নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টের নীল রং

"কষ্টের নীল রং"

আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি।আমার কষ্টগুলো সব নীল রংয়ের।সেই নীল কষ্টগুলোকে virtually একটু কমানোর বৃথা প্রচেষ্টা করছি।আপনাদের সহানুভূতি এবং সহযোগীতা কাম্য। বিঃদ্রঃ আমার ব্লগে প্রকাশিত সকল ঘটনা সত্য এবং আমার নিজের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

"কষ্টের নীল রং" › বিস্তারিত পোস্টঃ

#নাফিয়া_তুমি_ভাল_থেকো.....

২৯ শে মে, ২০১৫ সকাল ৯:৫৯

সকালবেলা এতো খারাপ একটা স্বপ্ন দেখব তা স্বপ্নেও কোনোদিন ভাবিনি।এতোটা ভয় পেয়েছি বলে আজ পর্যন্ত মনে পড়ে না।প্রায় ১ ঘণ্টা হল দেখার,তবুও এখনো বুকের ভেতরের হার্টবিট মনেহয় সেকেন্ডের জন্যেও স্বাভাবিক হয়নি।

প্রিয় মানুষটার এত খারাপ পরিণতি কোনোদিন হোক, তার জীবনটা শেষ হয়ে যাক,তার এত কড় ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইব না।যতই তার প্রতি আমার অভিমান,রাগ,আক্ষেপ,অভিযোগ,ঘৃণা থাকুক না কেন-তবুও তো এখনো ওকেই ভালোবাসি।সত্যি সত্যিই ওকে ভালোবাসি।

কি যে অমানুষিক কষ্ট লাগছে তা বলে বুঝানো সম্ভব না।ওর সাথে কথা বলার জন্য বুকের ভেতরটা ছটফট করছে।ঠিক যেন আমি মৃত্যুশয্যায় আর একটু পানি পান করতে চাইছি;অথচ কোথাও আমাকে দেয়ার মতো ১ ফোঁটাও পানি নেই।হায়রে পোড়া কপাল আমার!!

#নাফিয়া,তুমি অনেক ভাল থেকো,সুখে থাক।কোনো বিপদের ছায়াও যেন তোমার শরীরে না পরে।প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তোমাকে হেফাজত করেন।তোমার উপর যেন কারও একটা চুলের আচড়ও না পরে।সবসময় যেন মানসিক শান্তিতে থাক।তোমার জীবনের সব চাওয়া-পাওয়া যেন আল্লাহ্ পূরণ করেন সেই দুয়াই আজ করছি তোমার জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.