![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানো,গতকাল সারা রাত তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি!!
স্বপ্নে দেখি আমি ঢাকায় গিয়েছি।ওখানে গিয়ে তোমাকে ফোন করে বলি একবার দেখা করতে।তুমি "না" বলে দাও।তারপর আমি তোমাকে বার বার ফোন করে অনুরোধ করি আমার সাথে একটু দেখা করার জন্য।শেষমেষ তুমি রাজি হও।দেখা করার জায়গা ঠিক হয় শাহবাগ।আমি অনেক আগে গিয়ে তোমার অপেক্ষায় সেখানে বসে থাকি।এক অদ্ভুত রকমের আনন্দ লাগছিলো আমার।কিন্তু তোমার বাস আসার আগেই আমার ঘুম ভেঙ্গে যায়।
তোমাকে শেষ দেখেছি নভেম্বরের ১৮ তারিখে।আজ জানুয়ারিরর ২২ তারিখ।এতোগুলো দিন আমার কেমন করে কেটেছে তা বলে বোঝাতে পারবো না।স্বপ্নেই শুধু তোমাতে দেখি।সামনাসামনি দেখতে খুব ইচ্ছে তরে।জানিনা কখনো দেখতে পাবো কি না।তবে তোমাকে পাওয়ার আশায় রইলাম........।
Missing you এত্তোগুলো।
©somewhere in net ltd.