![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা শুধু নিজের ভেতর রাখো। দ্বিতীয় কেউ জানবে না। কোনভাবেই না।
মাত্র ১২৮২ জন সৎ মানুষ দিয়ে বাংলাদেশ
দূর্ণীতিমুক্ত দেশ
হওয়া সম্ভব ! !
-ক* জেলা প্রশাসক ৬৪ জন ;
-খ* জেলা পযার্য়ে পুলিশ সুপার ৬৪ জন ;
-গ*উপজেলা নির্বাহী অফিসার ৪৮৩ জন ;
-ঘ*ভারপ্রাপ্ত থানা কমকতা- ৫০০ জন ;
-ঙ* বাংলাদেশ সরকারী কমকমিশন ১ জন ;
-চ* প্রধান নিবাচন কমিশনারসহ ৩ জন ;
-ছ* বাংলাদেশ বাংকের গভনর ১ জন ;
-জ* প্রধান মন্ত্রীসহ স্বরাষ্ট্র,
পররাষ্ট্র, প্রতিরক্ষা, অথ, তথ্য, স্থানীয়
সরকার মন্ত্রী ৭
জন ;
-ঝ* প্রধান বিচার প্রতি ও
এটর্নি জেনারেল ২ জন ;
-ঞ* সংসদ সদস্য ১৫১ জন ;
-ট* মহা হিসাব নিরক্ষক ১ জন ;
-ঠ* সেনাবাহিনী প্রধানসহ জি.ও.সি লেবেলের
৫ জন ;
——————
= ১২৮২ জন
>>প্রশ্ন হলো, এই সৎ মানুষ কোথায়
পাওয়া যাবে ??
স্বাধীনতার পর থেকে অদ্যাবধী এর নজির
আমরা দেখতে পায় না ! যারাই জনগনের
কাছে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আরোহন
করেছেন,
তারাই জনগনের
সাথে বিশ্বাসঘাতকতা করেছে ।
অবাধ লুটতরাজ করে সম্পদের পাহাড়
বানিয়েছে।
এই বিষয়ে দ্বিমত করার
লোক খুব একটি পাওয়া যাবেনা।
* তবে বাংলাদেশের শাসন ক্ষমতায় অংশগ্রহন
করে কথিত
ধর্ষণ ও হত্যার
অভিযোগে দোষী রাজাকার নামে পরিচিত
জামায়াতে ইসলামের
দুই ব্যক্তি
মতিউর রহমান নিজামী ও আলী আহসান
মোহাম্মদ মুজাহিদ
দুইটি মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
তাদের মন্ত্রীত্ব শেষ হওয়ার পর
থেকে বর্তমান পর্যন্ত
তাদের বিরুদ্ধে দূর্নীতির কোন প্রমান
পাওয়া যায়নি।
* এই দৃষ্টিকোন থেকে জামায়াত-শিবিরের
১২৮২ জন লোক দ্বারা পরীক্ষামূলকভাবে৫
টি বছর শাসন ক্ষমতার দায়িত্ব
দিলে বর্তমানে দেশে যে পরিমান দূর্ণীতি হয়
তার ৭৫%
দূর্ণীতি কমে যাবে বলে আমার
বিশ্বাস ।
আপনারা কি বলেন ? ?
কালেকটেড
২| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
রওনক বলেছেন: ১ জন, কেবল মাত্র সরকার প্রধান সৎ ও সাহসী হলেই হবে।
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
এম এ কাশেম বলেছেন: হ্যাঁ,
এই তত্বটা আমি বিশ্বাস করি।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬
নতুন বলেছেন: রওনক বলেছেন: ১ জন, কেবল মাত্র সরকার প্রধান সৎ ও সাহসী হলেই হবে। যে দেশেপ্রম নিয়ে কাজ করবে....
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
ম্যাংগো পিপল বলেছেন: আপনের থিওরি ঠিক আছে !! কিন্তু শুধু আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগ ঠিক হলেই সব ঠিক হয়ে যেতে পারে। কারন প্রধানমন্ত্রী থেকে সাধারন জনগন পর্যন্ত যেই অন্যায়, দূর্নীতি করুক তাকে ধরে দ্রুত শাস্তি দিলেই সব ঠিক হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: অনেক আগেই পড়েছি ভাই