![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।।
আজ ১৭ আগষ্ট ২০১৪,রবিবার।
জীবনে প্রথম রক্তদান করলাম ২০ দিন বয়েসী একটা বাচ্চাকে।বাচ্চাটার জন্ম ২৯ শে জুলাই ২০১৪,মঙ্গলবার,ঈদের দিন।বাচ্চাটার নাম তাসকিন আহমেদ।বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
আজ মনে হচ্ছে জীবনের অন্যতম সবচেয়ে ভাল কাজ করলাম ১০০ এম এল রক্ত দিয়ে একটা ফেরেশতা বাচ্চার প্রাণ বাঁচিয়ে।আল্লাহ্ এই ওসিলায় যেন আমাকে মাফ করে দেন......।
২।।
আজ ১৮ আগস্ট ২০১৪,সোম বার।
জীবনে প্রথম রক্ত দিলাম একটা মাসুম বাচ্চাকে বাঁচানোর জন্য সেটাই বিফলে গেল......।আজ সকালে বাচ্চটা মারা গেছে,কবরে নিয়ে গেছে আমার পাপিষ্ঠ শরীরের ১০০ এমএল রক্ত।কি দোষ ছিল বাচ্চাটার?কেন এতো অল্প সময়ে সে পৃথিবী ছেড়ে চলে গেল?আল্লাহ্ কেন এমনটা করলো?বাবা-মা কতো আশায় ছিল বাচ্চটা বাঁচবে,তাদের জীবনের সব কষ্ট দূর করবে,তাদের জীবনটা সার্থক করবে।কিন্তু কি হলো এটা??কেন হলো??আমার জীবনের পাপের বোঝা আরো বেড়ে গেল।আমার রক্ত শরীরে নিয়ে মারা গেল একজন।আমার জীবিত শরীরের নষ্ট রক্ত আজ কবরে।
নিজেকে কখনোই মাফ করতে পারবো না,কখনোই না।
২| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯
"কষ্টের নীল রং" বলেছেন: :'( :'( :'(
৩| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০
"কষ্টের নীল রং" বলেছেন: :'( :'( :'(
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯
মুক্তকণ্ঠ বলেছেন: