য কাউকে ভালবাসে।



ভেবেছিলাম,তোমাকে নিয়ে জীবনটা আবার সাজাবো।নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো।তোমাকে অনেক অনেক অনেক ভালবাসা দিব।সত্য,নিখাদ,পবিত্র ভালবাসা।কিন্তু তা আর দেয়া হলো না।আর কখনো হয়তো দেয়ার সুযোগও পাবো না।রাগ করে তোমাকে অভিশাপ দিয়ে বসলাম"আমার সাথে তুমি যা করেছো,তোমার সাথেও তাই হবে।আমি যেমন করে কষ্ট পাচ্ছি তুমিও ঠিক তেমন করেই কষ্ট পাবে।"।



সিনেমা-নাটকের মতো জীবন না।জীবনের বাস্তবতা অনেক কঠিন।আবেগের কোনো স্থান নেই এখানে।বাস্তবতার কাছে আবেগ পরাজিত।সত্যি ভালবাসা আর কেউ চায় না।কেউ চায় না আবেগে জড়াতে,চায় না ভালবাসতে।



মানুষ বড়ই অদ্ভুত।ভেল পাল্টাতে এক মুহুর্ত সময় লাগে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.