নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

তুই এমন কেন Jerry?

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

আমি খুব খারাপ তোকে আগেই বলেছি।

তোকে ভালো লাগে সেটা তোকে জানিয়ে দিয়েছি।

তুই "না" বলার পরে আমি তোকে কিছু বলেছি?

কোনো pressure দিয়েছি?

তোকে আমি পছন্দ করি এটা যাতে কেউ

বুঝতে না পারে সেজন্য

আমি ------কে সামনে দাড়

করিয়ে দিয়েছিলাম।তুই যেভাবে আচরন

করছিস তাতে সবই এমনি এমনি তা বুঝে যাবে।

তুই এমন করবি জানলে তো আমি সবার সামনেই

প্রপোজ করতাম।এমনিতেই রিয়াদ-

ফারুককে নিয়ে তোকে অনেক কথা শুনতে হয়।

আমি চাইনি তোকে আমার ব্যাপারেও

কথা শুনতে হোক।তাই গোপনে সব করেছি।

এখন তোর ভাল তুই বুঝ।আমার তোকে আর কিছু

বলার নেই।তুই সবার সামনে নিজে ছোট

হবি নাকি আমাকে ছোট করবি তা একান্তই

তোর ব্যাপার।আমি স্বাভাবিক ভাবে তোর

সাথে চলছি।কোনো প্রকার misbehave করিনি।

তোর এমন আচরন আমার

জীবনে হয়তো কোনো প্রভাব ফেলবে না।

কিন্তু আমার কারণে তোর

সাথে খারাপ কিছুু

হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।

তোর সাথে যদি কোনো প্রকার

অন্যায়,অবিচার,অসদাচরণ,অনৈতিক কিছু

করে থাকি,যদি তোর মনে কখনো কষ্ট

দিয়ে থাকি,যদি কখনো তোকে খারাপ

কিছুু

বলে থাকি তাহলে পারলে আমাকে মাফ

করে দিস।

ভালো থাকিস।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


এখানে না লিখে সরাসরি বলুন প্রিয় ব্লগার ...
সমাধান হবে আশা করি !

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:২৯

"কষ্টের নীল রং" বলেছেন: ওকে এটাই লিখে পাঠিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.