নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা দিবস,কিছু পাওয়া-না পাওয়ার হিসাব।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

১৪ ফেব্রুয়ারী।বিশ্ব ভালবাসা দিবস,Valentiness Day.প্রেমিকদের এক গুচ্ছ তাজা লাল গোলাপ নিয়ে তাদের প্রেয়সীকে "Would you like to be my VALENTINE?" বলার দিন। How sweet!



কিন্তু আমার ভালোবাসা দিবস ২৯ জুলাই।সেদিন আমি মনের মানুষটাকে বলেছিলাম "I think I'm in love with you."সে সময় রমযান মাস চলছিল।মিথ্যে বলতে পারিনি।সত্যি সত্যি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি।অনেক বেশিই।



কিন্তু দুঃখ জনক হলেও সত্য,সে আমাকে ভালবাসে না,আমাকে চায় না।



আমার মতো মানুষদের ভালোবাসতে নেই,ভালোবাসা পাওয়ার অধিকার নেই।তাই "ভালোবাসা দিবস" আমাদেন পালন করা নিষেধ;হোক সেটা ১৪ ফেব্রুয়ারী অথবা ২৯ জুলাই।আমরা জড় পদার্থ।আমাদেরতে আঘাত করলে আমরা কিছুই বলতে পারি না,কিন্তু ব্যাথা সহ্য করতে হয়।



আমি কারো জন্য না।সবার কাছে বারবার নিরাশ হয়ে আর নতুন কিছু আশা করতে পারি না।আমি cheap টাইপের।so,kick me like a football.i deserve only kicks.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.