![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে খুব মিস করছি।খুব বেশিই হয়তোবা।কিছু একটা চাইছি,খুঁজছি;কিন্তু পাচ্ছি না।এমন কাউকে খুঁজছি যাকে মনের চাপা না বলা কষ্টের কথাগুলো বলবো,তাকে বুকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠবো আর সে আমাকে সবটুকু উজাড় করে ভালবাসবে।
কিন্তু sad but true,এমন ভালবাসা আজ কোনো সুস্থ-স্বাভাবিক মানুষের কাছ থেকে পাওয়া সম্ভব না।হয় তাকে হতে হবে মানুষরুপি ফেরেশতা অথবা মানসিক ভারসাম্যহীন পাগল।আমি দ্বিতীয় শ্রেণিতে পরি।
আমার একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল।অল্প কয়েকদিন ওকে কাছে পেয়েছিলাম।যখন মন খারাপ হতো তখন ওর সাথে কথা বলতাম আর ও আমার চোখের দিকে তাকিয়ে থাকতো।বেশি মন খারাপ হলে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতাম।অবলা প্রণিটা হয়তো আমার কথা বুঝতে পারতো।কিন্তু সে বেশিদিন আমার কাছে থাকলো না,চলে গেল না ফেরার দেশে।
আমার মতো অপ্রকৃতস্থ মানুষের সাথে সুস্থ কোনো মানুষ থাকতে পারবে না।কিন্তু কি পোড়া কপাল আমার!একটা অবলা জীব ও আমার কাছে থাকল না।আমি কতোটা খারাপ তা ভাবলে নিজেই নিজেকে গালি দিই।আমি খুব খুব খুব খারাপ।
©somewhere in net ltd.