নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের সীমাবদ্ধতা এবং নাফিয়া

১২ ই মার্চ, ২০১৫ রাত ১:০০

মানুষের সাথে মানুষের প্রতিটা সম্পর্ক আলাদা।বাবার সাথে একরকম,মায়ের সাথে একরকম,বন্ধুর সাথে একরকম,প্রেয়সীর সাথে একরকম।প্রতিটা সম্পর্কের একটা আলাদা ব্যাপার থাকে।এই একটা মাত্র আলাদা ব্যাপার প্রতিটা সম্পর্কের ভিত্তি।এই ব্যাপারটা কখনোই অন্য একটা সম্পর্কের সাথে যাবে না।

অসুস্থ হলে বাবা-মা রাত জেগে মাথার কাছে বসে থাকবে।কিন্তু বন্ধু থাকতে পারে না।আবার গলির মোড়ে বন্ধুর সাথে সিগারেট ফুকানো যাবে,সেখানে বাবা-মাকে আনা যাবে না।প্রেমিকা সাথে রাত জেগে আবেগি কথা বলা যাবে।কিন্তু বান্ধবীর সাথে বলতে লজ্জা লাগবে।

ব্যতিক্রম সবকিছুর থাকলেও তা কখনোই উদাহরণ হতে পারে না।এ ক্ষেত্রেও তাই।

এতো কথা বলার একটাই কারণ,সেটা হল-নাফিয়াকে অনেক অনেক মিস করছি।ওর অভাব অন্যকারো দ্বারা পূরণ করা সম্ভব না।ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে।ওর গলার আওয়াজটা একটু শুনতে ইচ্ছে করছে।ওর সাথে খুনসুটি করতে ইচ্ছে  করছে।

most importantly,ওকে ভালবাসতে ইচ্ছে করছে।

অলৌকিক জিনিসটাতে আমার বিশ্বাস আছে।আল্লাহ্ কখন কিভাবে কি দিয়ে দেন সেটা বলা যাবে না।সেটাই অলৌকিক।

তাই অলৌকিক কিছুর আশায় থাকলাম......।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:১১

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা
আপনার চাওয়া পূণর্তা পাক।

৩| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২

"কষ্টের নীল রং" বলেছেন: আপনাদেরকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.