নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবোন থেকে নেয়া

আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস ন

অপ্রকাশিত ছদ্মনাম

কিছু কথা শুধু নিজের ভেতর রাখো। দ্বিতীয় কেউ জানবে না। কোনভাবেই না।

অপ্রকাশিত ছদ্মনাম › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীটা বড়ই স্বার্থপর,

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩



কিছু কিছু মানুষ সরলতা আর বিশ্বাস এর সুযোগ নিয়ে ঠকিয়ে যায়।

আর কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে, আপনার পেছনে বাশ দিতে ব্যস্ত থাকে।

আর যাকে বেশি বিশ্বাস করবেন সে হয়ত সবচেয়ে বড় বাশটা নিয়ে বসে থাকবে।

এ পৃথিবীতে কাউকে বিশ্বাস করা আর ভালবাসাটা সবচেয়ে বোকামি।

আর কাউকে আপনার দৃর্বলতার কথা বলবেন না।

যদি বলেন তাহলে সে আপনাকে নিয়ে নিকৃষ্ট খেলায় মেতে উঠবে।

কেন যে মানুষ চলনা করে,আর বন্ধুর মুখোশ পরে অনিষ্ট করে বলতে পারেন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

টি-ভাইরাস বলেছেন: আমি নিজের মৃত্যুকে বরণ করে নেয়া অজেয় একিলিস নই । আমি নিজের প্রেমে আত্মহারা নার্কিসাস নই । আমি অসম্ভবকে সম্ভব করা মহাবীর ... হেরাক্লেস নই। আমি পৃথিবীর ভার ধরে থাকা এটলাস নই । দুর্গম পথ পারি দিয়ে আসা ইথাকার রাজা ওডিসিউস নই । আমি সৌন্দর্যের প্রতিরূপ আদোনিস ন ..... এই লাইন তার পুরাটা লিখেন একটু ভাল লাগছে পরে প্যারাটা

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

অপ্রকাশিত ছদ্মনাম বলেছেন: আমি ভালোবাসার বরপুত্র প্যারিস নই ।
আমি মৃত্যুমুখে দাড়িয়ে থাকা নির্ভিক
হেক্টর নই ।
আমি শৃঙ্খলের বিরুদ্ধে ফুলে উঠা উদ্ধত
পেশির স্পার্টাকাস নই ।
আমি অতি সাধারণ একজন । দুচোখ
ভরা স্বপ্ন নিয়ে ঘুমুতে যাই , দুচোখ
ভরা স্বপ্ন নিয়ে ঘুমের থেকে উঠি ।
স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায় । মনে চায়
ছুয়ে দিই । ধরা দিয়েও দেয় না । এত
কাছ থেকে পেয়েও হঠাত্
মিলিয়ে যায়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.