![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক কতদিন পর জানিনা,হয়তোবা ৬ মাস বা তারও বেশি পর,গতরাতে ১০ মিনিটের জন্য নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয়েছে।
ছোট্ট একটা conversation মনটা অনেক ভাল করে দিয়েছে।প্রথমে ভেবেছিলাম মেসেজের উত্তর পাবো না হয়তো।কিন্তু আমাকে চমকে দিয়ে উত্তর চলে আসে!!
তারপর আর ১টা মেসেজ আসে।মোট ২টা।এই ২টা মেসেজ য়ে আমার জন্য কতখানি সুখের সেটা কাউকে বলে বুঝাতে পারবো না।
আসলে,কিছু ছোট ছোট মুহূর্ত মানুষকে মাঝেমধ্যে অনেক বড়বড় আনন্দ দেয় যেগুলো মাপা যায়না বা কোনো ভাষায় প্রকাশ করা যায়না।
Love you #Fia_babu <3 <3 <3
২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০০
"কষ্টের নীল রং" বলেছেন: :-D :-D :-D
৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
বলেছেন:
৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
"কষ্টের নীল রং" বলেছেন: :-D :-D :-D
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: