নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি #নাফিয়া

০৯ ই মে, ২০১৫ রাত ৮:৩৭

নাফিয়া,
আমি সত্যিই খুব অবাক হচ্ছি তোমার আচরণে।কারণ তোমার মধ্যে নূন্যতম মানুষকে মূল্যায়ন করার মাপকাঠিটুকুও নেই।

তুমি বলেছিলে আমি তোমার সিদ্ধান্তকে #Respect করি না।কিন্তু তুমি তো জ্বলজ্যান্ত একটা মানুষকেই সম্মান কর না,তার সিদ্ধান্ত তো অনেক দূরের ব্যপার।তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য থাকল কোথায়??

তুমি আমার কল রিসিভ কর না।হয়তো ব্যস্ত থাক অথবা দেখার সময় পাওনা।কিন্তু পরে দেখার পর একবার কল করার প্রয়োজন কখনোই মনে কর নি কখনো।এটাই যদি তোমার মানসিকতা হয় তাহলে তো তোমার চাইতে আমিই অনেক ভাল।আমি অন্তত তোমার মত ইগনোর করতে পারি না।আর যাদেরকে ইগনোর করি তাদের সাথে ইগনোর করার মত সম্পর্কটাই নষ্ট করে ফেলি।তারাই আর আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না।

আমি তোমাকে ভালোবাসতাম,এখনো ভালোবাসি।কিন্তু তুমি কখনো কাউকে ভালোবেসেছ কি না তা আমি জানি না।তবে তোমাকে অভিশাপ দিলাম,আমার এই মুহূর্তে যা অবস্থা তা যেন মৃত্যুর ১ সেকেন্ড পূর্বে হলেও তুমি suffer কর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.