![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পাঁচ দিন হলো ভালোবাসার মানুষটা চলে যাওয়ার।কি করবো কিছুই বুঝতে পারছি না।কিছু ভাল লাগছে না।ওকে অনেক মিস করছি।অনেক বেশিই মিস করছি।খুব কথা বলতে ইচ্ছে করছে ওর সাথে।ওর সাথে ফোনে ঝগড়া করতে মন চাইছে।ওকে রাগিয়ে আবার রাগ ভাঙাতে ইচ্ছে করছে।বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে.........।
জানি,এইসব প্রত্যাশা কখনো পূরণ হবার নয়।কখনো হয়তো ওকে ফিরে পাবো না।"ভালোবাসি"কথাটা আর বলতে পারবো না। :'( :'( :'( :'( :'(
তবুও বলছি,ফিরে এসো........।
©somewhere in net ltd.