![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বছরের প্রথম স্বপ্নটা এমন হবে কখনোই ভাবতে পারিনি।কেন বারবার শুধু ঐ একটা মানুষই আমার স্বপ্নে আসে?কেন?
এর কোন জবাব নেই।
সে আমার প্রতিটা নিউরনে,প্রতিটা লোহিত রক্তকণিকা,প্রতিটা মাইটোকন্ড্রিয়ায় মিশে গেছে।সে আমাকে তার করে নিয়ে পর হয়ে গেছে।
ওকে সাদা,গোলাপি আর লাল রং খুব মানায়।সাদা ড্রেস পরলে ওকে দেখতে বাচ্চা পরীর মতো লাগে।সাদা লেহেঙ্গা পরে সে আমার সামনে দাড়িয়ে।আমি আয়নার সামনে দাড়িয়ে কিন্তু প্রতিবিম্ব টা নাফিয়ার।সে আমার সাথে কথা বলছে,আমি তার সাথে কথা বলছি।অনেকটা আলিফ লায়লার রুপকথার গল্পের মত;আয়নার একপাশে প্রেমিক,আরেকপাশে প্রেমিকা।কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারবে না।শুধু দেখতে আর কথা বলতে পারবে।তখনকার সময়ের ভিডিওকল আরকি।
মনটাই খারাপ হয়ে গেল কারণ এটা আর কখনোই সত্যি হবার নয়।
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
"কষ্টের নীল রং" বলেছেন: ঘটনাটা যে নতুন বছরেই ঘটে গেল........।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: নতুন বছরে পুরোনো সব কিছু ফেলে নতুন করে ভাবুন ।