নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

চাপা ব্যাথা

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

নতুন করে কি আর লিখবো??পুরনো কথাগগুলোই নতুন
ভাষায় লিখছি..।
এই স্বল্প পরিসরের জীবনে যেমন অনেক কিছু
পেয়েছি,তেমনি হারিয়েছিও অনেক কিছুই।
তবে হারানোর মধ্যে যেটা সবচেয়ে প্রিয় ছিল
সেটা # আমি ।
আমি হারিয়ে গেছি।অজানায়
হারিয়ে গেছি।এই কমলালেবুর মতো গোল
পৃথিবীতে আমি হারিয়ে গেছি।
খুঁজে পাচ্ছি না নিজেকে।
কোথায় আমি????
আমি হতে পারিনি একজন ভাল # সন্তান
,হতে পারিনি কারো প্রিয় একজন # মানুষ ,ছোট
ভাই-বোনদের কাছে হতে পারিনি একটা ভাল
# ভাইয়া ,হতে পারিনি কারো ভাল # বন্ধু
,হতে পারিনি কারো জীবনের # স্বপ্ন
,হতে পারিনি কারো # আদর্শ_প্রেমিক ।
আমি কুৎসিত,অসুন্দর।আত্মীয়-স্বজনদের কাছে আমি
# নষ্ট # অভদ্র # চরম_বেয়াদব # চরিত্রহীন এবং
# উটকো_ঝামেলা হিসেবেই পরিচিত।আমার
উপস্থিতিতে সবাই ভাবে না জানি কখন কোন
অঘটন ঘটিয়ে দিই।
বন্ধুরা বেশিরভাগ আমটর সাথে শুধু
সামাজিকতা রক্ষার তাগিদে(প্রয়োজনের জন্য)
আমার সাথে যোগাযোগ রাখে।তাদের
কাছেও আমি ভয়ানক।
কাউকে # ভালবাসি কথাটা বলা আমার জন্য
অপরাধ।কারণ আমি কুৎসিত,আমার চরিত্র
খারাপ,আমি ঠোঁটকাটা,আমি রোমান্টিক না।
তবুও কাউকে ভালবাসতে বড়
ইচ্ছে হয়,সত্যি সত্যি ভালবাসতে ইচ্ছে হয়।
জীবনে যাকেই ভালবেসেছি,যার
হাতটা ধরে হাঁটতে চেয়েছি,যার চোখের
দিকে তাকিয়ে নিজের
কষ্টগুলো ভুলতে চেয়েছি সেই
আমাকে ছেড়ে চলে গেছে।কারণ আমি # খুব_
খারাপ।
জীবনের চাওয়া-পাওয়ার হিসাব
মেলাতে পারি না।বড় একা লাগে নিজেকে।
কেউ নেই যে আমাকে একটু সামলে রাখবে,একটু
কেয়ার করবে,একটু হাতটা ধরতে দিবে,দিনে ১৫
মিনিট কথা বলবে,৩০ টা মেসেজ
দিবে,সপ্তাহে একটা দিন ১ ঘণ্টা সময়ের জন্য
দেখ করবে আর সত্যি সত্যি আমাকে ১
বালুকণা পরিমাণ ভালবাসবে।ব্যস,আর কিচ্ছু
চাইনা আমি।আর কিচ্ছু চাইনা।
এই কথগুলো মনের ভেতরে অনেক
কষ্টে চাপা রেখেছিলাম।কিন্তু আর পারলাম
না।

লিখা ১১/১২/২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.