নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

missing myself,badly

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

নিজেকে খুব মিস করছি।খুব বেশিই হয়তোবা।কিছু একটা চাইছি,খুঁজছি;কিন্তু পাচ্ছি না।এমন কাউকে খুঁজছি যাকে মনের চাপা না বলা কষ্টের কথাগুলো বলবো,তাকে বুকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠবো আর সে আমাকে সবটুকু উজাড় করে ভালবাসবে।



কিন্তু sad but true,এমন ভালবাসা আজ কোনো সুস্থ-স্বাভাবিক মানুষের কাছ থেকে পাওয়া সম্ভব না।হয় তাকে হতে হবে মানুষরুপি ফেরেশতা অথবা মানসিক ভারসাম্যহীন পাগল।আমি দ্বিতীয় শ্রেণিতে পরি।



আমার একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল।অল্প কয়েকদিন ওকে কাছে পেয়েছিলাম।যখন মন খারাপ হতো তখন ওর সাথে কথা বলতাম আর ও আমার চোখের দিকে তাকিয়ে থাকতো।বেশি মন খারাপ হলে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতাম।অবলা প্রণিটা হয়তো আমার কথা বুঝতে পারতো।কিন্তু সে বেশিদিন আমার কাছে থাকলো না,চলে গেল না ফেরার দেশে।



আমার মতো অপ্রকৃতস্থ মানুষের সাথে সুস্থ কোনো মানুষ থাকতে পারবে না।কিন্তু কি পোড়া কপাল আমার!একটা অবলা জীব ও আমার কাছে থাকল না।আমি কতোটা খারাপ তা ভাবলে নিজেই নিজেকে গালি দিই।আমি খুব খুব খুব খারাপ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.