নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

সস্তা আবেগ আর ভালোবাসা

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

সত্যি সত্যি আমি অনেক দুঃখিত তোমাকে ভালোবেসে।তোমাকে না জিগ্যেস করে আমার এমন সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি।আমি কালো,দেখতে খ্যাত,অসুন্দর,কুৎসিত,আনস্মার্ট,খারাপ,ঠোঁটকাটা স্বভাবের,বেহায়া,রাস্তার নেড়ি কুকুরের চেয়েও নিকৃষ্ট জানোয়ার।তোমার মতো হাইলি কোয়ালিফাইড কাউকে ভালোবাসার আগে অন্তত নিজের চেহারাটা আমাকে আয়নায় দেখা দরকার ছিল।তাহলে নিজের অবস্থান সম্পর্কে আমার ধারনাটা ঠিক থাকতো।



তোমার রিয়েল লাইফ থেকে ১৫ দিন আগেই বিদায় নিয়েছি।ভার্চুয়ালি তোমাকে একটু অনুভব করার চেষ্টা করতাম।তাই প্রতিদিন তোমার ফেবু আইডি তে যেতাম।তোমার ওয়াল ফটো,প্রোপিকগুলো জুম করে মোবাইল স্ক্রিনে ছুঁয়ে দেখতাম।মনে একটু হলেও শান্তি লাগতো।আজ দেখি তুমি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছ।



আমি মানুষ না।তাই তুমিও আমাকে মানুষ হিসেবে গণ্য করো না।কিন্তু আমাকে তোমার বাসার পোষা কুকুরটার মতো কিছু একটা ভাবতেও কষ্ট হয়?আমিতো তোমার কাছে নর্দামার কীটের থেকেও নিকৃষ্ট,ঘৃণ্য,অবহেলিত।রাস্তায় একটা বাচ্চা কুকুর কাঁদলে তার জন্য যতটুকু মায়া লাগবে ততটুকুও আমার প্রাপ্য নয়।



সত্যিই কি আমি এতোটাই খারাপ??



ছোট মুখে একটা বড় কথা বলি,মনে রেখো।"তোমার জন্মদাতা মা-বাবা আর তোমার মায়েরে পেটের ভাইয়ের পরে যদি কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তবে সে এই অধম......আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.