নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

I'm Sorry :'( :'(

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২

নাফিয়া,তুমি জানো যে আমাকে কেউ ইগনোর করুক সেটা আমি সহ্য করতে পারি না।তুমি আমাকে শুধু ইগনোর করো বার বার।

ভুলটা আমারই।শুরু থেকে ভুলটা আমারই ছিল,এখনো ভুল আমিই করছি।আমার উচিৎ হয়নি তোমার উপর ক্রাশ খাওয়া,তোমাকে ভালোবাসা।এজন্য I'm sorry.....

আমার জীবনে তোমার মতো আরো দুজন এসেছিল সেটা তো জানো।কিন্তু তোমরা তিনজন আমাকে যা শিক্ষা দিয়েছ সেটার ঋণ আমি সারা জীবনেও শোথ করতে পারবো না।
১.Love at first sight কখনো বিশ্বাস করতে নেই।
২.কখনো কাউকে বিশ্বাস করে নিজের সবটুকু দিতে নেই।
৩.কখনো সত্যিটা বলতে নেই।

৩ নম্বরটা তোমার কাছ থেকে পাওয়া।তবুও আজ একটা সত্যি বলেই দিই,তুমি আহামরি কোনো সুন্দরী না,১০০ তে ৪৫ দেয়া যায় তোমাকে।তুমি সাধারণের থেকেও একটু বেশিই সাধারণ।এই একটু বেশি সাধারণ গুণটার জন্যই একমাত্র তোমাকে আমার ভাল লাগে।

সামনাসামনি সরি বলার ইচ্ছে নেই,তাই এখানেই বলে দিচ্ছি " I'm sorry,Nafia.I'm really really sorry.তোমার সাথে যা যা মিসবিহেভ করেছি,অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাই।পারলে মাফ করে দিও,না পারলে দরকার নাই।তোমাকে পাওয়ার ইচ্ছা শেষ।''

ভালো থেকো ফিয়াবাবু........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.