![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাট specific ঘটনা একজন মানুষের জীবনে কয়বার repeat হতে পারে?১ বার?২ বার?৩ বার?
কিন্তু আমার জীবনে একটাই ঘটনা বারবার,প্রতিবার ঘটছে।কেন?
_____কারণ,আমি খারাপ।খুব খারাপ।খুব খারাপের থেকেও বেশি,অনেক অনেক অনেক বেশি খারাপ।
আজ একটা বিশেষ মানুষের সাথে দেখা করার কথা ছিল।সে যদিও বলেছিল আসবে না,তবুও আমি গিয়েছি নির্ধারিত জায়গায়।কারণ,আমি ভেবেছিলাম শেষ মুহূর্তে হলেও সে আসবেই।নিজের মনের উপর দৃঢ় বিশ্বাস ছিল সে আসবেই।কিন্তু আমার সকল বিশ্বাস মিথ্যা প্রমাণ করে সে আসেনি।তাকে বার বার ফোন করাতে সে বিরক্ত হয়ে ফোন অফ করে দিয়েছে।তাহলে ভাবুন আমি কতোটা খারাপ।তবে আমার খারাপের এই উদাহরণটা সামান্য।আমি এর চাইতেও হাজার গুন বেশি খারাপ।অথচ দশদিন আগে এই মানুষটাই আমাকে বলেছিল আমি নাকি অনেক ভালো।সে বলেনি আমি খারাপ।কিন্তু তার আচরণে আমি নিশ্চিত,সে আমাকে আজ থেকে চরম ভাবে ঘৃণা করবে।কারণ আমি "খারাপ"।
©somewhere in net ltd.