নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

নতুন কিছু পাওয়ার আশা...........

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৭

একাকিত্বটা ঘুচাতে পারলাম না।হয়তো আর কখনো পারবোও না।তবে যদি ওপরওয়ালা কোনো রহমত দেন তাহলে হয়তো কিছু হলেও হতে পারে।



একজনকে ভালো লাগতে শুরু করেছে।আজ হয়তো যেকোনো সময় তাকে ভালোলাগার কথাটা বলেও দিতে পারি।কিন্তু ফলাফল অপরিবর্তনীয়ই থাকবে।তবুও মনের এক কোণে সামান্য একটু আশা আছে।সেই সামান্য আশার ভরসায় আজো বেঁচে থাকার প্রেরণা পাই।এই আশাটুকুই আমাকে সামনে চলার শক্তি দেয়।যেদিন এই আশা শেষ হয়ে যাবে সেদিন আর আমি বেঁচে থাকবো না।চলে যাবো পরপারে।



বার বার ভিক্ষা করতে ভাল লাগে না।একজন মানুষ ভালোবাসা পেলে বদলে যেতে পারে,তার পশুবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারে,অসাধ্য সাধন করতে পারে।



আমি খুব খুব খুব খারাপ মানুষ।ভাল হতে চাই।চাই একটু শাসন,স্নেহ,মমতা,শেয়ারিং-কেয়ারিং,খরার সময় এক পশলা বৃষ্টির মতো ভালোবাসা।



কিন্তু এইসব চাওয়া গুড়ে বালি।এমনটা আমার মতো খারাপ মানুষের সাথে কখনো হয়নি আজও হচ্ছে না হয়তো ভবিষ্যতে কখনো হবে না।আমি এতোটা খারাপ যে একটা কুকুরও আমাকে সহ্য করতে পারে না;মানুষ তো অনেক দূরের বিষয়।মরে যেতে চাই,কিন্তু পারি না।বেঁচে থাকার তাগিদেই বেঁচে থাকে হয়।নয়তো মানুষ ঘৃণা করতে ভুলে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.